15/07/2025
"সুইজারল্যান্ড — ইউরোপের ছোট্ট কিন্তু ভদ্র একটা দেশ। চকলেট, ঘড়ি, পাহাড় আর শান্তিতে ডুবে থাকা একটা জায়গা।
কিন্তু একদিন এদের মাথায় আসলো, ‘না, আমরা যুদ্ধবিমান কিনবো!’ 😎"
---
🎭 [সুইস অফিসার ফোন করে]
📞
সুইস অফিসার (আবেগে):
"হ্যালো আমেরিকা ভাই! আমাদের ৩৬টা F-35 দিবেন? দাম কতো?"
🧔♂️
পেন্টাগন লোক (চালাক মুখে):
"মাত্র ৭.৫ বিলিয়ন ডলার ভাই! একেকটা ২০৮.৩ মিলিয়ন! খাঁটি মাল, প্রিমিয়াম কোয়ালিটি!"
🧑💼
সুইস অফিসার:
"ওরে বাবা! একটু কম করা যায় না?"
🧔♂️
পেন্টাগন লোক:
"কমের কথা ভুলে যাও। Fix price! তোমরা আমাদের বন্ধু না? তাই দিচ্ছি।"
---
"সুইজারল্যান্ড ভাবলো – ‘বন্ধু বলছে, ঠকাবে না। তাই চুক্তি করে দিল।’
অগ্রিম বিল পরিশোধ। আর মাল পাবো… ৬ বছর পর! 😂"
---
�তিন বছর পর পেন্টাগনের ফোন]
📞
পেন্টাগন লোক:
"হ্যালো সুইজারল্যান্ড! তোমাদের F-35 এখন প্রোডাকশনে। বলো, বিমানে কি কি ফিচার লাগবে?"
🤨
সুইস অফিসার:
"মানে? সব ফিচার তো লাগবেই! এভিওনিক্স, সফটওয়্যার, রাডার... সব কিছু!"
🧔♂️
পেন্টাগন লোক (ধূর্ত হেসে):
"ওসব তো আলাদা খরচ! চুক্তিতে শুধু খোসা দাম ছিল!"
😱
সুইস অফিসার:
"কি বললেন? তখন তো বললেন Fixed Price!!"
🧔♂️
পেন্টাগন লোক:
"হুমম… Fixed shell price। ভেতরের মাল এক্সট্রা! ইনফ্লেশন ভাই, বুঝতেই তো পারছো!"
---
🎭 [সুইস অফিসার অজ্ঞান]
"পেন্টাগন বললো – আরও ১.৭ বিলিয়ন লাগবে ভাই!
সুইস অফিসার: 'কি……?' – তারপর অজ্ঞান। 🥴💥"
---
"এখন সুইজারল্যান্ড চুক্তি ভাঙবে, না আরও টাকা দেবে – বুঝে উঠতে পারছে না।
তবে শিক্ষা একটাই –
👉 বাটপারদের শুধু মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই!