Spece Bangla

Spece Bangla সকল ধরেনর নিউজ এবং মোটিভেশনাল স্পিচ আপডেের জন্য চোখ রাখুন Space বাংলায়।

13/04/2023

রোজা আমায় বললো হেসে, ☺️
বিদায় আমার খুব কাছে। 🙂
কষ্ট দিয়েছি অনেক দিন,☺️
কিভাবে মিটাবো সেই ঋন।🙂
তাই তো দিলাম ঈদের দিন, 🥰
আনন্দ করো সারা দিন। ☺️
সুখে থেকো প্রতি দিন, 🥰
দেখা হবে কিয়ামতের দিন।☺️
সবাই বলি,
🤲🤲🤲🥰🥰আমিন🥰🥰🤲🤲🤲

12/01/2023

-

• ঝগড়া নয়' মারামারি করুন..! 🙂🤝 ধন্যবাদ ⚠️

'

12/01/2023

_____🦋🖤🌺_____

___𝙋𝙚𝙤𝙥𝙡𝙚 𝙙𝙤𝙣'𝙩 𝙡𝙤𝙫𝙚 𝙖𝙨 𝙢𝙪𝙘𝙝 𝙖𝙨 𝙩𝙝𝙚𝙮 𝙨𝙝𝙤𝙬 𝙡𝙤𝙫𝙚 💚🍒

____মানুষ যতটা ভালোবাসা দেখায়,আসলে ততটা ভালোবাসে না💚༼🍒

______🦋🖤🌺_____

Heappy☺  New😎Year🤩2023
01/01/2023

Heappy☺ New😎Year
🤩2023

31/12/2022

মনে আছে গত বছর এর কথা?

থার্টি ফার্স্ট নাইটের রাতেও তানজীম মনের আনন্দে খেলছিলো। রাত তখন প্রায় পৌনে বারোটা।

হঠাৎ শহরজুড়ে শুরু হলো আতশবাজি আর পটকার বিকট শব্দ।

হাসিখুশী তানজীমের চেহারা বদলে গেলো মুহূর্তের মধ্যে। প্রতিটা বিকট আওয়াজে প্রচন্ডভাবে কেঁপে উঠছিলো ওর দেহ। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেলো ওর।

আতঙ্কে চোখগুলো যেন বেরিয়ে আসছিলো গর্ত থেকে। শ্বাসকষ্ট শুরু হলো। যদিও তার আর্তনাদগুলো আতশবাজি আর পটকার শব্দের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলো।

কোনোমতে রাতটা কাটিয়ে ভোরে ভোরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিকেলে ডাক্তার বললেন, হার্টফেল করে ছোট্ট তানজীম উমায়ের আল্লাহর কাছে চলে গিয়েছে।

তারপর মনে আছে সারাদেশের বিশেষ করে ঢাকা শহরের মধ্যে ফায়ার সার্ভিসের সাইরেন এ মুখর হয়ে উঠেছিলো,
শ্বাসকষ্টের মত পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো ফায়ার সার্ভিসের কর্মীদের।

ফানুস এর আগুন নিভাতে নিভাতে এক এলাকায় আগুন নিভানো শেষ হওয়ার আগেই কল পাচ্ছে আরেক এরিয়াতে আগুন লেগেছে।

দয়া করে এই নতুন বছরের প্রথম সময় এইবার আর এমন কোন ঘটনা আর সৃষ্টি করবেন না।

সবার কাছে অনুরোধ রইলো যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ এর মধ্যে থেকে উপভোগ করুন নতুন বছর।

আর যাতে কারো জন্য শ্বাসকষ্ট কিংবা শ্বাসরোধক পরিস্থিতি সৃষ্টি না হয় এবং কারো জন্য যাতে আনন্দ কালো দিন হিসেবে না নেমে আসে সেইদিকে সবাই নজর রাখবেন দয়া করে।

সবাইকে অগ্রীম নতুন বছরের শুভেচ্ছা।

01/12/2022

বাঙালির কিছু বাংলা শব্দ শুনলে মনে হয় বাংলা শেখাতে হবে 😐।যেমন:-

রিকশা = রিশকা
জানালা = জালনা
কাঁথা = খেতা
স্নো = ছুনু
বৃহস্পতিবার =বিসুদবার
শুক্রবার=শুক্কুরবার
রবিবার=রোববার
মরিচ - মইচ
সরিষার তেল - কউররা তেল,হউররার তেল
বিড়াল - বিলাই
সুয়েটার=জাম্পার

যদি আপনারা আরো জেনে থাকেন তাহলে আমাকে বইলেন 😑😬😬

মাশা-আল্লাহ
23/09/2022

মাশা-আল্লাহ

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)। গতকাল বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সালেহর হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

23/09/2022

**যারা এখনো বিষয়গুলো জানেন না তাদের জন্য**

Impressions :
কেউ যখন Fiverr এ কোনো গিগ খোঁজার জন্য সার্চ দেয় তখন আপনার গিগটি সেই সার্চ রেজাল্টে কতবার দেখিয়েছে সেটাই হল Impression. এখানে যেই সংখ্যাটা দেখানো হয় সেটা হল শেষ ৩০ দিনে সার্চ রেজাল্টে আপনার গিগটিকে কয়বার দেখানো হয়েছে। আপনার গিগের ইম্প্রেশন বেশি হলে বুঝবেন যে সার্চ রেজাল্টে আপনার গিগটি বারবার দেখানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে আপনার গিগ যদি কোনো ভালো কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টে প্রথমে থাকে তাহলে গিগের Impressions বেশি হবে। আপনার গিগ যদি ফিচার করা হয় বা ক্যাটাগরির হোমপেইজে দেখানো হয় তাহলে সেইগুলোও Impressions হিসেবে কাউন্ট করা হবে।

Clicks :
আপনার গিগটি সার্চ রেজাল্টে দেখার পর সেই রেজাল্টে কতজন ক্লিক করছে সেটা হল clicks. কোনো বায়ার আপনার গিগে ক্লিক করার মানে হল সে আপনার গিগটি কিনতে আগ্রহী। তাই clicks খুব ইম্পোর্ট্যান্ট। Click যত বেশি হবে, আপনার গিগ সেল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আমাকে মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করে, গিগের Impressions অনেক, কিন্তু clicks নেই, কি করব। এটার মানে হল, সার্চ রেজাল্টে আপনার গিগটা দেখার পর বায়ার আর ক্লিক করছে না, কারণ আপনার গিগের টাইটেল এবং পোর্টফোলিও ইমেজটি দেখে বায়ার ক্লিক করার আগ্রহ পাচ্ছে না। এক্ষেত্রে আপনার গিগের টাইটেল এবং পোর্টফোলিও ইমেজটিকে বদল করেন, আপনার গিগ রিলেটেড গিগ যাদের আছে, সেগুলো থেকে ধারণা নিতে পারেন, কিন্তু কখনোই কপি পেষ্ট করবেন না।

31/08/2022

+ চিহ্ন টা বাদ দিলে কালেমা চলে আসবে ইনশাল্লাহ 🥰

@+[101761445931901:0]

Try koren

31/08/2022

BCS প্রশ্নঃ
আদা কেজি ২৫ টাকা হলে, এক কেজির দাম কত??

Digital Marketing বর্তমানে এক সম্ভাবনাময় খাত,তাই নিজেকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বানাতে আজই ইনরোল করুন আমাদের ডি...
29/08/2022

Digital Marketing বর্তমানে এক সম্ভাবনাময় খাত,তাই নিজেকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বানাতে আজই ইনরোল করুন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে

Source link check in👇👇👇

Enjoy and stay connected with us:Subscribe to Jamuna Television on YouTube https://Youtube.com/jamunatvbdLike Jamuna Television on Facebook https://fb.com/Ja...

29/08/2022

Digital Marketing বর্তমানে এক সম্ভাবনাময় খাত,তাই নিজেকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বানাতে আজই ইনরোল করুন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে

Source link check in comment box

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spece Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spece Bangla:

Share