25/08/2025
দানশীলতার মূল্য 🌿
একবার এক দরিদ্র ছেলে ক্ষুধার্ত অবস্থায় বাজারে ঘুরছিল। অনেক দোকানে গেল, কিন্তু কারো কাছে খাবার চাইতে তার লজ্জা হচ্ছিল। অবশেষে সাহস করে এক দোকানে ঢুকে বলল—
“ভাই, আমার কাছে টাকা নেই… এক টুকরো রুটি কি দিতে পারবেন?”
দোকানদার হাসিমুখে বললেন—
“তুমি তো আমার ভাই, টাকা লাগবে কেন? আল্লাহর নামে নাও।”
ছেলেটি কৃতজ্ঞ চোখে রুটি নিয়ে চলে গেল।
কয়েক বছর পর সেই দোকানদার গুরুতর অসুস্থ হলেন। অনেক টাকা খরচ করেও ডাক্তাররা তাকে সুস্থ করতে পারছিলেন না। তখন এক নামী ডাক্তার এসে তার চিকিৎসা করলেন এবং আল্লাহর রহমতে তিনি সুস্থ হলেন।
চিকিৎসার শেষে যখন বিল দেয়া হলো, দোকানদার অবাক হয়ে দেখলেন— বিলের নিচে লেখা আছে:
“আপনার চিকিৎসার খরচ বহু বছর আগেই শোধ হয়ে গেছে… এক টুকরো রুটির মাধ্যমে।”
কারণ সেই ডাক্তার আর কেউ নন, সেই ছোট্ট দরিদ্র ছেলেটিই ছিল।
✨ শিক্ষা:
কখনো কোনো ভালো কাজকে ছোট ভেবে অবহেলা করো না। একটি ছোট দান বা একটি হাসি হয়তো একদিন অমূল্য পুরস্কার হয়ে তোমার কাছে ফিরে আসবে।