
06/09/2025
হায়াত যত কমতেছে,
রূহের কষ্ট তত বাড়তেছে,
সাথে বাড়তেছে বেঁচে না থাকার ইচ্ছাটাও!
আজ সকাল থেকেই মনটা ভার হয়ে আছে।মাফি প্রতিদিন একবার এসে দেখা করে যায়।ও আসলেই আমি খুনসুটি করে ওর সাথে মারামারি করি।আজকে তেমনটা ঘটেনি।চুপচাপ ছিলাম।আগেও এমন ঘটেছে, ও জিজ্ঞেস করেছে “মামনি তুমি তো আজকে আমাকে মারলা না,কামড় দিলা না” তখন বলেছি আমার মন খারাপ।আর ও চলে গেছে। আজকে এসে আমাকে চুপচাপ দেখে হয়তো বুঝেছে আজকেও তার মামনির মন খারাপ।তাই মন ভালো করার জন্য নিজ হাতে বানিয়ে মামনির জন্য গিফট নিয়ে আসছে।তার ভাষ্য মতে গিফট পেলে নাকি মন ভালো হয়।
ছোট্ট একটা মানুষ তার অনুভব, চেষ্টা, ভালোবাসা অনেক সময় বড়দের অনেক কর্মকান্ডকেও তুচ্ছ বানিয়ে দেয়।এই ছোট ছোট খুশি গুলোই আমাদের আরও একবার বেঁচে থাকতে সাহস জোগায়।