ANA JAMI

ANA JAMI ইসলাম দেশ ও মানবতা নিয়ে আমি কথা বলি
সত্যের পথে সংগ্রামী ভুমিকা আপনিও রাখুন 🫴

22/08/2025

এবার আওয়াজ তুলুন ✊
আরও যে সমস্ত আশেকে রাসূল জালিমের জিন্দানখানায় বন্দী তাদের ব্যাপারে!!

আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ফারাবী আজ মুক্ত বাতাসে।যৌবনের কালো চুল যার শুভ্র হয়েছে জালিমের কারাগারে!
22/08/2025

আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ফারাবী আজ মুক্ত বাতাসে।
যৌবনের কালো চুল যার শুভ্র হয়েছে জালিমের কারাগারে!

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে হলে শেখ হাসিনাকে দিয়েই সেই অভিযান শুরু করা হোক— ভারতীয় এমপি
21/08/2025

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে হলে শেখ হাসিনাকে দিয়েই সেই অভিযান শুরু করা হোক— ভারতীয় এমপি

বাংলাদেশে মূলধারার ইসলামপন্থীরা দেশের প্রশ্নে আপোষহীন। এই দেশে ইসলামপন্থী মূলধারা হলো এখন কওমীপন্থিরা , যারা দেওবন্দের ত...
21/08/2025

বাংলাদেশে মূলধারার ইসলামপন্থীরা দেশের প্রশ্নে আপোষহীন। এই দেশে ইসলামপন্থী মূলধারা হলো এখন কওমীপন্থিরা , যারা দেওবন্দের তরিকা বা মাসলাক অনুসরণ করে । এটা কিভাবে বুঝবেন? বাংলাদেশের ৮০ পার্সেন্ট মসজিদের ইমাম খতিবদের দিকে তাকান, পরিস্কার হয়ে যাবে ।
মাবরুরুল হক।

আরাকানে রোহিঙ্গা মুসলিমদের উপর চলমান গ’ন’হ’ত্যা আজও থামেনি!নারীদের ধর্ষণ করা হচ্ছে, যুবকদের হত্যা করা হচ্ছে,ঘরবাড়ি পুড়...
21/08/2025

আরাকানে রোহিঙ্গা মুসলিমদের উপর চলমান গ’ন’হ’ত্যা আজও থামেনি!

নারীদের ধর্ষণ করা হচ্ছে, যুবকদের হত্যা করা হচ্ছে,
ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদ-মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে, শিশুদের কোল খালি করে দেওয়া হচ্ছে অথচ আমরা নির্বাক দর্শক হয়ে যাচ্ছি।

আমরা না পারছি তাদের পাশে দাঁড়াতে, না পারছি মুক্তির আওয়াজ তোলতে!

অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, নীরবতা ভাঙুন।

হাসিনার ওপর আলেমদের বদদোয়া অনেক আগ থেকে। এই মুফতি আমিনীকে হাসিনা গৃহবন্দী করে রেখেছিল। গৃহবন্দী অবস্থায় তিনি মারা যান। আ...
21/08/2025

হাসিনার ওপর আলেমদের বদদোয়া অনেক আগ থেকে। এই মুফতি আমিনীকে হাসিনা গৃহবন্দী করে রেখেছিল। গৃহবন্দী অবস্থায় তিনি মারা যান। আমিনী সাহেবকে ব্ল্যাকমেইল করার জন্য ওনার ছেলে মাওলানা হাসানাত আমিনীকে গুম করেছিল হাসিনা।

তবে দুঃখজনকভাবে মাওলানা হাসনাত আমিনী পরে মুফতি ফয়জুল্লাহর সাথে মিলে হাসিনার প্রকাশ্য দালালে পরিণত হয়ে গণধিক্কৃত হয়েছে।

আপনি জানেন, ইসলামি দলগুলোর মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হওয়ার বিষয়ে আলোচনা আছে। তাতে আপনার দলের নামও আছে। আসলে এমন বাস্তব...
20/08/2025

আপনি জানেন, ইসলামি দলগুলোর মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হওয়ার বিষয়ে আলোচনা আছে। তাতে আপনার দলের নামও আছে। আসলে এমন বাস্তবতা আছে?

আমীরে মজলিস : হ্যাঁ, বাস্তবতা আছে এবং যথেষ্ট সম্ভাবনা আছে। বিষয়টা নিয়ে ইসলামি দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া হচ্ছে। তবে সব ইসলামি দল মিলে জোট হওয়ার যে কথাটা ছিল, সেখানে দু-একটি দল মনে হচ্ছে, তারা দুই মেরুর দিকে চিন্তা করছে। কেউ বিএনপির সঙ্গে একটু বেশি চিন্তা করছে জোটবদ্ধ হওয়ার। আবার কোনো কোনো ইসলামি দল জামায়াতসহ ইসলামি ঘরানার দলগুলোর ঐক্যের জন্য একটু বেশি চেষ্টা করছে।

২০/৮/২৫ইং

20/08/2025

আজ থেকে বহুকাল আগে ফেরাউন স্বদলবলে পানিতে ডুবে ধবংস হয়েছিল। কেউ যদি বলে তখন ৩০ লক্ষ মানুষ মরেছিল। আমরা হয়তো বিশ্বাস করতে পারি। কারণ সে যুগের লোক এ যুগে দুনিয়াতে বেচে নেই।

১৯৭১ সালের এত লোক (মুক্তিযোদ্ধা, রাজাকার, নিরপেক্ষ দর্শক) দুনিয়াতে বেচে থাকতেও কেন ৩০ লক্ষ শহীদ হয়েছেন বিশ্বাস করতে হবে? কেন ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে এখনো প্রমান করা হলো না? ইতিহাস মিথ্যা, নাকি ৭১ পুজি করে ফায়দা লুটা মানুষগুলো মিথাবাদী?

২০২৪ সালের অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন, এবং অত্যাচারী স্বৈরশাসকের কতজন পালিয়েছে বা মরেছে, তা এখনই নিশ্চিত করুন, না হয় ক'দিনপরে ২৪ পুজি করে ফায়দা হাসিলকারী কিছু লোক ১২শ'কে ২৪ লক্ষ বানিয়ে ফেলবে।

স্টেজে দাড়িয়ে বাংগালী নেতারা চমৎকার করে মিথ্যা বলে দেয়।আবার সামনে বসা বাংগালী পোতারা সে মিথ্যা বিশ্বাস ও প্রচার করে অনায়াসে।

চিল্লাইয়া বলেন ঠিক কিনা?????

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হ'ত্যা'র হুমকির ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্র...
20/08/2025

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হ'ত্যা'র হুমকির ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
হেফাজতে ইসলাম বাংলাদেশ

চব্বিশের বিপ্লবে আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফ্যাসিস্টের পোষা পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, চোখ হারিয়েছেন, ...
20/08/2025

চব্বিশের বিপ্লবে আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফ্যাসিস্টের পোষা পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, পুরো কৃতিত্ব তাঁদের।

আপনি কিংবা আমি সুস্থভাবে নতুন বাংলাদেশের রঙ দেখতে পারছি, হাঁটতে পারছি। কেউ কেউ নতুন দেশ গড়তে গিয়ে চিরকালের জন্য পৃথিবী দেখার আলো হারিয়েছে, কেউ কেউ নতুন বাংলাদেশের মাটিতে পা রাখতে পারছে না, তার পা নেই বলে।

নিজেকে কৃতিত্ব না দিয়ে তাঁদেরকে দিন, যারা নিজেদের আলো হারিয়ে আপনাদেরকে আলোকিত করেছে। যারা নিজেরা না হাঁটতে পারলেও আপনাদেরকে স্বাধীন ভূমিতে হাঁটতে শিখিয়েছে।

আজকের এই দিনে, ২০২১ সালের ১৯ আগস্ট পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন- আমীরে হেফাজতে ইসলাম, ক্বাইদে মিল্লাত, শায়খুল হাদিস আল...
19/08/2025

আজকের এই দিনে, ২০২১ সালের ১৯ আগস্ট পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন- আমীরে হেফাজতে ইসলাম, ক্বাইদে মিল্লাত, শায়খুল হাদিস আল্লামা হাফিজ শাহ জুনায়েদ আহমদ বাবুনগরী। রাহিমাহুল্লাহ
👇
আল্লাহপাক জান্নাতে হযরতের দারজাত বুলন্দ করুন।

একাত্তরে ৩০ লক্ষ শহীদের কথা বলা হয়। তখন বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। একটু ক্যালকুলেটর হাতে নিয়ে দেখুন স...
18/08/2025

একাত্তরে ৩০ লক্ষ শহীদের কথা বলা হয়। তখন বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। একটু ক্যালকুলেটর হাতে নিয়ে দেখুন সাড়ে সাত কোটির মাঝে ৩০ লাখ মানুষের মৃত্যু হলে প্রতি পঁচিশ জনের একজনকে মারা যেতে হয়।

যে গ্রামে এক হাজার মানুষের বাস সে গ্রামে মারা যেতে হয় ৪০ জনকে। তাছাড়া নয় মাসের ৩০ লাখ মানুষকে হত্যা করতে হলে প্রতিদিন গড়ে ১১১১১ জনকে হত্যা করতে হয়। পরিসংখ্যানের বিচারে সর্বকালের সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যা।

এ পরিসংখ্যান নিয়ে প্রশ্ন হচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্ম প্রশ্ন আরও বাড়বে। আমরা ‌ছোট থেকে ৩০ লাখ মানুষের নিহত হওয়ার তথ্য শুনে আসছি। কিন্তু প্রশ্ন হলো ৩০ লক্ষ শহীদদের তালিকা কোথায়। ৫৪ বছরে কেন তালিকা হলো না।

একাত্তর পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে যুদ্ধে শহীদদের তালিকা না হওয়া খুবই দুঃখজনক। এর দায় স্বাধীনতা পরবর্তী সরকারের ওপর বর্তায়। ৭১ থেকে ৭৫ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এটা দুঃখজনক তারা শহীদদের কোন তালিকা জাতির কাছে উপস্থাপনের ব্যর্থ হয়েছে। এটা শহীদদের সাথে বেইমানি।

যে শহীদদের ওপর গড়ে উঠেছে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন দেশে শহীদদের কোন তালিকা জাতির কাছে নেই এটা ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়। এর মাধ্যমে শহীদদের অবমূল্যায়ন হয়েছে। তবে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিছু তালিকা পাওয়া যায়। এটা যথেষ্ট নয়।

তবে ৭১ পরবর্তী পাকিস্তান সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিশনের প্রধান ছিলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হামদুর রহমান। তিনি নিজে একজন বাঙালি ছিলেন। এই তদন্ত কমিশন ৩০ লাখের সংখ্যাকে সম্পূর্ণ উদ্ভট দাবী করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার এর হিসাব মত পাকিস্তান সেনাবাহিনীর হাতে ছাব্বিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর বাইরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো রয়েছেই‌ যার কোন পরিসংখ্যান নেই।

১৯৭১ এ বাঙ্গালীদের হাতে প্রচুর বিহারী এবং অবাঙালিও নিহত হয়। এর কোন পরিসংখ্যান নেই। এই যুদ্ধে নিহত অবাঙালিদের সংখ্যা বাঙ্গালীদের চেয়ে বেশি হবে এমনটা স্বাভাবিক। শর্মিলা বোসের রিপোর্ট অনুযায়ী ১৯৭১ যুদ্ধে নিহতদের সর্বমোট সংখ্যা ৫০ হাজার থেকে ১ লাখ হতে পারে।

১৯৭১ যুদ্ধে নিহতের মাঝে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে। ভারতের জেনারেল জ্যাকবের হিসাব মতে ২৬ শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সময় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য মারা গেছে ৬৭

Address

Barishal

Telephone

+8801788132089

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANA JAMI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANA JAMI:

Share