06/04/2025
"গাজা কাঁদছে, আমরা নীরব!"
যে মাতৃভূমির জন্য প্রাণ দিলো হাজার হাজার নিরীহ মজলুম—
তাদের রক্তে লাল হলো গাজার প্রতিটি ইঞ্চি মাটি।
তারা শহীদ, কারণ তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি,
বরং রক্ত দিয়ে লিখে গেছে প্রতিরোধের ইতিহাস।
আমরা কিছুই করতে পারিনি,
শুধু দেখেছি নারী শিশু বৃদ্ধ পুরুষ দের লাশ, কান্না, ধ্বংস।
কিন্তু এখনো সময় আছে—দোয়ায় অংশ নিতে পারি,
আল্লাহর দরবারে বিচার চাইতে পারি,
শহীদদের জন্য জান্নাত কামনা করতে পারি।
এই নীরবতা ভাঙতে হবে,
এই অন্যায়ের বিপক্ষে দাড়াতে হবে—
কমপক্ষে দোয়া দিয়ে, আওয়াজ তুলে।
গাজা আমাদের ভাই-বোনের রক্তের গল্প,
এটা ভুলে গেলে নিজেদের অস্তিত্ব কে হারাবো। 🥹