
07/04/2025
একজন সাবিনা ইয়াসমিন আমাদের বিস্ময়। আমাদের গানের পাখি, কোকিল কন্ঠী।বাংলার সুরের পথ এতো মসৃন হতোনা যদি তিনি না জন্মাতেন।যিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন— বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেনি। সেই মরমি শিল্পী আব্দুল আলীম থেকে শুরু করে একালের কোন উঠতি গায়কের সঙ্গেও অবিরাম গেয়ে চলেছেন একের পর এক জনপ্রিয় গান। তার কোকিল কণ্ঠে যেন প্রতিটা গান হয়ে উঠে সুরেলা থেকে মনের গভীরে পৌঁছে যাওয়া সুর, কেমন যেন এক ভালো লাগা তৈরি হয় তার প্রতিটি গানে। তার জন্য একটি কথাই প্রযোজ্য - সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার।
© Vector Vision
Zihadur Rahman Badhon
#ভেক্টর_আর্ট #ভেক্টরআর্ট