ANA JAMI

ANA JAMI ইসলাম দেশ ও মানবতা নিয়ে আমি কথা বলি
সত্যের পথে সংগ্রামী ভুমিকা আপনিও রাখুন 🫴

আলহামদুলিল্লাহ ব্যস্ততার মাঝে হটাৎ প্লানিং করে ২জন প্রানপ্রিয় ভাইদের সাথে যাচ্ছি টাঙুয়ার হাওর 🥰সবার কাছে নিরাপদ সফরের জন...
24/07/2025

আলহামদুলিল্লাহ ব্যস্ততার মাঝে হটাৎ প্লানিং করে ২জন প্রানপ্রিয় ভাইদের সাথে যাচ্ছি টাঙুয়ার হাওর 🥰
সবার কাছে নিরাপদ সফরের জন্য দোয়া প্রত্যাসি 🤲

বিঃদ্রঃ মিসিং 😭

আমাদের সূর্যসন্তান ❤️❤️❤️❤️
24/07/2025

আমাদের সূর্যসন্তান ❤️❤️❤️❤️

23/07/2025

জরুরী: মাইলস্টোন কলেজের একজন ছাত্রের জন্য AB(-) নেগেটিভ রক্তের প্রয়োজন (৩-৪ ব্যাগ) এটা ছাড়া ৮ বছরের শিশুটি হয়তো বাচবে না।
Dhaka Medical...
যোগাযোগ: 01840558528

৬ দফা দাবিতে আন্দোলনে মাইলস্টোনের শিক্ষার্থীরা-১. নিহ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল...
22/07/2025

৬ দফা দাবিতে আন্দোলনে মাইলস্টোনের শিক্ষার্থীরা-

১. নিহ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নি'হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সংহতি!

22/07/2025

📌📌📌📌B নেগেটিভঃ
১. জাহিদ (ঢাকা)- 01713521174
২. জাকির (ঢাকা)- 01721010509
৩. সারোয়ার জাহান (উত্তরা)- 01819855040
৪. তাবাসসুম তানজিলা সুচি (উত্তরা)- 01614000774
৫. রুপক- 01822994925
৬. রাহুল (কল্যানপুর)- 01671766329
৭. হাবিব (ঢাকা)- 01723270161, 01923270161
৮. সুশিল অধিকারী (ঢাকা) - 01712505596
৯. আরমান (ঢাকা)- 01683030541
১০. অপু দাস (ঢাকা)- 01912849011
১১. দীপক রায় (ঢাকা)- 01710986199, 01911677033
১২. ইব্রাহীম খলিল (ঢাকা)- 01622840746
১৩. কাজী মহিউদ্দিন (ঢাকা)- 01929020403
১৪. খন্দকার কামরুল (ঢাকা)- 01678007440, 01911673109
১৫. হামিদ (ঢাকা)- 01818413272
১৬. আমিনুল ইসলাম বেলাল (ঢাকা)- 01197152636
১৭. হাসান মারুফ (ঢাকা)- 01554338266, 01979995533
১৮. মাসুদুর রহমান (ঢাকা)- 01670414565
১৯. ওমর ফারুক (ঢাকা)- 01717616483
২০. লুৎফুল আলম (ঢাকা)- 01704077929
২১. সাইফুল ইসলাম খান (ঢাকা)- 01811454043
২২. মোফাসসেরুল ইসলাম (ঢাকা)- 01716124908, 01912810617
২৩. হৃদয় (ঢাকা)- 01683739128, 01675576936
২৪. হাসিবুল ইসলাম (ঢাকা)- 01712949410
২৫. সাগর (ঢাকা)- 01673603896, 01961501410
২৬. তানভীর হোসাইন তুষার (ঢাকা)- 01677681114
২৭. তোফায়েল আহম্মেদ (ঢাকা)- 01920799928
২৮. স্বাধীন মাহমুদ (ঢাকা)- 01747751734
২৯. রিমি সুলতানা (মিরপুর)- 01680394978
৩০. ফাহাদ (ঢাকা)- 01911462457
৩১. ইউসুফ (ঢাকা)- 01819132727
৩২. মামুন (মগবাজার, ওয়্যারলেস)- 01722069310
৩০. মাইদুল ইসলাম (ঢাকা)- 01815314251

📌📌📌AB নেগেটিভঃ

১. জসিম (ঢাকা)- 01917842261
২. আল আমিন (ঢাকা)- 01913909168
৩. ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম (রামপুরা, ঢাকা)- 01755500058, 01842500058
৪. ফ্র‍্যাঙ্ক গুডসান (গাজীপুর, ঢাকা)- 01813936561
৫. কাইমুল ইসলাম (ঢাকা)- 01830123617
৬. কাউসার মাহমুদ (ঢাকা)- 01926264906
৭. বাপ্পী (ঢাকা) 01710347502
৮. আজিজুল ইসলাম (ঢাকা)- 01676317357
৯. হাফিজুর রহমান (ঢাকা)- 01670411137
১০. মোস্তাফিজুর রহমান (বনশ্রী, ঢাকা)- 01722970383
১১. শহিদুল ইসলাম (ঢাকা)- 01918109098
১২. ওয়াহিদুল হক (গাজীপুর, ঢাকা)- 01716611075
১৩. মাহমুদুর রহমান (ঢাকা)- 01717014761
১৪. রিফাত হোসেন (ঢাকা)- 01685332733
১৫. শামীম আনোয়ার সাদাত (ঢাকা)- 01711541201
১৬. তরুন ইসলাম (ঢাকা)- 01911212966
১৭. ইকবাল (ঢাকা)- 01552373506
১৮. আশরাফুল (ঢাকা)- 01711563

22/07/2025

প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরকে।

22/07/2025

বড় বড় কোম্পানি, শিল্পপতি, বণিক সমিতির কেউ কি মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে? চিকিৎসায় আর্থিক সহায়তাতো করতে পারে।

21/07/2025

রিক্সাওয়ালা,সিনএনজি চালকদের গরীব বলে মায়া দেখাবেন না।এরা সুযোগ বুঝে কোপ মারে।এই তো আজকেই এই জানো*যারেরা ৩০০ টাকার ভাড়া ৫/৭ হাজার পর্যন্ত নিয়েছে।বিমান দুর্ঘটনায় যেখানে ফ্রি সার্ভিস দেবার কথা সেখানে ওরা করেছে জুলুম।

ওদের প্রতি মায়াকান্না আর আসে না।যখন বৃষ্টি নামে তখন ওদের চেহারা চেনা যায়।ওরা অমানুষ।

ওদের ঘরে হয়ত ফুটফুটে বাচ্চা নাই।উত্তরার মাইলস্টোনের শিশুদের মৃত্যুমুখ ওদের ব্যথিত করে না।ওরা জানখেকো অমানুষ😭

উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহ...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। এই দুর্ঘটনায় নিহত সকল নিষ্পাপ শিশু ও মুমিনকে আল্লাহ তা'আলা শহীদ হিসেবে কবুল করে নিন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।

আমরা সবাই এই পরিস্থিতিতে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়াই। শহীদ পরিবারের পাশে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে দুয়ার হাত প্রসারিত রাখি।

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ
مَعَ الصّٰبِرِيْنَ

হে মুমিনগণ! সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ কর। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। (আল-বাকারা ২:১৫৩ )

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

21/07/2025

উত্তরায় বিমান দুর্ঘটনায় ছোট্ট শিশুদের জীবন বাঁচাতে মেট্রোরেলকে অ্যাম্বুলেন্স করুন।প্রতি তিন মিনিট পর পর মেট্রো ছাড়ুন।আইসিইউ ফ্রী করুন।ব্লাড ডোনার হাসপাতালে যান প্লিজ.......

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Address

Barishal

Telephone

+8801788132089

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANA JAMI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANA JAMI:

Share