Dipro BD

Dipro BD Iam dipro i love my audience �

ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা..Happy Mother's Day.!🥹❤️‍🩹🥀
11/05/2025

ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা..
Happy Mother's Day.!🥹❤️‍🩹🥀

Mood right now 🥵
10/05/2025

Mood right now 🥵

অস*ভ্য মেয়েটা বাবাকে খু*ন করে দাবী করলো* ধ*র্ষণের অপরাধে বাবাকে হ*ত্যা করেছে। মুহুর্তেই কোনো সত্যতা যাচাই না করে নে*ড়িবা...
09/05/2025

অস*ভ্য মেয়েটা বাবাকে খু*ন করে দাবী করলো* ধ*র্ষণের অপরাধে বাবাকে হ*ত্যা করেছে। মুহুর্তেই কোনো সত্যতা যাচাই না করে নে*ড়িবাদীরা তাকে হিরো বানিয়ে দিল৷ পুরো পুরুষজাতির উপর পৃথিবীর সকল নোং*রা ভাষা প্রয়োগ করে পুরুষবি*দ্বেষ উস্কে দিল। কিছু পৌরষত্বহীন বিচিওয়ালাগুলোও খু*নীটাকে প্রসংশায় ভাসাতে লাগলো।

মূলত সে একজন সম*কামী ছিল। তার বান্ধবীর সাথে বাসায় অ*নৈতিক কাজে লিপ্ত হতে বাঁধা দিলে নিজ পিতাকে হ*ত্যা করে পরে ধর্ষণের নাটক সাজায়৷ খু*নের দা*য়ে এবং পুরুষবিদ্বে*ষ উস্কে দেয়ায় তাকে অনতিবিলম্বে প্রকাশ্যে পা|থর মেরে মৃ*ত্যুদন্ড কার্যকর করা হোক।

পলাশ স্যার,  সিনিয়র এএসপিঃআর তার সুন্দরি বৌ:আমার কিছু কথাপলাশ দাদার এই মরে যাবার পিছনে আমার যেগুলি মনে হয় এবং এখান থেকে ...
09/05/2025

পলাশ স্যার, সিনিয়র এএসপিঃ

আর তার সুন্দরি বৌ:আমার কিছু কথা

পলাশ দাদার এই মরে যাবার পিছনে আমার যেগুলি মনে হয় এবং এখান থেকে আমরা যা শিখতে পারি :

১) জেনারেশন গ্যাপ। দাদার বৌ / মেয়েটি অন্ততপক্ষে ১৪/১৫ বছরের ছোট। দাদার অবস্থান বোঝার ক্ষমতা তার নাই। আর এই প্রজন্ম শুধু একক পরিবার বুঝে।আমাদের প্রজন্মের সাথে রাত আর দিন পার্থক্য এ প্রজন্মের। স্ট্রাগল করে মানুষ হওয়া আর কোনো মতে নিজের সুন্দর চেহারা দিয়ে জিতে নেয়া এক কথা নয়।

২) সাহা বনাম সাহা বিবাহ হতেই হবে। দাদাকে অনেক পাত্রী দেখিয়েছিলাম। সাহা না হবার জন্য কিংবা একটু কম সুন্দরী হবার জন্য দাদা রিজেক্ট করতেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। সাহা সব পাত্রী যে ভালো হবে এমন নয়।

৩) দাদার মাতৃভক্তি বেশি ছিলো। আমি তার মুখোমুখি রুমে ঢাবির জগন্নাথ হলে থাকতাম। দাদা খুব ভোরে উঠেই মায়ের সাথে ১০/১৫ মিনিট কথা বলতেন। আমার নিজেরই ঘুম ভেঙ্গে যেতো। আমি দুচারদিন বলছি দাদা এমন কথা প্রতিদিন বলা লাগে নাকি!! উনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। এমন কি দুপুরে / রাতে কথা বলতেন। এটা যে খারাপ সেটা বলছি না। কিন্তু মায়ের থেকে সে কখনো একা থাকতে পারতো না।

৪) পারিবারিক কূটনীতি : এগুলি তো আমরা দাদার চিঠি থেকেই বুঝি। হয়তো বোন এখানে ইনটারফেয়ার করতে পারে। মা + ভাই + বৌ কেউ সাধু নয়। বৌয়ের হয়তো দোষ বেশি।

৫) পুলিশের কর্মক্ষেত্র: এটা সব সময় চাপের। নাইট ডিউটি। মেজাজ খিট খিটে হয়ে যায়। স্যারেরও স্যার থাকে। এই চাপ। পোস্টিংয়ের চাপ। বর্তমান প্রেক্ষাপট এসবও কাজ করে। পুলিশের বৌ যারা হবেন দয়া করে এসব মাথায় রাখবেন। না হলে বিয়ে করতে আসবেন না।

৬) পলাশ স্যার একটু সীমিত সার্কেল মেইনটেইন করতেন। ঢাবি/হল দাদা ছিলেন নির্ভেজাল। ১০০% অরাজনৈতিক। সামাজিক সংগঠন খুব কমই করতেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটালীপাড়া সংগঠন- ডুসাকের আমি যখন সেক্রেটারি দাদাকে অনেক ফোন করলেও খুব বেশি আসতেন না। মিশুক তবে নিজের চাপের কথা কখনো বলতেন না। তো আমার মনে হয় চাপের কথা দুচারজন বন্ধু বান্ধবকে বলা উচিত। সে যত প্রাইভেট কথা হোক না কেনো।

৭) ভুল কর্মে যাওয়া :
★কয়েকটা প্রাইভেট ব্যাংক জব পান
★৩৫ এসআই জব হয়
★সাবরেজিস্টার হন
★ শিক্ষা ক্যাডার হোন
★এডি হোন
★ যেহেতু এসআই হয়েছিলেন তাই পুলিশ ক্যাডারের প্রতি দাদার আগ্রহ ছিলো তাই তিনি প্রথম চয়েজ পুলিশ দেন। অথচ তিনি ফরেন কিংবা এডমিন দিলেই পেয়ে যেতেন। এডমিন তো নরমালি পেতেন। এই বিষয় নিয়ে দাদা কয়েকবার আপসোস করেছেন। কারন পুলিশের ছুটি/ ট্রেনিং+ প্রেশার+ পোস্টিং নিয়ে অনেক প্রেশারে থাকতে হয়।

৮) অন্য কোনো যদি কারন থাকে তাহলে সেটার সুষ্ঠ তদন্ত হোক। সব কারন বের হয়ে আসুক।

৯) সব মিলে আরো অনেক কারন থাকতেই পারে । তবে দাদা নিজের কাছে হেরেছেন। হেরেছেন বৌ, মা, বোন সহ আমাদের কাছে। দাদা হেরে গিয়ে জিতে গেলেন। সারাটা দিন এত্ত প্রখর রৌদ্র অথচ আমাদের আকাশ অনেক ভারী। এই ক্ষতি কাটানো কঠিন।

১০) দিন যাচ্ছে। রাত আসছে। নাইট ডিউটি চলছে। রাত বাড়ছে। গভীর সে রাত। হাজার বছরের সেই রাত।

[সংগৃহীত পোস্ট]

07/05/2025

আধুনিক যুদ্ধজাহাজ নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ; আছে শুধু ৫০+ পাবলিক বিশ্ববিদ্যালয় যাদের কাজ হলো রাজনৈতিক দলের গোলামী করা !!!

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। ক...
06/05/2025

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট এ‍্যাটাক করলে যে পেইন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে।
ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো এক্সিডেন্টে হয়ে থাকে।

অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব‍্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামন‍্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ! মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব‍্যথা উপহার দিয়ে কীভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। মানুষ বলেই বোধহয় সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না!

আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না। কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সে-ই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কীভাবে ব‍্যাথা লুকিয়ে বাঁচতে হয়! নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করার অভিনয় করে যেতে হয়!

কিছু মানুষ তো অবশ‍্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয়। তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে! সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, না পারে কাউকে বলে হালকা হতে।

দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন‍্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারো সাথে নিজেকে জড়িয়ে, পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন, সেই মানুষটা আপনার দেওয়া মিথ‍্যা ভালোবাসার যন্ত্রণা সহ‍্য করতে পারবে কিনা! কারো জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ‍্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা!
vai

বিকৃত যৌনাচার: বসুন্ধরায় দুই নারী গ্রেফতার – প্রশ্ন উঠছে, আইন কি শুধু পুরুষদের জন্যই কঠোর?পোস্টটা দেখে অনেকেই হেসে ফেলবে...
02/05/2025

বিকৃত যৌনাচার: বসুন্ধরায় দুই নারী গ্রেফতার – প্রশ্ন উঠছে, আইন কি শুধু পুরুষদের জন্যই কঠোর?

পোস্টটা দেখে অনেকেই হেসে ফেলবেন, বলবেন—"নারীরা আবার যৌ**র করে নাকি?"
কিন্তু একবার চোখ বন্ধ করে কল্পনা করুন—একজন পুরুষকে দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এমন নির্যাতনে একজন সুস্থ মানুষও শেষ হয়ে যেতে পারে… এমনকি মারা যেতেও পারে।

আমরা যখনই কোনো নারী ধর্ষণের শিকার হন, তখন ফাঁসি চাই, রাস্তায় নামি, প্রতিবাদ করি। সেটাই হওয়া উচিত।
কিন্তু একজন পুরুষ যখন একই ধরনের নরক যন্ত্রণার শিকার হন, তখন চারপাশে নিস্তব্ধতা। মিডিয়া চুপ, প্রতিবাদ নেই, ভাইরাল হয় না।

কেন?

অপরাধ যদি এক হয়, তাহলে শাস্তির মানদণ্ড আলাদা হবে কেন?
নারী বা পুরুষ—অন্যায় করলে বিচার হোক সমান।

বছর কয়েক আগে বসুন্ধরায় এক সিএনজি চালকের ঘটনা মনে আছে?
কয়েকজন ভার্সিটির মেয়ে তাকে ছয় দিন ধরে আটকে রেখে বিকৃত যৌ**র করেছিলো, ধর্ষণ করেছিলো।
শেষ পর্যন্ত পুলিশ উদ্ধার না করলে হয়তো তার মৃত্যুই হতো।
কিন্তু তখন কেউ কিছু বলেনি।
ভাইরাল হয়নি, প্রতিবাদ হয়নি।

আমরা শুধু নারীর প্রতি সহানুভূতি রাখব? পুরুষ কষ্ট পেলে সেটা কৌতুক?

এই সমাজে যদি সত্যিকারের ন্যায়বিচার চাই, তাহলে আমাদের মানসিকতা বদলাতে হবে।

অন্যায় যেই করুক, বিচার যেন সমান হয়।
আইন হোক নিরপেক্ষ। মানবতা থাকুক সকলের জন্য।

Please raise you voice. At least share the post

01/09/2023

পিনিকেই ঝিনিক রাত ১২ টার পরে!না দেখলে মিস

09/08/2023

আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া🤍🥀

04/08/2023

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘুড়ি আর মোবাইল ফোনের সাহায্যে দেখার প্রয়াস ❤️😍🪁🪁🪁
Location :বরিশাল,গ্রাম-বড় বাশাইল

03/08/2023

ছোট ভাইয়ের নৌকা চালানো দেখে আমি তো অবাক😮😮😁
তোমরাও শিখে নিতে পারো 😁😁

এই ব্যাস্ত শহরে অপরিচিত ভিড়ে হটাৎ মনে পরে যায়,পুরানো দিন কত রঙিন তাকে আটকে রাখি মায়ায়🖤🥀Location:সরকারি ব্রজমোহন কলেজ, বর...
30/07/2023

এই ব্যাস্ত শহরে অপরিচিত ভিড়ে হটাৎ মনে পরে যায়,পুরানো দিন কত রঙিন তাকে আটকে রাখি মায়ায়🖤🥀
Location:সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
©️ দি প্র

Address

Barishal
8200

Telephone

+8801612670212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipro BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipro BD:

Share