Md. Saiful Islam

Md. Saiful Islam তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর (চরিত্রের) মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
(সূরা আহ্যাব ২১)

07/09/2025

Debt is one of the causes of punishment in the grave. It is a right of people, and Allah does not forgive it until it is repaid or pardoned by the creditor. Even the Prophet ﷺ once refused to pray over a man until a companion took responsibility to repay the debt on behalf of the deceased.

The Prophet ﷺ said:
“The soul of the believer is held back (from the blessings of the grave and entering Paradise) until his debt is paid.” (Sunan At-Tirmidhi: 1078).

A believer prepares for the Hereafter not only with prayer and fasting, but by clearing the rights of people before meeting Allah.

28/08/2025

IT'S FRIDAY

Prioritize sending abundant salawat upon the Prophet ﷺ today. Recite Surah Kahf, leave everything aside, free yourself to sit between Asr and Maghrib, making dua until the Maghrib adhan.and pray for the Ummah who are facing difficulty and tribulation at this moment of time. When you make dua for others, the angels make dua for you.
These should be your top priorities today. 🤍

27/08/2025

When your manners are good, people naturally want to help you, hire you, and be around you.

The better your character, the more doors Allah opens for you, sometimes in ways you never imagined.

People are drawn to kindness, honesty, and humility. And where people are drawn, opportunities follow.

Be honest, trustworthy, and sincere in your work.

Don't underestimate the provision hidden in a good manners. A kind word, a sincere smile, a trustworthy heart, these could be the very reasons Allah provides for you.

Be the reason someone says, "I love working with this person." And watch how Allah provides for you in ways you never expected.

*And whoever fears Allah, He will make for him a way out. And will provide for him from where he does not expect. (Surah At-Talaq: 2-3).*

25/08/2025

I'm so touched by this quote;

"Go back to Allah even if you’ve sinned a million times. Don’t let the guilt take you away from remembering the Almighty. Ask Allah sincerely for forgiveness. Allah is the Most Merciful and Most Forgiving."

12/08/2025

Be humble and
never think you are better than anyone else. “For dust you are and unto dust you will return.”

02/08/2025

Pain is a gift for the believers.

The Prophet ﷺ said:

“Allah tests His believing slave with sickness until He wipes away from him every sin”.
Sahih Al-Jami: 1870.

May Allah ﷻ cure the sick and make their sickness a means of purification from all their sins.

07/06/2025

Wishing you a Blessed Eid-ul Adha. Amid the strife and suffering going on around us, spare a thought for the less fortunate as you celebrate with loved ones! Keep them in your prayers.

05/06/2025

The Day of Arafah is the day your dua may be answered. The Prophet (peace be upon him) said: "The best supplication is the supplication on the Day of Arafah...."

Pour your heart out to Allah, seeking His mercy and blessings. Let your prayers be sincere, for on this blessed day, Allah listens and responds to the cries of His servants. Do your best on this blessed Day of Arafah. "Fast on the Day of Arafah, it expiates the sins of the past year and the coming year. - The Prophet (peace be upon him)" embrace this opportunity to seek forgiveness, guidance, and all that your heart desires. May your duas be accepted, your heart filled with peace, your sins forgiven, and may you become a better Muslim.

04/06/2025

‪Don’t waste time engaging in sin. You have the chance to start anew every day when the Almighty returns your soul to you after sleep. It’s up to you to decide today how you want to live your life; in His pleasure or displeasure. You have a duty to fulfil. Make it a good one.

29/05/2025

*The Blessed 10 Days of Dhul-Hijjah Are Here!*

The Prophet (peace be upon him) said:
"There are no days on which righteous deeds are more beloved to Allah than these ten days (of Dhul hijjah)"

Do not fall short in your worship. Increase your fasting, prayers, increase dhikr (reciting Tahmid, Tahlil, and Takbir), charity, and recitation of the Qur'an. Make heartfelt du'as for yourself and the Ummah. Fast, especially on the Day of Arafah-it expiates sins from the past and coming year. du'as are more likely to be accepted.Seek forgiveness from Allah abundantly.

Allah loves these 10days of dhul-hijjah, so increase your acts of worship, Seize the opportunity. Strive, repent, and draw closer to Allah. Earn immense rewards

05/04/2025
সদকায়ে ফিতরের পরিমাণ : কিছু কথালেখকঃ 'মুসলিম বাংলা' সম্পাদকীয়                       সদকায়ে ফিতরের নিসাব:- ঈদুল ফিতরের ...
29/03/2025

সদকায়ে ফিতরের পরিমাণ : কিছু কথা
লেখকঃ 'মুসলিম বাংলা' সম্পাদকীয়


সদকায়ে ফিতরের নিসাব:- ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা এর সমমূল সম্পদ বা নগদ অর্থ যা বর্তমান বাজার মূল্য হিসেবে ৯৫,০০০/- পঁচানব্বই হাজার টাকা থাকে, তাহলে তার ওপর সদাক্বাতুল ফিতর ওয়াজিব।
সদাকায়ে ফিতর সম্পর্কিত হাদীসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট পাঁচ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়: যব, খেজুর, পনির, কিসমিস ও গম/আটা। এ পাঁচ প্রকারের মধ্যে যব, খেজুর, পনির ও কিসমিস দ্বারা সদকা ফিতর আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য এক সা’ দিতে হবে। আর গম দ্বারা আদায় করতে চাইলে আধা ‘সা’ দিতে হবে। এটা হল ওজনের দিক দিয়ে তফাত। আর মূল্যের দিক থেকে তো পার্থক্য রয়েছেই।সুতরাং উপরে বর্ণিত যেকোনোটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে যেন মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যেকোনো ১টি দ্বারা তা আদায় করতে পারে।
এখন লক্ষণীয় বিষয় হলো, সকল শ্রেণীর লোক যদি সবচেয়ে নিম্ন মূল্য-মানের দ্রব্য দিয়েই নিয়মিত সদকা ফিতর আদায় করে তবে হাদীসে বর্ণিত অন্য চারটি দ্রব্যের হিসেবে ফিতরা আদায়ের উপর আমল করবে কে? আসলে এক্ষেত্রে হওয়া উচিত ছিল এমন যে, যে ব্যক্তি উন্নতমানের আজওয়া খেজুরের হিসাবে সদকা ফিতর আদায় করার সামর্থ্য রাখে সে তা দিয়েই আদায় করবে। যার সাধ্য পনিরের হিসাবে দেওয়ার সে তাই দিবে। এর চেয়ে কম আয়ের লোকেরা খেজুর বা কিসমিসের হিসাব গ্রহণ করতে পারে। আর যার জন্য এগুলোর হিসাবে দেওয়া কঠিন সে আদায় করবে গম/আটা দ্বারা। এটিই্ উত্তম নিয়ম। এ নিয়মই ছিল নবী, সাহাবা-তাবেঈন ও তাবে তাবেঈনের স্বর্ণযুগে। এ পর্যন্ত কোথাও দুর্বল সূত্রে একটি প্রমাণ মেলেনি যে, স্বর্ণযুগের কোনো সময়ে সব শ্রেণীর সম্পদশালী সর্বনিম্ন মূল্যের দ্রব্য দ্বারা সদকা ফিতর আদায় করেছেন। এখানে এ সংক্রান্ত কিছু বরাত পেশ করা হচ্ছে।
হাদীসনবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন-
أغلاها ثمنا وأنفسها عند أهلها
‘দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি’। -সহীহ বুখারী, কিতাবুল ইতক ৩/১৮৮; সহীহ মুসলিম, কিতাবুল ঈমান বাব আফযালুল আমল ১/৬৯
সাহাবায়ে কেরাম-এর আমলক) হযরত আবু সাঈদ খুদরী রা. বলেন, كنا نخرج زكاة الفطر صاعًا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب وذلك من صاع النبي صلى الله عليه وسلم.
আমরা সদকা ফিতর আদায় করতাম এক ‘সা’ খাদ্য দ্বারা অথবা এক ‘সা’ যব অথবা এক ‘সা’ খেজুর, কিংবা এক ‘সা’ পনির বা এক ‘সা’ কিসমিস দ্বারা। আর এক ‘সা’-এর ওজন ছিল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‘সা’ অনুযায়ী। -মুয়াত্তা মালেক পৃ.১২৪; আল ইসতিযকার, হাদীস ৫৮৯, ৯/৩৪৮এ হাদীসে রাসূলের যুগে এবং সাহাবাদের আমলে সদকা ফিতর কোন কোন বস্ত্ত দ্বারা আদায় করা হত তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে।(খ) হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. সারা জীবন খেজুর দ্বারাই সদকা ফিতর আদায় করেছেন। তিনি একবার মাত্র যব দ্বারা আদায় করেছেন। -আলইসতিযকার, হাদীস নং ৫৯০,৯/৩৫৪ইবনে কুদামা রা.আবু মিজলাযের বর্ণনা উল্লেখ করে বলেন, এ বর্ণনা দ্বারা বোঝা যায় যে, সাহাবায়ে কেরাম অধিকাংশই যেহেতু খেজুর দ্বারা ফিতরা আদায় করতেন তাই ইবনে ওমর রা. সাহাবাদের তরীকা অবলম্বন করতে সারা জীবন খেজুর দ্বারাই আদায় করেছেন। এ প্রসঙ্গে ইবনে ওমরের ভাষ্য হল-
إن أصحابي سلكوا طريقا وأنا أحب أن أسلكه.
‘সাহাবীগণ যে পথে চলেছেন আমিও সে পথেই চলতে আগ্রহী।’
সদাক্বাতুল ফিতর কাদের কে দেওয়া যাবেসদাক্বাতুল ফিতর এবং যাকাত প্রদানের খাত একই।
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ [٩:٦٠]
যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। {সূরা তাওবা-৬০}মোট ৮ ধরণের ব্যক্তিকে যাকাত ও ফিতরা দেয়ার কথা কুরআনে বর্ণিত। যথা-১- গরীব। যার সম্পদ আছে কিন্তু নেসাব পরিমাণ মালের মালিক নয়।২- মিসকিন। যার একদমই কোন সম্পদ নেই।৩- ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট যাকাত আদায়কারী আমেল। এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে। নিজে নিজে মনে করে নিলে হবে না। {জাওয়াহিরুল ফিক্বহ-৬/৬৯}৪- নব মুসলিমদের ইসলামের প্রতি মোহাব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক যাকাত প্রদান।এ বিধানটি রহিত হয়ে গেছে। তাই বর্তমানে কোন ধনী নওমুসলিমকে যাকাত প্রদান জায়েজ নয়। {হিদায়া-১/১৮৪, মাআরিফুল কুরআন-৪/১৭১, তাফসীরে মাযহারী-৪/২৩৫}৫- দাসমুক্তির জন্য। যেহেতু বর্তমানে দাসপ্রথা নেই। তাই এ খাতটি বাকি নেই।৬- ঋণগ্রস্তের জন্য।৭- ফী সাবিলিল্লাহ। তথা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হল আল্লাহর রাস্তায় কারা আছে? ফুক্বাহায়ে কেরাম বলেন এতে রয়েছেন-জিহাদরত মুজাহিদরা। তাদের জিহাদের অস্ত্র ও পাথেয় ক্রয় করার জন্য যাকাতের টাকা গ্রহণ করবে। হজ্বের সফরে থাকা দারিদ্র ব্যক্তির জন্য। ইলমে দ্বীন অর্জনকারী দারিদ্র ব্যক্তির জন্য। {আদ দুররুল মুখতার-৩৪৩, হিদায়া-১/১৮৫, রূহুল মাআনী-৬/৩১৩}৮- সফররত ব্যক্তিকে। যার টাকা পয়সা আছে বাড়িতে। কোন সফর অবস্থায় অসহায়। তাকে যাকাতের টাকা দেয়া জায়েজ।
مصرف الزكاة والعشر هو فقير ومسكين… وهو مصرف لصدقة الفطر والكفارة والنذر وغير ذلك من الصدقات الواجبة، (رد المحتار، كتاب الزكاة، باب المصرف-2/339، كرتاشى)

Address

Guthia
Barishal
8200

Telephone

+8801724768430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Saiful Islam:

Share