Mᴀʀᴜf

Mᴀʀᴜf ❤️Follow And Like My Page❤️

06/04/2025

"গাজা কাঁদছে, আমরা নীরব!"
যে মাতৃভূমির জন্য প্রাণ দিলো হাজার হাজার নিরীহ মজলুম—
তাদের রক্তে লাল হলো গাজার প্রতিটি ইঞ্চি মাটি।
তারা শহীদ, কারণ তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি,
বরং রক্ত দিয়ে লিখে গেছে প্রতিরোধের ইতিহাস।

আমরা কিছুই করতে পারিনি,
শুধু দেখেছি নারী শিশু বৃদ্ধ পুরুষ দের লাশ, কান্না, ধ্বংস।
কিন্তু এখনো সময় আছে—দোয়ায় অংশ নিতে পারি,
আল্লাহর দরবারে বিচার চাইতে পারি,
শহীদদের জন্য জান্নাত কামনা করতে পারি।

এই নীরবতা ভাঙতে হবে,
এই অন্যায়ের বিপক্ষে দাড়াতে হবে—
কমপক্ষে দোয়া দিয়ে, আওয়াজ তুলে।
গাজা আমাদের ভাই-বোনের রক্তের গল্প,
এটা ভুলে গেলে নিজেদের অস্তিত্ব কে হারাবো। 🥹

04/04/2025

- বিস্ফোরণের শক্তি থেকে মানুষ আকাশে উড়ে আবার মাটিতে নামলো। এটা পৃথিবীর বাস্তব দৃশ্য, হলিউড সিনেমা নয়।

04/04/2025

সবশেষে কিছুই থাকে না, থেকে যায় শুধু আফসোস আর দুঃখ।🖤

26/03/2025

- মানুষ, প্রশংসা করে লোভে! সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে!😊

25/03/2025

Super El Clasico match is coming 🥶

🇧🇷 Brazil Vs Argentina🇦🇷

২৬ শে মার্চ বাংলাদেশ সময় সকাল ৬:০০টায় বিরাট একটা ফাটাফাটি হইবো ☠🔥

ফোর্সা সেলেসাও, গ্রান্দে ব্রাজিল 🇧🇷👊

আপনি কি টাকা দিয়ে লিচু কিনে দামি খোঁসা ফেলে দিচ্ছেন?  এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না 🤨 ১.প্রথমে লিচুর খোঁসা গুলো বরফ...
05/06/2024

আপনি কি টাকা দিয়ে লিচু কিনে দামি খোঁসা ফেলে দিচ্ছেন?
এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না 🤨

১.প্রথমে লিচুর খোঁসা গুলো বরফ ঠান্ডা পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।
২.এরপর পরিমাণ মতো লবণ, কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন।
৩.ভালোভাবে মাখানো হয়ে গেলে লিচুর খোঁসা গুলোকে কিছু সময়ের জন্য রোদে রেখে দিন যেন খোসায় থাকা পানিগুলো শুকিয়ে যায়।
৪.পানি শুকিয়ে যাওয়ার পর খোসা গুলোকে একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন।
তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন।
কারণ আমিও নিজেও জানিনা এগুলা দিয়ে আপনি কি বানাবেন!!😎

যাইহোক মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ 🫣
Courtesy: Sarder Muhib

"যেখানে সেখানে লিচুর খোসা ফেলে পরিবেশ নষ্ট করবেন না" এটাই এই পোষ্টের মর্মার্থ।

02/03/2024

- BPL Final Match Highlights... Fortune Barisal 🆚 Comilla Victorians...❤️⭐

15/02/2024

_❤️❤️❤️❤️

13/02/2024

- Nature 🌟

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mᴀʀᴜf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mᴀʀᴜf:

Share