21/08/2025
হে পুরুষ, আপনি/আপনারা অতি মহান। কোন এক নারী বলেছিলেন,"" যে পুরুষ, নারী মানে নিজের আপন বউয়ের সাথে উচ্চ স্বরে চিল্লাচিল্লি বা খেচখেচ করে থাকেন সে কাপুরুষ।""💔
অতি সহজেই কোন নারীর মুখে এমন বাক্য তার আপন অতি প্রিয় ভালবাসার স্বামীর জন্য আসেনি। 🙂
এর পেছনের কথা, ব্যাথা, দুঃখ আর যন্ত্রণা নারীকে বাধ্য করেছে, এমন একটি কুটুক্তি নিজ স্বামীর জন্য। যে হৃদয়ে আঘাত পেতে পেতেই মুখ ফুসকে এমন বলতে পারে। 🤔
হে পুরুষ, আপনি/আপনারা অতি মহান। নিজের জীবন বিলিয়ে দেন সংসার সাজাতে আর গোছাতে। দায়িত্ব নেন পুরো সংসারের সুখের হাল ধরতে। তাহলে যেই সংসার সুখের জন্য এতো ত্যাগ কিন্তু সেই সংসার সুখের খেলায় রাখতে ভুলে যান কি করে? কি করে বেখেয়ালি থাকেন তার প্রতি যে আপনার জীবন সংসার সাজাতে গিয়ে, পৃথিবীর সকল ৮০% সুখ ত্যাগ করেছে?
কি করে তার প্রতি অযত্নের চাদরে রাখেন, যে কিনা পরম যত্নে আপনাকে আগলে রাখে, তার হৃদয়ে আর সংসারে?
মতের মিল নাই থাকতে পারে, কাজের / রূপের সৌন্দর্যের খুঁত থাকতেই পারে, মনের টান আর হৃদয়ে আঘাত আসতেই পারে, চলার পথে বাধা আসতেই পারে।
যদি আপন বউকে/স্বামীকে যত্নের সাথে আগলে রেখে বাকি জীবনে ভালবেসে সংসার করতে চান। তাহলে, সমস্যা গুলো সমাধান করেন।
যেমন,"""মতের অমিন হলে, কোনটি মঙ্গল তা বুঝতে শেখেন।
কাজের সমস্যা হলে ভালো করে বুঝিয়ে আর দেখছি কাজ গুলো করেন, প্রয়োজন ২জন মিলে কাজ গুলো করেন।
রূপের খুঁত থাকলে বেশি টাকা ইনকাম করে, কি করে, কি থাকলে ভালো সৌন্দর্য বারে তাই করেন।
মনের টান না থকলে তার সাথে বেশি বেশি কথা বলেন, সময় পেলে ঘুরতে যান, তাকে যত্ন নিন, অসুস্থ হলে সেবা করেন, তার ভলো কাজ গুলো তারিফ করেন মনের টান বেরে যাবে।
এতোকিছু করার পর যদি তাকে ভলো না লাগে। 💔
তাকে মটেও সহ্য হয় না। ভলবাসা বৃদ্ধি না পায়। তবে আল্লাহর দেওয়ার বিধান মেনে তাকে তার মতে আপনি আপনার মতে জীবন বেছে নিন।
কিন্তু কাউকে নিকৃষ্টতর আচরণ করে দিনের পর দিন অসম্মান, অবহেলা করে তিলে তিলে শেষ করে দিয়েন না। তাহলে ২জনের জন্য ইহকাল আর পরকালের জীবন নষ্ট হয়ে যায়।
কারন পরকালে প্রশ্ন করা হবে, " তুমি কি তোমার স্বামী / স্ত্রী প্রতি সন্তুষ্টি??
সে উত্তরে যদি *"হ্যাঁ"* বলতে না পারেন। তাহলে তাকে এই ইহকালেই ত্যাগ করুন ❤️😇
#পুরুষ