23/09/2022
**যারা এখনো বিষয়গুলো জানেন না তাদের জন্য**
Impressions :
কেউ যখন Fiverr এ কোনো গিগ খোঁজার জন্য সার্চ দেয় তখন আপনার গিগটি সেই সার্চ রেজাল্টে কতবার দেখিয়েছে সেটাই হল Impression. এখানে যেই সংখ্যাটা দেখানো হয় সেটা হল শেষ ৩০ দিনে সার্চ রেজাল্টে আপনার গিগটিকে কয়বার দেখানো হয়েছে। আপনার গিগের ইম্প্রেশন বেশি হলে বুঝবেন যে সার্চ রেজাল্টে আপনার গিগটি বারবার দেখানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে আপনার গিগ যদি কোনো ভালো কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টে প্রথমে থাকে তাহলে গিগের Impressions বেশি হবে। আপনার গিগ যদি ফিচার করা হয় বা ক্যাটাগরির হোমপেইজে দেখানো হয় তাহলে সেইগুলোও Impressions হিসেবে কাউন্ট করা হবে।
Clicks :
আপনার গিগটি সার্চ রেজাল্টে দেখার পর সেই রেজাল্টে কতজন ক্লিক করছে সেটা হল clicks. কোনো বায়ার আপনার গিগে ক্লিক করার মানে হল সে আপনার গিগটি কিনতে আগ্রহী। তাই clicks খুব ইম্পোর্ট্যান্ট। Click যত বেশি হবে, আপনার গিগ সেল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আমাকে মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করে, গিগের Impressions অনেক, কিন্তু clicks নেই, কি করব। এটার মানে হল, সার্চ রেজাল্টে আপনার গিগটা দেখার পর বায়ার আর ক্লিক করছে না, কারণ আপনার গিগের টাইটেল এবং পোর্টফোলিও ইমেজটি দেখে বায়ার ক্লিক করার আগ্রহ পাচ্ছে না। এক্ষেত্রে আপনার গিগের টাইটেল এবং পোর্টফোলিও ইমেজটিকে বদল করেন, আপনার গিগ রিলেটেড গিগ যাদের আছে, সেগুলো থেকে ধারণা নিতে পারেন, কিন্তু কখনোই কপি পেষ্ট করবেন না।