
11/08/2025
তোমার জন্য :-একদিন ছোট্ট শহরের রেলস্টেশনে, বৃষ্টি ঝরছিল টুপটাপ।
রোদেলা, লাজুক এক মেয়ে, হাতে পুরনো ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল।
সামনের বেঞ্চে বসে থাকা ছেলেটা বারবার তার দিকে তাকাচ্ছিল—
হয়তো কেবল বৃষ্টির দিকে নয়, মেয়েটির চোখের ভেতরের রোদটার দিকেই।
ট্রেন আসার আগে হঠাৎ ছাতার একপাশ ছিঁড়ে গেল,
ছেলেটি কিছু না বলে নিজের ছাতা এগিয়ে দিল।
দুইজনের মাথার ওপর একটাই ছাতা—
কথা খুব কম, কিন্তু নীরবতায় জমল সবচেয়ে মিষ্টি বন্ধুত্ব।
বছর কয়েক পর সেই একই স্টেশনে, বৃষ্টির দিনে,
মেয়েটির হাতে এবার নতুন ছাতা,
আর ছেলেটি পাশে দাঁড়িয়ে, আঙুলে আঙুল জড়ানো।
ছাতার নিচে এবার শুধু বৃষ্টি নয়,
ছিলো এক পৃথিবী ভরা ভালোবাসা। #কষ্ট