Nusrat Jahan Official

Nusrat Jahan Official A dreamer with full of unfulfilled Dreams

✨“সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না " ✨কোন বাধা মোকাবেলা ন...
18/07/2023

✨“সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না " ✨

কোন বাধা মোকাবেলা না করে জীবনে সফল হওয়া যায় না।😟

এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের কোন না কোন বাধা ছিলো। আর তারা সেই বাধা মোকাবেলা করেছে বলে আজ তারা সফল৷ 😲

তাই আমাদের জীবনে অনেক বাধা আসবে। আর এই বাধা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। 💪

ইনশাআল্লাহ ভাল কিছু হবে। 🤗

🥰খুব সুন্দর একটা প্রশ্ন?? ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের অধিকাংশের-ই এ বিষয়ে খুব গভীর জ্ঞ...
17/07/2023

🥰খুব সুন্দর একটা প্রশ্ন??
ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের অধিকাংশের-ই এ বিষয়ে খুব গভীর জ্ঞান না থাকলেও সাধারন একটা ধারণা আছে।

🎆আপনি যদি চাকরি না পেয়ে থাকেন অথবা ছাত্র হয়ে থাকেন তাহলে লেখা পড়ার পাশা-পাশি অনলাইন থেকে আয় করতে পারেন।।

♥️ ফ্রিল্যন্সিং অর্থ মুক্ত পেশা বা আয় । অর্থাৎ আমরা সহজ ভাবেই বুঝতে পারি এ পেশায় স্বাধীনতা রয়েছে। বর্তমানে ফ্রিল্যন্সিং অধিক জনপ্রিয়তা পাওয়ার কারণ কাজের স্বাধীনতা । এ কাজের জন্য অফিসে গিয়ে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কাজ করার প্রয়জন হয় না চাইলে ঘরে বসে সুবিধামত সময় নির্ধারণ করে কাজ করা যেতে পারে। আপনি চাইলে কারো অধিনে কাজ নাও করতে পারেন। সে সঙ্গে রয়েছে বাড়তি উপার্জনের সুযোগ।এ সেক্টরে অনেক ফিল্ড আছে, আপনার ব্যাকগ্রাউন্ড, স্কিল, ইন্টারেস্ট যে ফিল্ডের সাথে মিলে যায় সেটা নিয়ে পারে।

✨যে কেউ তার দক্ষতা এবং পছন্দ অনু্যায়ী কাজ বেছে নিয়ে কাজ করতে পারেন।
আরেকটা অনেক বড় এডভান্টেজ হলো আপনি যদি বুঝেশুনে করতে পারেন তবে আপনার উপার্জনের জন্য ভিন্ন কোন চিন্তা করতে হবে না। কারোর চাকরি করতে হবে না, কারোর কটু কথাও শুনতে হবে না। আর আপনার ভাবখানা থাকবে চরম লেভেলের কারণ আপনি ইনকাম করছেন ডলার। এখন স্বীগ্ধান্ত আপনার।

🏆🏆এবার কিছু কঠিন কথা বলি, আপনার যদি আয় করার কোন পথ না থাকে অর্থাৎ আপনি যদি বেকার হয়ে থাকেন এবং আকষ্মিকভাবে যদি আপনি বেকারত্ব দূর করতে চান তবে ফ্রীল্যান্সীং আপনার জন্য নয়। ফ্রীল্যান্সীং হলো দক্ষদের জায়গা। এখানে দক্ষ হতে না পারলে টিকে থাকা মুশকিল। আপনাকে অবশ্যই কাজগুলো জানতে হবে এটা হলো প্রথম শর্ত তারপর যেকোনো একটা কিংবা কয়েকটা কাজে দক্ষ হতে হবে। তবে আর আপনাকে ঠেকায় কে।।

🎁আপনার যদি মুক্ত পেশা পছন্দ হয় তবে আপনি ফ্রীল্যান্সীং করতে পারেন। তবে অবশ্যই ধৈর্য, সততা ও নিষ্ঠার সাথে লেগে থাকতে হবে। যদি ইচ্ছে করেন আপনি কারোর চাকরি করবেন না এমন মুক্ত কোন পেশা যা ঘরে বসেই করা যায় তাহলে আপনি করতে পারেন। ইনকাম করবেন ডলারে। স্বাগতম আপনাক।

(বিঃদ্রঃ ফ্রীল্যান্সীং এক ধরনের চাকরি এর মতো তবে সেটা কন্ট্রাকচ্যুয়াল।)

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.?? 🙄আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছ...
20/04/2023

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.?? 🙄

আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক, ইউটিউবকে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, যেহেতু এটা মূলত স্বাধীন পেশা এবং এইখানেও স্পন্সর নেয়ার মাধ্যমে ক্লাইন্টের কাজ করা হয় তাই একেও ফ্রিল্যান্সিং বলা যায় 🙂

আর আপনারা শুধু অযুহাত আছে অনেক, আমার কি কম্পিউটার আছে.? আমি কি ইংলিশ পারি.? আমার নেট ভালো পায় না, আমি যে গ্রামে থাকি,আমি কি পারবো.? চেষ্টা করলে সব কাজেই সহজ হয়। আপনিও পাড়বেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই শুরু করুন। ইনশাআল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন 🤟🏻💪



 ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি? ChatGPT ki?সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(...
28/01/2023


ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি? ChatGPT ki?

সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।

বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।





Address

Barishal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801928014045

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan Official:

Share