Kotha Vlogs01

Kotha Vlogs01 Iam a Bangladeshi Vloger
(50)

নাটক বাজ টাইপের মানুষদের আন্তরিকতা দেখলেই বলতে ইচ্ছা করে, তোমার অভিনয় একটু ও ভালো হইনি, ডাব্বা পাইছো ডাব্বা 👻
12/06/2025

নাটক বাজ টাইপের মানুষদের আন্তরিকতা দেখলেই বলতে ইচ্ছা করে, তোমার অভিনয় একটু ও ভালো হইনি, ডাব্বা পাইছো ডাব্বা 👻

এখন বাজে রাত ১টা আমি এখন রাজমহল ছবির ভূত সাঝলাম আমাকে দেখে জামাই হা করে তাকিয়ে আছে সাথে আমার ছেলে বলছে আমাকে নাকি ভূতে ধ...
11/06/2025

এখন বাজে রাত ১টা আমি এখন রাজমহল ছবির ভূত সাঝলাম আমাকে দেখে জামাই হা করে তাকিয়ে আছে সাথে আমার ছেলে বলছে আমাকে নাকি ভূতে ধরছে সবাইকে খবর দিবে আমার সাথে নাকি ঘুমাবে না ঘাড় দিবো নাকি মটকে🤣🤣🤣

সন্তান মানেই এক টুকরো আশার আলো,অন্ধকার জীবনে সবচেয়ে উজ্জ্বল সূর্য।ওদের ছোট্ট হাঁসি, ছোট্ট হাতের ছোঁয়ায়ক্লান্ত হৃদয়ও নতুন...
02/06/2025

সন্তান মানেই এক টুকরো আশার আলো,
অন্ধকার জীবনে সবচেয়ে উজ্জ্বল সূর্য।
ওদের ছোট্ট হাঁসি, ছোট্ট হাতের ছোঁয়ায়
ক্লান্ত হৃদয়ও নতুন করে বাঁচতে শেখে।
স্বপ্ন যখন ভেঙে পড়ে,
সন্তানের মুখটাই তখন একমাত্র প্রেরণা।
সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসার নাম—সন্তান।❤️❤️‍🩹😘🥰

আমার পারসোনাল ফোটোগ্রাফার আমার জামাই ❤️🥰ধন্যবাদ সনু এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য ❤️‍🥰❤️😘
28/05/2025

আমার পারসোনাল ফোটোগ্রাফার আমার জামাই ❤️🥰
ধন্যবাদ সনু এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য ❤️‍🥰❤️😘

একটা পোস্ট করেছিলাম কৃষ্ণচুড়া ফুলের সাথে ছবি তুলতে ইচ্ছে করছিলো সাথে বৃষ্টি, শত রাগ অভিমান মিটিয়ে আজ নিয়ে গেল ঘুরতে শুধু...
26/05/2025

একটা পোস্ট করেছিলাম কৃষ্ণচুড়া ফুলের সাথে ছবি তুলতে ইচ্ছে করছিলো সাথে বৃষ্টি, শত রাগ অভিমান মিটিয়ে আজ নিয়ে গেল ঘুরতে শুধু বৃষ্টি হয়নি। তো কি বুঝলেন এটা যে খানে ঝগড়া আছে সেখানে অনেক ভালোবাসা আছে❤️🥰

দূর থেকে দেখলে ওদের দাম্পত্য জীবনটা একদম স্বপ্নের মতো—হাসিমুখে ছবি, হাত ধরে হাঁটা, ছুটি কাটানো…সবকিছু দেখে যে কেউ বলবে, ...
25/05/2025

দূর থেকে দেখলে ওদের দাম্পত্য জীবনটা একদম স্বপ্নের মতো—
হাসিমুখে ছবি, হাত ধরে হাঁটা, ছুটি কাটানো…
সবকিছু দেখে যে কেউ বলবে, “কি সুন্দর একটা জুটি!”

কিন্তু দেয়ালের বাইরের সুখ দেখে কি কেউ ঘরের ভেতরের কান্না বোঝে?

ছেলেটি ছিলো প্রতিষ্ঠিত—ভালো চাকরি, নাম-যশ, সামাজিক মর্যাদা।
কিন্তু সাহস ছিল না।
ছিল না দায়িত্ব নেওয়ার মন।
সে একজন কাপুরুষ, যে বিয়ে করে একটি মেয়ের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল।
নিজেও সেই অন্ধকার থেকে পালাতে পারেনি—বউকে রেখে, একা চলে গেছে।

আর মেয়েটি?
অসহায় এক বাবার আদরের মেয়ে।
ভেবেছিল, ভালো ঘরে বিয়ে হচ্ছে, সুখের রাজ্যে পা রাখছে।
বাবা-মা দোয়ায় ভরিয়ে দিয়েছিল বিদায়বেলা।
কিন্তু জানতো না, সোনার খাঁচার ভিতরটা কতটা পঁচে গেছে।

আজ এই গল্পটা আমাদের একটা শিক্ষা দেয়—
বড় চাকরি, দামী গাড়ি, বিশাল ফ্ল্যাট—এসব কখনোই সুখের গ্যারান্টি নয়।
সুখ আসে মানুষ আর তার মানসিকতা থেকে।

তাই, মেয়ের বিয়ে দেওয়ার আগে শোনেন, শুধু পাত্র নয়—তার পরিবারটা দেখুন।
দেখুন মানুষটা মেয়েটার চোখে আলো এনে দিতে পারবে কিনা।
শুধু বাহারি জীবন নয়, মেয়েটা একটা শান্ত আশ্রয় পাক—এই তো চাওয়া।

মানুষের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি…হ্যাঁ, আমি মাঝে মাঝে আবেগঘন, দুঃখের পোস্ট করি। করি তখন, যখন আমার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হ...
24/05/2025

মানুষের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি…

হ্যাঁ, আমি মাঝে মাঝে আবেগঘন, দুঃখের পোস্ট করি। করি তখন, যখন আমার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হয়, অভিমান হয়, কথা বন্ধ থাকে। তখন মনের কষ্টটা কোথাও না কোথাও বলতেই হয়… যেন সে বুঝতে পারে, আমি কতটা কষ্টে আছি। কিন্তু না, সেটা কাউকে দেখানোর জন্য না। আমার যন্ত্রণার সঙ্গী বানাই আমার পোস্টগুলোকে।

তোমরা অনেকেই আমার এসব পোস্ট দেখে ভাবো—বোধ হয় আমাদের মধ্যে অনেক বড় কিছু হয়ে গেছে, হয়তো ছাড়াছাড়ি হবে! না, এত সহজে কেউ ছাড়ে না যাকে সত্যি ভালোবাসে। আমি তাকে ভালোবাসি নিজের থেকেও অনেক বেশি, আর এই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে কষ্ট, অভিমান, প্রত্যাশা।

আমি তো এমন এক বয়সে সংসার শুরু করেছি, যেই বয়সে হাতে বই থাকার কথা ছিল, ছিল স্বপ্ন দেখার সময়। এখন আমার হাতে সংসার, বাচ্চা, আর হাজারো দায়িত্ব। আমি চাই—আমার স্বামী যেন আমাকে গুরুত্ব দেয়, ভালোবাসে, বুঝতে শেখে। আমি চাই, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব যেন তার কাছে সবার আগে থাকে। এটা কি বেশি কিছু চাওয়া?

ঝগড়া, মান-অভিমান, কষ্ট—সবই ভালোবাসারই অংশ। তাই যখন কষ্ট পাই, একটু কিছু লিখি—এটাই তো আমার বাঁচার উপায়।

তাই দয়া করে, আমার পোস্ট দেখে আপনারা ভুল ধারণা করবেন না। আপনাদের চিন্তার দরকার নেই, কারণ আমি জানি—ভালোবাসার সাথে লড়াইও চলে, তবু তা ভালোবাসা থেকেই যায়।

আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার অনুভবগুলো বোঝার চেষ্টা করার জন্য।
আমার পোস্ট থেকে যদি কেউ দূরে থাকেন, থাকুন, কিন্তু দয়া করে না বুঝে মন্তব্য করবেন না।

খুব ইচ্ছা করচ্ছে ঝুম বৃষ্টিতে  একটা শাড়ি পরে , কৃষ্ণচুড়া গাছের নিচে দাড়িয়ে কৃষ্ণচুড়া ফুল কানে দিয়ে  নিজেকে তাদের কাছে বি...
24/05/2025

খুব ইচ্ছা করচ্ছে ঝুম বৃষ্টিতে একটা শাড়ি পরে , কৃষ্ণচুড়া গাছের নিচে দাড়িয়ে কৃষ্ণচুড়া ফুল কানে দিয়ে নিজেকে তাদের কাছে বিলিয়ে দিতে।

প্রিয় মানুষকে বিয়ে করলেই সুখী হওয়া যায় না😔💔🤞
23/05/2025

প্রিয় মানুষকে বিয়ে করলেই সুখী হওয়া যায় না😔💔🤞

ভালো বাবা হতে চায় সবাই কিন্তু ভালো স্বামী হতে চায় কয় জন?
22/05/2025

ভালো বাবা হতে চায় সবাই কিন্তু ভালো স্বামী হতে চায় কয় জন?

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Kotha Vlogs01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kotha Vlogs01:

Share