MD:kaosar

MD:kaosar জীবনটাকে এমন ভাবে তৈরি করো। তুমি মরার পড়ে মানুষ যেন আপসোস করে।
(80)

♥️🌼 শুভ সকাল🌼♥️শুভ হোক সকলের পথ চলা 👍
16/07/2025

♥️🌼 শুভ সকাল🌼♥️
শুভ হোক সকলের পথ চলা 👍

15/07/2025

বুঝতে পারছি না জীবনে কি করবো, প্রতিনিয়ত হতাশা আর দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরিতেছে, জীবনের প্রতি একটা অনিহা এসে গেছে। সর্বপরি টাকাই কি মানুষের জীবনের সবকিছু? আজ আমি অসহায় অর্থহীন বলে নিজের রক্তের মানুষগুলোও আমার খবর নেয় না, খেয়ে আছি নাকি না খেয়ে আছি,বেঁচে আছি নাকি মরে গেছি। এমন জীবনের মানে কি?

♥️🌼 Good night 🌼♥️Follow me I'll follow back 100%
15/07/2025

♥️🌼 Good night 🌼♥️
Follow me I'll follow back 100%

শুভ সন্ধ্যা কাওছার টি স্টল লোকেশনঃ মিরপুর, কালশী। যাত্রী ছাউনির পিছনে।
15/07/2025

শুভ সন্ধ্যা
কাওছার টি স্টল
লোকেশনঃ মিরপুর, কালশী। যাত্রী ছাউনির পিছনে।

সবাইকে বৃষ্টি ময় দুপুরের শুভেচ্ছা সাথে কাঁচা পাতি দিয়ে এক কাপ গরম চা।
15/07/2025

সবাইকে বৃষ্টি ময় দুপুরের শুভেচ্ছা
সাথে কাঁচা পাতি দিয়ে এক কাপ গরম চা।

🌹 আলহামদুলিল্লাহ 🌹🌸 শুভ🏵️ সকাল  🌸
15/07/2025

🌹 আলহামদুলিল্লাহ 🌹

🌸 শুভ🏵️ সকাল 🌸

🌹শুভ রাত্রি🌹একবার খাইবেন তো বারবার চাইবেন ১০০%👍 লোকেশন : মিরপুর কালশী, যাত্রী ছাউনির পিছনে।
14/07/2025

🌹শুভ রাত্রি🌹
একবার খাইবেন তো
বারবার চাইবেন ১০০%

👍 লোকেশন : মিরপুর কালশী, যাত্রী ছাউনির পিছনে।

"আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন' মেনে নিয়েই বেঁচে আছি ভেঙ্গেচুরে গুড়িয়ে যাওয়া জীবনের ধ্বংসস্তূপ থেকে।সবকিছু যখন শেষ হয়ে...
14/07/2025

"আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন' মেনে নিয়েই বেঁচে আছি ভেঙ্গেচুরে গুড়িয়ে যাওয়া জীবনের ধ্বংসস্তূপ থেকে।

সবকিছু যখন শেষ হয়ে যায় নিমিষেই চোখের সামনে কিছু করার থাকেনা আর।

(শেষ থেকে আবার শুরু করলাম। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল, সকলে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন সফলতা দান করেন🙏 আমিন🙏)

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when MD:kaosar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share