Save hindu in Bangladesh

Save hindu in Bangladesh সকলের চরনে আমার প্রনাম। সনাতনী পেইজের সাথে থাকবেন হরে কৃষ্ণ।

দীপাবলির পবিত্র আলোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জ্বলেছে প্রতিবাদের মোমশিখা। বিস্তারিত পড়ুন কমেন্টে,,,,,,, ফলো : সত্য সনাতন...
20/10/2025

দীপাবলির পবিত্র আলোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জ্বলেছে প্রতিবাদের মোমশিখা।

বিস্তারিত পড়ুন কমেন্টে,,,,,,,

ফলো : সত্য সনাতন টিভি

#সত্যসনাতনটিভি

এখানে মানত করলেই ফল মেলে হাতেনাতে।নৈহাটির জাগ্রত ২০ ফুটের বড়মা কখনো কাউকে ফেরায় না
20/10/2025

এখানে মানত করলেই ফল মেলে হাতেনাতে।নৈহাটির জাগ্রত ২০ ফুটের বড়মা কখনো কাউকে ফেরায় না

পুজোর ইতিহাসে ১৯৭৩ সালটি আজও মানুষের মনে গেঁথে আছে এক রহস্যময় রাত হিসেবে। সে বছর কালীপুজোর রাতে, ঠিক মধ্যরাতে, পুজো চলাক...
20/10/2025

পুজোর ইতিহাসে ১৯৭৩ সালটি আজও মানুষের মনে গেঁথে আছে এক রহস্যময় রাত হিসেবে। সে বছর কালীপুজোর রাতে, ঠিক মধ্যরাতে, পুজো চলাকালীন হঠাৎই পুরোহিত মহাশয় ভয় পেয়ে ওঠেন। কাঁপা গলায় বলে ওঠেন — “মা এসেছেন! এখনই মণ্ডপে নেমে নেচে বেড়াচ্ছেন!” মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অজানা শিহরণ। মণ্ডপের বাতাসে যেন অন্য এক শক্তির উপস্থিতি টের পাওয়া যায়।

লোকমুখে শোনা যায়, সেদিন মা কালী নিজেই অবতীর্ণ হয়েছিলেন মণ্ডপে — চারপাশে আগুনের আলোয়, ঢাকের তালে, এক অদৃশ্য শক্তির নৃত্য চলছিল সারা পাড়াজুড়ে। যেন সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিচ্ছিলেন তিনি।

গায়ে কাঁটা দেওয়া সেই ১৯৭৩ সালের রাত আজও আদি বারোয়ারি কালীপুজোর ইতিহাসে এক অলৌকিক অধ্যায় হয়ে আছে — যেখানে বিশ্বাস, ভক্তি আর রহস্য একাকার হয়ে যায়।








জয় শ্রী রাম।
20/10/2025

জয় শ্রী রাম।

সরযূতীরে জ্বলে উঠল ২৬ লক্ষ প্রদীপ! গিনেসবুকে জোড়া রেকর্ড যোগীরাজ্যের দীপোৎসবের নামে।
20/10/2025

সরযূতীরে জ্বলে উঠল ২৬ লক্ষ প্রদীপ! গিনেসবুকে জোড়া রেকর্ড যোগীরাজ্যের দীপোৎসবের নামে।

মেয়ে আদুরির জন্য মায়ের মৃ,ত্যু প্রায়!১লা অক্টোবর ৫ম শ্রেনীতে পড়ূয়া হিন্দু আদুরিকে রাস্তা থেকে জো,রপূর্বক তু,লে নিয়ে যায় ...
20/10/2025

মেয়ে আদুরির জন্য মায়ের মৃ,ত্যু প্রায়!
১লা অক্টোবর ৫ম শ্রেনীতে পড়ূয়া হিন্দু আদুরিকে রাস্তা থেকে জো,রপূর্বক তু,লে নিয়ে যায় স্থানীয় মু,সলিম শিবলু মিয়া।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ঠেঙ্গামাড়ার পালপাড়া এলাকায়। থানায় মামলা হলেও অপরাধীরা নাকি ধরা ছোঁয়ার বাইরে।

আমরা জাতি হিসেবে  লজ্জিত ‼️৭০ বছরের বৃদ্ধ কে হলুদের জমিতে নিয়ে গিয়ে হাত পা বে"ধে ধ"র্ষন। র"ক্তাক্ত অবস্থায় ওই নারীকে হ...
20/10/2025

আমরা জাতি হিসেবে লজ্জিত ‼️
৭০ বছরের বৃদ্ধ কে হলুদের জমিতে নিয়ে গিয়ে হাত পা বে"ধে ধ"র্ষন। র"ক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলিনগর গ্রাম বাড়ির পাশে নির্জন ফাঁকা মাঠে রবিবার দুপুরে ছাগল আনার জন্য গেলে বাড়ির পাশের ল"ম্পট যুবক দুই সন্তানের জনক আইয়ুব আলী ঐ বৃদ্ধ নারীকে একা পেয়ে রশি দিয়ে হাতমুখ বেঁ"ধে হলুদের জমিতে নিয়ে গিয়ে জো"রপূর্বক ধ"র্ষণ করে
বৃদ্ধ মহিলার চিৎ"কারে লোকজন ছুটে এলে ল"ম্পট পা"লিয়ে যায় এলাকাবাসী রক্তা"ক্ত অবস্থায় ওই মহিলাকে উ"দ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় এলাকাএলাকাবাসী ফুসে উঠেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলেও ল"ম্পট আইয়ুব আলী পলাতক থাকায় তাকে গ্রেফ"তার করা সম্ভব হয়নি। সবাই বেশি করে শেয়ার করেন।

গলায় রুদ্রাক্ষের মালা দেখে চোর অপবাদ দিয়ে হিন্দু যুবককে মারধর! ঘটনাটি বাগমারা আল ইসরা মাদ্রাসার সামনে।  #সনাতনটিভি    ...
20/10/2025

গলায় রুদ্রাক্ষের মালা দেখে চোর অপবাদ দিয়ে হিন্দু যুবককে মারধর!

ঘটনাটি বাগমারা আল ইসরা মাদ্রাসার সামনে।
#সনাতনটিভি
​ #রুদ্রাক্ষ_মালা
​ #হিন্দু_যুবক_মারধর
​ #চোর_অপবাদ
​ #অমানবিকতা
​ #ধর্মীয়_হিংসা

#ন্যায়_চাই
​ #বিচার_হোক
​ #ধর্মের_অপমান


সাম্প্রদায়িকতা_নয়
​ #প্রতিবাদ

ভাবতে পারেন? একা একজন ডাক্তার — ৮ বছর ধরে লড়েছেন “ORS” শব্দটার অপব্যবহারের বিরুদ্ধে! নাম তাঁর ডা. শিবরঞ্জনী সন্তোষ, হায়দ...
20/10/2025

ভাবতে পারেন? একা একজন ডাক্তার — ৮ বছর ধরে লড়েছেন “ORS” শব্দটার অপব্যবহারের বিরুদ্ধে!
নাম তাঁর ডা. শিবরঞ্জনী সন্তোষ, হায়দরাবাদের এক শিশু বিশেষজ্ঞ।

বাজারে যেসব চিনি ও ফ্লেভার মেশানো পানীয় “ORS” নামে বিক্রি হচ্ছিল,
সেগুলো আদতে শিশুর জন্য ছিল ভয়ংকর ক্ষতিকর!
তিনি চুপ করে থাকেননি — লিখেছেন, আবেদন করেছেন, লড়েছেন আদালতে।

অবশেষে জয় তাঁর!
ভারতের Food Safety and Standards Authority (FSSAI) ঘোষণা দিয়েছে—
এখন থেকে কোনো পানীয় কোম্পানি আর “ORS” শব্দটি ব্যবহার করতে পারবে না,
যদি সেটি WHO-এর অনুমোদিত ফর্মুলা না হয়।

একজন নারী, একটিমাত্র সত্য আর অগাধ সাহস—
আজ বদলে দিয়েছে কোটি শিশুর ভবিষ্যৎ!

তিনি বলেছিলেন—

“আমি এটা নিজের সন্তানের জন্য শুরু করেছিলাম।
আজ বুঝলাম, এটা দেশের প্রতিটি সন্তানের জন্য ছিল।”

যখন একজন নারী ঠিক পথে দাঁড়ায়,
পুরো দেশ বদলে যায়!

#শিশুসুরক্ষা #নারীশক্তি #প্রেরণাদায়কগল্প

লাভ-জি*হাদের ফাঁদে প‌ড়ে অকালে ঝড়ে গেলো আরও এক নিষ্পাপ হিন্দু মে‌য়ের প্রা,ণ।সহজ সরলভা‌বে বন্ধু ভে‌বে মি‌শে লাভ-‌জি*হা‌দে...
20/10/2025

লাভ-জি*হাদের ফাঁদে প‌ড়ে অকালে ঝড়ে গেলো আরও এক নিষ্পাপ হিন্দু মে‌য়ের প্রা,ণ।

সহজ সরলভা‌বে বন্ধু ভে‌বে মি‌শে লাভ-‌জি*হা‌দের ফা‌ঁদে প‌ড়ে অব‌শে‌ষে জি*হাদী কর্তৃক প্রতা‌রিত হ‌য়ে নি‌জের জীবন দি‌য়ে ভূ‌লের প্রায়‌চিত্ত ক‌রে গে‌লো রংপু‌রের পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক তারক চন্দ্র বর্মনের বড় মেয়ে “জয়ত্রী বর্মন কলি”।

হয়রে প্রেম এই হলো লাভ জিহাদের শেষ পরিণতি 😢😢সতর্ক থাকুন, সাবধান থাকুন, ১৮ বছর বয়‌সের পূ‌র্বে মে‌য়ের সকল বিধর্মী বন্ধু, সোশ‌্যাল এপসে নজরদারী জোরা‌লো করুন।

চট্টগ্রাম সীতাকুণ্ডের সাংবাদিক সনাতনী লিটন কুমার চৌধুরীকে আজ রাত ৯টার সময়  #শ্যামাপূজার মন্ডপ থেকে ধরে নিয়ে  ারতের_র_এজে...
20/10/2025

চট্টগ্রাম সীতাকুণ্ডের সাংবাদিক সনাতনী লিটন কুমার চৌধুরীকে আজ রাত ৯টার সময় #শ্যামাপূজার মন্ডপ থেকে ধরে নিয়ে ারতের_র_এজেন্ট বলে পিটিয়ে গুরুতর আ,হত করলো আসাদ বাহিনী!

নোয়াখালী হাতিয়ার বাসিন্দা সীতাকুণ্ডের ত্রাস আসাদ বাহিনীর প্রধান স'ন্ত্রা'সী আসাদ ও তার বাহিনী দ্বারা হা,মলার শিকার হন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী।

স'ন্ত্রা'সীদের হামলায় আ'হত লিটনের অবস্থার অবনতি ঘটলে সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক লিটনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেপার করেন।

আজ রবিবার রাত ৯টার সময় সাংবাদিক লিটন তার পরিবার নিয়ে বাড়ির নিকটবর্তী একটি মন্ডপে শ্যামা পূজা দেখতে গেলে সেখান থেকে আসাদ বাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং তাকে পি'টি'য়ে গুরুতর আ'হ'ত করে একটি মোবাইল ও নগদ ৪৫ হাজার টাকাও ছিনতাই করে নিয়ে যায়।

আমরা এ হামলার তীব্র নিন্দা ও স'ন্ত্রা"সী আসাদ সহ তার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সনাতনীরা শেয়ার করে এর প্রতিবাদ জানান সবাই।



হিন্দু ধর্মের মেয়ে হয়ে, এবং হিন্দু স্বামী কে ছেড়ে দিয়ে, অন্য ধর্মের এক লা,ঙ্গে,র সাথে গিয়ে ধর্ম  ত্যাগ করে। সেই লা,ঙ্গে,...
20/10/2025

হিন্দু ধর্মের মেয়ে হয়ে, এবং হিন্দু স্বামী কে ছেড়ে দিয়ে, অন্য ধর্মের এক লা,ঙ্গে,র সাথে গিয়ে ধর্ম ত্যাগ করে। সেই লা,ঙ্গে,র সাথে সংসার করে। কিছু দিন সংসার করার পরে সেই লা,ঙ্গ ও চলে গেছে। এখন রাস্তায় রাস্তায় গুড়ে।

Address

Dhaka
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save hindu in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share