Mehedi Jarin

Mehedi Jarin In this page I will leave all the videos related to the new daily vlog, life style ,travel.

"সচেতনতা বাঁচাতে পারে জীবন"লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুদ রয়েছে। কাউকে সাপে কাটলে কোনো ওঝার নিক...
03/09/2025

"সচেতনতা বাঁচাতে পারে জীবন"

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুদ রয়েছে। কাউকে সাপে কাটলে কোনো ওঝার নিকট ঝাড়ফুঁক করাবেন না। সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসার অনুরোধ করা হলো।

বাবা না হলে কখনো বুঝতাম না বাবা মানে কি?“বাবা শুধু একজন মানুষ নয়, তিনি সন্তানের চোখের আড়াল থাকা ছায়া, যার কষ্টে লুকান...
02/09/2025

বাবা না হলে কখনো বুঝতাম না বাবা মানে কি?
“বাবা শুধু একজন মানুষ নয়, তিনি সন্তানের চোখের আড়াল থাকা ছায়া, যার কষ্টে লুকানো থাকে সন্তানের হাসি আর যার ভালোবাসায় জেগে থাকে অমূল্য সম্পদের অনুভূতি।”

01/09/2025

শুভ রাত্রি

একজন কৃষক প্রতিদিন ভোরে মাঠে কাজ করতে যেত। তার ছেলে সবসময়ই বলত—“বাবা, এত কষ্ট করছো কেন? একটু দেরি করে উঠলেও তো চলবে।”কৃষ...
30/08/2025

একজন কৃষক প্রতিদিন ভোরে মাঠে কাজ করতে যেত। তার ছেলে সবসময়ই বলত—
“বাবা, এত কষ্ট করছো কেন? একটু দেরি করে উঠলেও তো চলবে।”

কৃষক মৃদু হেসে বলত—
“বাবা, আজকের আলস্য যদি কালকের অভ্যাসে পরিণত হয়, তবে জীবন থেকে সাফল্য হারিয়ে যাবে।”

একদিন কৃষক ছেলেকে নিয়ে মাঠে গেল। সকালের রোদ উঠতে না উঠতেই পাখিরা ডানায় খাবার নিয়ে বাসায় ফিরে এল। কৃষক বলল—
“দেখছো? তারা সকালেই পরিশ্রম করে, তাই সারাদিন নিশ্চিন্ত থাকে।”

ছেলেটি সেই দিন থেকে আর দেরি করে না উঠল। সে বুঝল— সময়মতো পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।

29/08/2025

আলহামদুলিল্লাহ
সবাইকে জুম্মা মোবারক।
গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর ।

🌸 ছোট শিক্ষণীয় গল্প 🌸একটি ছোট ছেলে নদীর ধারে খেলছিল। হঠাৎ সে দেখল একটি পাখি পানিতে পড়ে গেছে। ছেলেটি দৌড়ে গিয়ে হাত বাড়...
28/08/2025

🌸 ছোট শিক্ষণীয় গল্প 🌸

একটি ছোট ছেলে নদীর ধারে খেলছিল। হঠাৎ সে দেখল একটি পাখি পানিতে পড়ে গেছে। ছেলেটি দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে পাখিটিকে তুলে আনে। পাখিটি ভিজে কাঁপছিল। সে নিজের জামা দিয়ে পাখিটাকে মুছে দিল, তারপর রোদে বসিয়ে রাখল। কিছুক্ষণ পর পাখিটি আবার উড়ে গেল।

লোকজন এই দৃশ্য দেখে বলল –
“তুমি তো ছোট, তবুও কেন এত কষ্ট করলে?”

ছেলেটি হেসে উত্তর দিল –
“আমি যদি না করি, তবে হয়তো আর কেউ করবে না।”

---

🕊️ শিক্ষা:

মানুষের প্রতি ছোট্ট একটি দয়া, হয়তো তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। 🌿

27/08/2025

Bolen

শুভ সকাল। আজকের সকাল হোক হৃদয়ে শান্তি, কর্মে সফলতা আর জীবনে অফুরন্ত বরকতের বার্তা।
27/08/2025

শুভ সকাল।
আজকের সকাল হোক হৃদয়ে শান্তি, কর্মে সফলতা আর জীবনে অফুরন্ত বরকতের বার্তা।

শুভ সকাল। ❤️
26/08/2025

শুভ সকাল।
❤️

দানশীলতার মূল্য 🌿একবার এক দরিদ্র ছেলে ক্ষুধার্ত অবস্থায় বাজারে ঘুরছিল। অনেক দোকানে গেল, কিন্তু কারো কাছে খাবার চাইতে তা...
25/08/2025

দানশীলতার মূল্য 🌿

একবার এক দরিদ্র ছেলে ক্ষুধার্ত অবস্থায় বাজারে ঘুরছিল। অনেক দোকানে গেল, কিন্তু কারো কাছে খাবার চাইতে তার লজ্জা হচ্ছিল। অবশেষে সাহস করে এক দোকানে ঢুকে বলল—
“ভাই, আমার কাছে টাকা নেই… এক টুকরো রুটি কি দিতে পারবেন?”

দোকানদার হাসিমুখে বললেন—
“তুমি তো আমার ভাই, টাকা লাগবে কেন? আল্লাহর নামে নাও।”

ছেলেটি কৃতজ্ঞ চোখে রুটি নিয়ে চলে গেল।
কয়েক বছর পর সেই দোকানদার গুরুতর অসুস্থ হলেন। অনেক টাকা খরচ করেও ডাক্তাররা তাকে সুস্থ করতে পারছিলেন না। তখন এক নামী ডাক্তার এসে তার চিকিৎসা করলেন এবং আল্লাহর রহমতে তিনি সুস্থ হলেন।

চিকিৎসার শেষে যখন বিল দেয়া হলো, দোকানদার অবাক হয়ে দেখলেন— বিলের নিচে লেখা আছে:
“আপনার চিকিৎসার খরচ বহু বছর আগেই শোধ হয়ে গেছে… এক টুকরো রুটির মাধ্যমে।”

কারণ সেই ডাক্তার আর কেউ নন, সেই ছোট্ট দরিদ্র ছেলেটিই ছিল।

✨ শিক্ষা:
কখনো কোনো ভালো কাজকে ছোট ভেবে অবহেলা করো না। একটি ছোট দান বা একটি হাসি হয়তো একদিন অমূল্য পুরস্কার হয়ে তোমার কাছে ফিরে আসবে।

🌸 শুভ সকাল 🌸আজকের সকালটা হোক আপনার জীবনের জন্য রহমত, বরকত আর সুখের আলোয় ভরপুর। আল্লাহ্‌ আপনার প্রতিটি পদক্ষেপে দিন বৃদ্...
25/08/2025

🌸 শুভ সকাল 🌸
আজকের সকালটা হোক আপনার জীবনের জন্য রহমত, বরকত আর সুখের আলোয় ভরপুর। আল্লাহ্‌ আপনার প্রতিটি পদক্ষেপে দিন বৃদ্ধি করুন কল্যাণ আর শান্তির ছোঁয়ায়। 🤲✨

24/08/2025

শুভ সকাল।

Address

Bakergonj
Barishal
7431

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Jarin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Jarin:

Share