Voice of Al Amin

Voice of Al Amin জিন/যাদুর সমস্যা থাকলে চিকিৎসা এবং পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। জিন জাদু বদ নজরের ইসলামিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়।
whatsapp
01715586934

04/11/2025

ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন রোধ করার আমল।
বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

03/11/2025

স্বপ্ন কখনো মিথ্যা নয় সেখানে লুকিয়ে থাকে আত্মার ভয়,ভালোবাসা ও তৃষ্ণা।
যে স্বপ্নে অন্ধকার আছে,সে আলোর খোঁজে,আর যে স্বপ্নে কান্না আছে, ষসে আল্লাহর সান্ত্বনা চায়।

03/11/2025

স্বপ্নে খাওয়ানো বন্ধর আমল এবং পেটের জাদু ধ্বংসের আমল।
বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

27/10/2025

মানুষের তিন স্তর(মানুষিক রুগী/জিনে ধরা রোগী এক নয়)

আল্লাহ তাআলা মানুষকে তিন জগতে রেখেছেন —
১, জিসম (শরীর) — চিকিৎসক (ডাক্তার) এর ক্ষেত্র।
২,নফস (মন ও কামনা) — মনোবিজ্ঞানীর ক্ষেত্র।
৩, রূহ (আত্মা) — রূহানী হাকীমের ক্ষেত্র।

কিন্তু যখন এই তিনের সীমারেখা মিশে যায়, তখনই সমস্যা জটিল হয়।
মানষিক রুগী আর জিনে ধরা রুগী এক নয়।
আমাদের imo whatsapp এই নাম্বারে
01715-586934

জিন আক্রান্ত এবং মানসিক রোগীর মধ্যে পার্থক্য।জিনী আক্রমণমানসিক রোগ নির্ণয় করার পদ্ধতি1 আল্লাহর নাম বা কুরআনের তাসিরে প্...
27/10/2025

জিন আক্রান্ত এবং মানসিক রোগীর মধ্যে পার্থক্য।

জিনী আক্রমণমানসিক রোগ নির্ণয় করার পদ্ধতি
1 আল্লাহর নাম বা কুরআনের তাসিরে প্রতিক্রিয়া জোরে শরীর কাঁপে, চিৎকার, রাগ, চোখের রঙ পাল্টে যায় খুব কম প্রতিক্রিয়া বা শান্ত থাকে
2 লক্ষণের সময় নির্দিষ্ট সময়ে (মাগরিব, রাতে, পূর্ণিমা) বৃদ্ধি পায় সারাদিন সমানভাবে থাকে
3 স্বপ্নের ধরন কালো ছায়া, সাপ, মৃতদেহ, অন্ধকার জল অতীতের স্মৃতি, পড়ে যাওয়া, ফোবিয়া
4 শরীরের প্রতিক্রিয়া রুকইয়াতে কাঁপুনি, জ্বালা, ঘাম, বমি শান্ত, তন্দ্রা, কাঁদা
5 হঠাৎ আচরণ পরিবর্তন অল্প কথায় রাগ, গালি, ধর্মবিদ্বেষ নিজেকে দোষ দেয়, আত্মঘৃণা
6 আওয়াজ পরিবর্তন ভিন্ন কণ্ঠে কথা বলে কণ্ঠ একই থাকে
7 শরীরের নির্দিষ্ট স্থানে ব্যথা ঘাড়, পিঠ, মাথা, নাভি বুক, মাথা বা সাধারণ পেশি
8 ওষুধে প্রতিক্রিয়া অ্যান্টিডিপ্রেসেন্টে সামান্য বা ক্ষণিক উন্নতি ওষুধে ধীরে ধীরে উন্নতি
9 রূহানী আমলে প্রতিক্রিয়া সুরা আল-বাকারা, আয়াতুল কুরসি, ফাতিহা, ইখলাসে প্রতিক্রিয়া আমলে কোনো বিশেষ প্রতিক্রিয়া নেই
10 চোখের প্রকাশ চাহনিতে ভয়ানক তেজ, তীক্ষ্ণ দৃষ্টি ক্লান্ত, নিস্তেজ চাহনি
11 মেজাজের দ্রুত ওঠানামা কয়েক সেকেন্ডে হাসি → রাগ ধীরে ধীরে মানসিক পরিবর্তন
12 পবিত্র স্থান বা নামের প্রতি বিরক্তি মসজিদ, আযান, কুরআন শুনলে অস্থিরতা সাধারণত শ্রদ্ধাশীল থাকে
প্রতিটি জিনী আক্রান্ত রোগীর কিছু মানসিক উপসর্গ থাকে,
কিন্তু প্রতিটি মানসিক রোগী জিনী আক্রান্ত নয়।”

আমাদের imo whatsapp এই নাম্বারে
01715-586934

22/10/2025

বশীকরণ রিলেটেড ভিডিও দিয়েছি কিন্তু মানুষজন রেস্পেক্ট করেনি।তাই বশীকরণ সম্পর্কে আর কোন কনটেন্ট তৈরি করতে চাই না।

22/10/2025

পিরিয়ডের সময় পেট ব্যাথা বন্ধ করার আমল

এক গ্লাস কুসুম গরম পানিতে ৩ চামচ মধু দিয়ে সেই পানির উপর

সূরা ফাতিহা ৭ বার,সূরা ইখলাস ৭ বার,সূরা নাস ৭ বার ,সূরা ফালাক ৭ বার
সূরা কাফিরূন ৭ বার পাঠ করে ফু দিয়ে খাবেন।
অতি দ্রুত ব্যথা দূরবীভূত হবে ইনশাআল্লাহ।
আমাদের imo whatsapp এই নাম্বারে।
01715-586934

22/10/2025

নফস ও ঈমানের শক্তির ভিত্তিমূল তাওহীদের দৃঢ়তা।
ইখলাস (খাঁটি নিয়ত) ছাড়া কোনো রুহানিয়াত টিকে না।

হাসাদের এবং বদনজরের লক্ষণ।১--✓ কাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া।"ব্যবসা-বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া।"লেখাপড়া থেকে মু...
22/10/2025

হাসাদের এবং বদনজরের লক্ষণ।

১--✓ কাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
"ব্যবসা-বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
"লেখাপড়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
"আল্লাহর এবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
যেমন:: সালাত, জিকির, তেলাওয়াত ইত্যাদি।
(এক কথায় বলা যায় সকল কাজের
ক্ষেত্রে অনীহা।)
২--✓প্রতিটি কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করা।
৩--✓একা একা থাকতে পছন্দ করা।
৪--✓মানুষের থেকে দূরে দূরে এবং বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথেও মিশে না এমনকি তাদের থেকেও দূরে দূরে থাকে যদিও তারা কাছাকাছি আসে।
৫--✓রুকইয়াহ করা বা শুনার সময় প্রচন্ড ঘুম আসা অথবা ঘুমিয়ে যাওয়া।
৬--✓প্রায় সময় পুরো শরীরে গরম অনুভব করা।

✅উপরে বর্ণিত ৬ টি লক্ষণ শুধু হাসাদের জন্য নির্ধারিত।

নিম্নে বর্ণিত লক্ষণগুলোও হাসাদের তবে এখান থেকে কয়েকটি লক্ষণ নজরের কারণেও হতে পারে।

৭--✓বমি আশা। (এটা পেটে থাকা যাদুর কারণেও হতে পারে।)
৮--✓ওয়াসওয়াসা সমস্যা হওয়া। (এটা নির্দিষ্ট একটি সমস্যা হতে পারে)
৯--✓ স্বপ্ন দেখে ঘুমের মাঝে চমকে ওঠা।
১০--ঘনঘন কফ আশা।
১১-- চর্মরোগ হওয়া। (অনেক সময় ঔষুধেও কাজ হয় না)
১২-- কোন কারন ছাড়াই অস্থির হয়ে যাওয়া।
১৩-- কারো আনুগত্য করে না (কারো কথা শুনেনা।)
১৪-- জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়া।
১৫-- সর্বদা মাইগ্রেনের ব্যথা হওয়া।
১৬-- সব সময় মানসিক চাপ ও অস্থিরতা অনুভব করা।
১৭-- নির্দৃষ্ট কোনো রোগের কারণ ব্যতীতই মেরুদন্ডে অথবা পাকস্থলীতে ব্যথা হওয়া। পাকস্থলীতে জাদুর থাকার কারণেও ব্যথা হতে পারে।
১৮-- নিদ্রাহীনতায় ভোগা এবং অনিয়মিতো ঘুম হওয়া।
১৯-- গভীর মনোযোগ দেয়ার সক্ষমতা হারিয়ে ফেলা।
২০-- মস্তিষ্ক বিকৃতি ঘটা।

নজর ও হাসাদের অনেক লক্ষণ রয়েছে যা যাদুর লক্ষণের সাথে মিলে যায় কারন মানুষ নজর ও হাসাদের কারণেই অসুস্থ হয়।
আমাদের imo whatsapp এই নাম্বারে
01715-586934

21/10/2025

মনে রাখবেন শয়তান পৃথিবীতে এসেছেই আদম সন্তানকে ঈমান থেকে সরিয়ে জাহান্নামে পাঠাতে।
শয়তানের সাথে যুদ্ধ করেই আমাদেরকে সেই সুমহান জান্নাতের মালিক হওয়া লাগবে।

দ্রুত বিয়ের হওয়ার কিছু পরিক্ষিত আমল।।কিছু লোক খুব ভাগ্যবান, যারা বিয়ের প্রস্তাব পেয়ে তাড়াতাড়ি তাদের বিবাহও হয়ে যায়। অনে...
20/10/2025

দ্রুত বিয়ের হওয়ার কিছু পরিক্ষিত আমল।।

কিছু লোক খুব ভাগ্যবান, যারা বিয়ের প্রস্তাব পেয়ে তাড়াতাড়ি তাদের বিবাহও হয়ে যায়। অনেক মানুষ এমন আছে যারা প্রস্তাবের পর আর বিবাহ হয় না। আর কেউ কেউ বিবাহের প্রস্তাব না পেয়ে হতাশ হয়ে যায়।

হতাশ হওয়া উচিত নয়, হতাশ হবেন না। প্রতিক্ষা করলে বিলম্বে আল্লাহ তায়ালা ভালোটা ব্যবস্থা করে দিতে পারেন।কারণ আল্লাহ সবসময় আপনার জন্য সেরাটা চান।

আমরা যে ৭টি আমল উল্লেখ করছি, সবসময় নিয়ম মত তা আমল করলে আল্লাহ চাহে তো খুব শীঘ্রই একটি বিয়ের প্রস্তাব পাবেন আপনি।

বিঃদ্রঃ - আগেই বলে রাখি : এই আজিফা গুলো অভিজ্ঞতা নির্ভর: কার্যকর হতেও আবার নাও হতে পারে। আপনি চাইলে পরিক্ষা করতে পারেন।

১! প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন, সূরা কাসাস, সূরা শুআরা, সূরা দোহা পাঠ করা।

২! প্রতি দিন ১১ বার সূরা আদ দোহা ও সূরা কাসাসের ২৪ আয়াত ১০০ বার পাঠ করা

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

৩! প্রতিদিন যিকির, ইস্তেগফার ও দরূদ পাঠ করুন বেশি বেশি।

প্রথমে আমলটি করার শুরুতে ১১ বার দরুদ শরিফ পাঠ করা। তারপর ৩১৩ বার আল্লাহ শব্দটি পাঠ করা।

শেষে আবারো ১১বার দরুদ শরিফ পাঠ করা। টানা ৪১ দিন বাদ না দিয়ে এ আমলটি করতে হবে।

৪! সূরা তাওবার ১২৯ নম্বর আয়াত পাঠ করা

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর এ আমলটি করতে হবে। সঙ্গে ১৯বার বিসমিল্লাহ, ১১০০ বার সুরা তাওবার ১২৯ নম্বর আয়াত পাঠ করা। এর পর ১০০বার দরুদ শরিফ পাঠ করা। শেষে ১০০বার আবারো বিসমিল্লাহ পড়তে হবে।

৫! সূরা মরিয়ম কোন এক ওয়াক্ত নামাজ আদায় করে পড়া। যে মেয়ের বা ছেলের বিবাহ নিয়ে সমস্যা সে পড়বে বা তাদের বাবা মা পড়বে।

৬! ৫ ওয়াক্ত নামাযে তাসবীহে ফাতেমী পাঠ করা, তাসবীহে ফাতেমী শেষে ১১ বার দরূদ পাঠ করবে।

৭! প্রত্যেক শুক্রবার রাতের শেষ ৩ অংশে তাহাজ্জুদের পর সূরা মুজাম্মিল পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করবে,সংগৃহীত
আমাদের imo whatsapp এই নাম্বারে
01715-586934

20/10/2025

বদ নজর ধ্বংসের আমল। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Address

Gournadi
Barishal
8230

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Al Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share