Arts of Tinny

Arts of Tinny This page is for content creation. please support me

হায়াত যত কমতেছে,রূহের কষ্ট তত বাড়তেছে,সাথে বাড়তেছে বেঁচে না থাকার ইচ্ছাটাও!আজ সকাল থেকেই মনটা ভার হয়ে আছে।মাফি প্রতিদিন ...
06/09/2025

হায়াত যত কমতেছে,
রূহের কষ্ট তত বাড়তেছে,
সাথে বাড়তেছে বেঁচে না থাকার ইচ্ছাটাও!

আজ সকাল থেকেই মনটা ভার হয়ে আছে।মাফি প্রতিদিন একবার এসে দেখা করে যায়।ও আসলেই আমি খুনসুটি করে ওর সাথে মারামারি করি।আজকে তেমনটা ঘটেনি।চুপচাপ ছিলাম।আগেও এমন ঘটেছে, ও জিজ্ঞেস করেছে “মামনি তুমি তো আজকে আমাকে মারলা না,কামড় দিলা না” তখন বলেছি আমার মন খারাপ।আর ও চলে গেছে। আজকে এসে আমাকে চুপচাপ দেখে হয়তো বুঝেছে আজকেও তার মামনির মন খারাপ।তাই মন ভালো করার জন্য নিজ হাতে বানিয়ে মামনির জন্য গিফট নিয়ে আসছে।তার ভাষ্য মতে গিফট পেলে নাকি মন ভালো হয়।

ছোট্ট একটা মানুষ তার অনুভব, চেষ্টা, ভালোবাসা অনেক সময় বড়দের অনেক কর্মকান্ডকেও তুচ্ছ বানিয়ে দেয়।এই ছোট ছোট খুশি গুলোই আমাদের আরও একবার বেঁচে থাকতে সাহস জোগায়।

03/07/2025

Did I become unworthy of the love I once had? Or maybe it was all just a delusion of mine?🦋

01/06/2025

মেঘে ঢাকা আকাশ নিস্তব্ধ চারিপাশ,
তবুও ফুল ফোটে তোমার অপেক্ষায়।

27/04/2025

আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে 😌

আমি যে বছর প্রেমে পড়লাম সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গেলো।আমি ফুল তুললাম,ঘ্রাণ নিলাম।ফুলকে এমনরূপে পেয়ে, খুব কাছে...
17/04/2025

আমি যে বছর প্রেমে পড়লাম সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গেলো।আমি ফুল তুললাম,ঘ্রাণ নিলাম।ফুলকে এমনরূপে পেয়ে, খুব কাছে ছুয়ে দিলাম।

এরপর?!

এরপর সেই গোটা বছরটা শেষ না হতেই নেমে এলো বর্ষা।ও মা! সে যে কি ভারী বর্ষণ।সে আর থামার নামই নিলো না।ঝড়ো হাওয়ায় সবকিছু ভেঙ্গে চূড়ে গেছে।আমি কেবল বাধটা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত।
সম্বল বলতে সেই ফুল,বসন্ত কিছুই নেই।একটা ঘর আছে মাত্র সেখানে আমি ছাড়া আর কেউ নেই।

04/01/2025

সে কহিল প্রেমে পড়িবার আগে ভাবা উচিৎ ছিল,
সে কি জানে?
ভেবে-চিন্তে ষড়যন্ত্র করা হয়, প্রেম নয়।
(২৭/১২/২০২৪)

04/01/2025

পাখিরাও যত্নের গুরুত্ব বোঝে ❤️

20/12/2024

হঠাৎ যে কারণে পটুয়াখালী গিয়েছিলাম!

16/11/2024

শুরুটার মতো কেন সারাজীবন চলতে পারে না সবকিছু? 🥀

08/11/2024

আমরা বরিশালের মানুষ। আমরা আমাদের আঞ্চলিক ভাষার মাধ্যমে বিশেষভাবে পরিচিত ও সমাদৃত। আমাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি অনন্য এবং আমরা এটা নিয়ে গর্বিত।❤️❤️❤️

09/10/2024

নিঃশব্দের ভিতরও কিছু শব্দ থাকে,
কান্নার ভেতর কান্না, দুঃখের ভিতর দুঃখ,
মেঘের ভেতর বৃষ্টি, বৃষ্টির ভেতর কান্না!
কিন্তু — তুমি কখনো দেখতে চাইলে না,
ভালোবাসার ভেতর আরো কতটা ভালবাসা জমা ছিল,
বোকা পাখি; কুয়াশা ছুঁয়ে ভেবেছে আকাশ ছুঁয়েছি ❤️‍🩹

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arts of Tinny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share