
23/07/2025
এর মধ্যেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, এই পরিস্থিতি উত্তরণে একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন।
আগে অবাক হতাম।
এখন মুগ্ধ হই।
ঝড় হোক, রোদ হোক, বৃষ্টি হোক, দুর্ঘটনা ঘটুক আর দেশ ভাইসা যাক, উনার চাওয়া একটাই, দ্রুত নির্বাচন।
উনি যতটা ডেডিকেশনের সাথে নির্বাচন চান, এমন করে কেউ আপনাকে চাওয়ার আগ পর্যন্ত আপনার বিবাহ করা উচিত না।
©️