Freelancer Rekha

Freelancer Rekha I m Rekha Akter
professional Digital Marketer

Focus on Making Yourself Better,Not on Thinking That You Are Better.
26/07/2023

Focus on Making Yourself Better,
Not on Thinking That You Are Better.

⭕বর্তমানে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং একটি পপুলার বিষয়। আমাদের দেশের বেশিরভাগ যুবক ছেলে মেয়েরা অন্য কাজের পাশাপাশি ডিজিট...
21/05/2023

⭕বর্তমানে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং একটি পপুলার বিষয়। আমাদের দেশের বেশিরভাগ যুবক ছেলে মেয়েরা অন্য কাজের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করে নিজেদেরকে সাবলম্বি ভাবে গড়ে তুলছে।
🛑তাই আজকে আমরা জানব ডিজিটাল মার্কেটিং শুরু করার পূর্বে কোন কোন বিষয় গুলো জেনে নেওয়া জরুরি 👇🏻👇🏻👇🏻
1️⃣. আপনি যখন কোন একটা প্রোডাক্ট বাজারে আনবেন তার আগে আপনাকে অবশ্যই ঐ প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে রিচার্স করতে হবে যে এই প্রোডাক্টটি কখন বাজারে আনা যাবে, কোন বয়সের মানুষদের জন্য এই প্রোডাক্টটি বেশি কারর্যকর ইত্যাদি ইত্যাদি।
2️⃣. মার্কেটিং এর যে টেকনিক্যাল বিসয় আছে সেই বিসয় এর উপর প্রতিনিয়ত আপডেট থাকা লাগবে। এছাড়াও মার্কেটিং এর সাইট গুলোতে একটিভ থাকা লাগবে। মার্কেটিং এর যেসব বিষয় আছে সেগুলোর উপর ভালো দক্ষতা থাকতে হবে।
3️⃣. আপনাকে content writing এ দক্ষতা দিন দিন বাড়াতে হবে। কেননা content writing আপনার যত ভালো হবে আপনার প্রোডাক্ট মার্কেটিং এ সেটা অনেক ভাল সুফল বয়ে আনবে।
4️⃣. আপনাকে SEO(Search Engine Optimization) এর উপর ভালো ধারনা থাকতে হবে।
5️⃣. আপনাকে SMM(Social Media Marketing) এর উপর ভালো ধারণা থাকতে হবে। কেননা আজকাল মানুষ social media তে অনেকটাই একটিভ থাকে। যার ফলে আপনি যদি SMM এর উপর ভালো ধারণা রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে এই social media কে ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং এ ভালো সুফল পাবেন।
6️⃣. আপনাকে ভালো নেটওয়ার্ক তৈরি করতে হবে। আপনার যত ভালো নেটওয়ার্ক থাকবে আপনার জন্য তা অনেক বেশি ভালো।
7️⃣. আপনার অনান্য ডিজিটাল মার্কেটারদের সাথে ভালো বোঝাপোড়া থাকতে হবে।
8️⃣. আপনার অন্যকে সাহায্য করার মনভাব থাকতে হবে এবং পাশাপাশি অন্যদের কাছ থেকে শিখার মনমানসিকতা তৈরি করতে হবে।


বর্তমান যুগের জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং💪👉তাই আমরা বেছে নিয়েছি স্বপ্নের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার,তাই যারা...
21/05/2023

বর্তমান যুগের জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং💪
👉তাই আমরা বেছে নিয়েছি স্বপ্নের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার,
তাই যারা ফ্রিল্যান্সিং শিখে 📖 নিজের ক্যারিয়ার💰
গড়তে চান বাট কোনো গাইডলাইন পাচ্ছেন না তারা যোগাযোগ করতে পারেন হেল্প করবো💯
Freelancing is the most popular platform of the present era💪
👉So we have chosen our dream freelancing career,
So who learn freelancing 📖 own career💰
Want to build but can't find any guidelines they can contact will he

 #শিক্ষনীয় পোস্ট,"নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আ...
21/05/2023

#শিক্ষনীয় পোস্ট,
"নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।
ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।
তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।
জীবন নাটকের চেয়ে নাটকীয়।
এটাই বাস্তব 🤗
অনেক আগে একবার এই পোস্ট করছিলাম,আজ আবার করলাম বাস্তব বড় কঠিন,

 #আপনি যদি ভেবে থাকেন এখনো  ুরু করার মতো সময় হয়নি, তাহলে প্রথম ছবিটি দেখুন। #আর যদি ভেবে থাকেন অবহেলায় সময় চলে গেছে  শুর...
21/05/2023

#আপনি যদি ভেবে থাকেন এখনো ুরু করার মতো সময় হয়নি, তাহলে প্রথম ছবিটি দেখুন।
#আর যদি ভেবে থাকেন অবহেলায় সময় চলে গেছে শুরু করার মতো আর সময় নেই, তাহলে পরের ছবিটি দেখুন।
#ফ্রিল্যান্সিং_সেক্টরে_বয়স_কোন_ম্যাটার_না
#অনুশীলনে_সবই_সম্ভব
#ফ্রিল্যান্সিং_সেক্টরের_নতুন_উদ্যোক্তা_গড়ার

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পে...
21/05/2023

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ডিজিটাল মার্কেটিং ( Digital Marketing), ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন।

যাহোক, এখানে আমাদের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ক্যারিয়ার গাইডলাইন। তো দেরি না করে চলুন শুরু করা যাক
See less

18/05/2023



18/05/2023

18/05/2023




24/02/2023

Address

Dumki, Patuakhali
Barishal
8200

Telephone

+8801771390393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rekha:

Share