Care of Advertising

Care of Advertising We help brands grow through creative content, targeted Facebook ads, and smart social media strategies. Let's build your online presence together!

From content creation to campaign management, we turn engagement into real results. I completed diploma in computer subject. I am a 2017-18 student of Barguna Polytechnic Institute. I have three years of experience in Facebook advertising. Has advanced level audience targeting skills. I have the ability to deliver any advertisement to your specific level of customers, inshallah.

ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়?আপনি জানলে অবাক হবেন বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর স...
05/05/2024

ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়?

আপনি জানলে অবাক হবেন বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭২ লক্ষ ৪৫ হাজার। এমন কেউ নেই যে তিনি জানেন না ফেসবুক কি? যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বেশি। গড়ে প্রায় ২.৪১ শতাংশের বেশি লোক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমনঃ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ইত্যাদি ব্যবহার করে থাকে।

আর এই সুযোগ টা কে কাজে লাগিয়েই বুদ্ধিমান মানুষেরা অনলাইন ভিত্তিক বিজনেস বিল্ড করছে। অনেকেই ফেসবুক পেইজ অথবা গ্রুপের মাধ্যমে তাদের বিজনেস চালায়। এর মাঝে আবার অনেকেই আছে যারা ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় তা সঠিক ভাবে বোঝেনা।তাদের অবশ্যই তা শিখে নিতে হবে।

তবে বিজনেসের প্রসারতা, ব্র‍্যান্ডিং, রিচ, পাবলিসিটি অথবা সেল যা-ই বাড়াতে চান না কেনো ফেসবুক এড ক্যাম্পেইন আপনাকে চালু করতেই হবে। তাই ফেসবুক এড ক্যাম্পেইন চালু করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা জেনে নেওয়া যাক।

১. সুন্দর ও মার্জিত কন্টেন্ট তৈরি করতে হবে ।
২. রেস্পন্সিভ অ্যাড তৈরি করুন।
৩. এড ক্যাম্পেইন লোকেশন নির্ধারণ করুন।
৪. সঠিক ভাবে বয়স নির্ধারণ করুন।
৫. ক্যাম্পেইন সময় নির্ধারণ করুন।
৬. বাজেট অপ্টিমাইজড করুন।

আপনি কি চান আপনার ব্যবসা বৃদ্ধি করতে তাহলে যোগাযোগ করুন ইনবক্সে।


আপনাার কাজের অপেক্ষায় Care of Advertising 🙂
27/04/2024

আপনাার কাজের অপেক্ষায় Care of Advertising 🙂

🗣 বুষ্ট/ ক্যামপিং/ ফেইসবুক মার্কেটিং/ ফেইসবুক অল সার্ভিস এভেলেবেল ✅আলহামদুলিল্লাহ 🥰আগের থেকে কাজের গতি ও রেসপন্স টাইম ইম...
23/04/2024

🗣 বুষ্ট/ ক্যামপিং/ ফেইসবুক মার্কেটিং/ ফেইসবুক অল সার্ভিস এভেলেবেল ✅

আলহামদুলিল্লাহ 🥰
আগের থেকে কাজের গতি ও রেসপন্স টাইম ইম্প্রুভ হয়েছে।
আপনার কাজ পেলে আরো ইমপ্রুফ হবে। পুরাতন সার্ভিসের সাথে আরো নতুন অনেক সার্ভিস যুক্ত হয়েছে। আমার পুরনো সকল ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের পুনরায় কাজ দেয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনার অপেক্ষায় "care of advertising"
whatsapp: 01538-308082

ধন্যবাদ ভাই 🥰এভাবে সাপোর্ট করার জন্য ✅
21/03/2024

ধন্যবাদ ভাই 🥰
এভাবে সাপোর্ট করার জন্য ✅

আপনাদের ভরসা এবং বিশ্বাস সঠিক ভাবে পালন করতে পারি সেই দোয়া করবেন 🥰
18/03/2024

আপনাদের ভরসা এবং বিশ্বাস সঠিক ভাবে পালন করতে পারি সেই দোয়া করবেন 🥰

আলহামদুলিল্লাহ ১৬ টি বিজ্ঞাপন  চলছে। যাদের বিজ্ঞাপন এক্টিভ আছে তাদের জন্য শুভকামনা 🥰
12/02/2024

আলহামদুলিল্লাহ ১৬ টি বিজ্ঞাপন চলছে।
যাদের বিজ্ঞাপন এক্টিভ আছে তাদের জন্য শুভকামনা 🥰




14/12/2023

আলহামদুলিল্লাহ 🥰
১০০+ পেজ এর টাস্ক কমপ্লিট 🤟
বুষ্ট/প্রমোট বা ক্যামপিং দেয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে

21/11/2023

কম টাকায় বুষ্ট করে পুরো ডলারের টাকা নষ্ট করছেন না তো!

একটি সঠিক প্রডাক্ট বুষ্ট করতে প্রয়োজন হয় সঠিক কাষ্টমার টার্গেট করা, যা শুধু এডভান্স অডিয়েন্স টার্গেটিং এর মধ্যেমে পাওয়া সম্ভব।
কি ওয়ার্ড রিচার্জ, প্রোডাক্ট এর অভিজ্ঞতা, বুষ্টের অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি।

আমাদের টিম দীর্ঘ ৪ বছর ধরে বাংলাদেশ সহ ভারত, সৌদি, দুবাই, কানাডা, ইউনাইটেড কিংডম, ওমান, কাতার ইত্যাদি দেশে বিভিন্ন প্রডাক্ট নিয়ে ৫০০০+ বুষ্ট বা ক্যামপিং রান করার অভিজ্ঞতা আছে।
তাই আপনার🫵 ব্যাবসা অভিজ্ঞ টিম👌 এর মাধ্যমে এগিয়ে নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে

বিস্তারিত জানার জন্য কল করতে পারেনঃ 01793244809 এই নাম্বারে
অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেনঃ 01538308082 এই নাম্বারে
সরাসরি সেন্ড মেসেজ অপশন থেকে যোগাযোগ করতে পরবেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চের পর থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম ...
09/11/2023

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চের পর থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতে সংকট আরও প্রকট হয়। পরে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তারা সভা করে ডলারের রেট নির্ধারণ করে আসছে।

সর্বশেষ ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী, প্রবাসী ও রফতানি আয়ে কেনার ক্ষেত্রে ডলারের ঘোষিত দাম ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে। এর সঙ্গে রেমিট্যান্সে ব্যাংকগুলো নিজেদের মতো করে প্রণোদনা দিতে পারবে বলে জানানো হয়। তবে বেশিরভাগ ব্যাংক এ দরে ডলার পাচ্ছে না। তাই এখন ১২২ টাকা থেকে ১২৪ পর্যন্ত দরে ডলার কিনছে অনেক ব্যাংক।

ব্যাবসা আপনার 🫵 এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের। আপনার শখের পেইজে অর্গানিক লাইক ও ফলোয়ার সহ আপনার পন্য বুষ্ট, প্রমোট বা ক্যাম...
21/10/2023

ব্যাবসা আপনার 🫵 এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের।
আপনার শখের পেইজে অর্গানিক লাইক ও ফলোয়ার সহ আপনার পন্য বুষ্ট, প্রমোট বা ক্যামপিং যাই বলেন ফেসবুকের সব কিছু করে দিতে পারবো আমাদের এক্সপার্ট টিম এর মাধ্যমে। যাদের রয়েছে এরকম হাজার হাজার প্রজেক্ট কমপ্লিট ও দীর্ঘ সময় ধরে কাজ করার অভিজ্ঞতা।
তাই আপনার পেজটি সুরক্ষিত রাখতে এবং সঠিক কাস্টমার পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
যোগাযোগ করতে ইনবক্স করতে পারেন অথবা whatsapp করতে পারেন নিচের নাম্বারে, ধন্যবাদ
01538-308082

Address

Barishal
8700

Telephone

+8801538308082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care of Advertising posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Care of Advertising:

Share