Md niaz shahriar Sunan

Md niaz shahriar Sunan From pixels to people – I create to inspire.��

28/08/2025

19/08/2025
আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন...
16/08/2025

আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন "তুমি কি সত‍্যিই কিছু চু/রি করেছিলে? রুটি- চিজের কোনো প‍্যাকেট?"

মাথা নিচু করে ছেলেটি উত্তর দিলো - "হ‍্যাঁ"।

বিচারক- কেনো চু/রি করলে?

বালক- আমার প্রয়োজন ছিলো।

বিচারক- কিনে নিতে পারতে।

বালক- টাকা ছিলো না।

বিচারক- পরিবার থেকে নিলেই হতো।

বালক- আমার বাড়িতে শুধু মা আছেন। মা অসুস্থ, কর্মহীন। মায়ের জন‍্যই রুটি চিজ চু/রি করেছিলাম।

বিচারক- তুমি কোনো কাজ করো না?

বালক- গাড়ি ধোওয়ার কাজ করতাম। মাকে সেবা করার জন‍্য একদিন ছুটি নিয়েছিলাম। তাই আমার কাজ চলে গেলো।

বিচারক- কারও কাছে সাহায্য চাওনি?

বালক- সকালে বাড়ি থেকে বেরিয়েছি। একটা কাজের জন‍্য প্রায় পঞ্চাশ জনের কাছে গিয়েছি। সবশেষে এই চূড়ান্ত পথটাই নিতে হলো।

ছেলেটির সাথে কথাবার্তার শেষে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বললেন- "চুরি, বিশেষ করে রুটি চুরি একটি অত‍্যন্ত লজ্জাজনক অপরাধ। আর এই অপরাধের জন‍্য আমরা সবাই দায়ী। এই আদালতে উপস্থিত প্রত‍্যেকে, আপনাদের মধ‍্যে আমিও আছি, এই অপরাধের সাথে যুক্ত। তাই এখানে উপস্থিত প্রত‍্যেক ব‍্যক্তিকে দশ ডলার করে জরিমানা করা হলো। দশ ডলার এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না।"

এই বলে বিচারক তার পকেট থেকে দশ ডলার বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন- এ ছাড়াও যে দোকান ক্ষুধার্ত ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই দোকানকেও আমি এক হাজার ডলার জরিমানা দিতে আদেশ করছি। জরিমানার টাকা যদি চব্বিশ ঘণ্টার মধ‍্যে জমা দেওয়া না হয়, আদালত দোকানটিকে সিল করে দিতে নির্দেশ দেবে। জরিমানার সমস্ত টাকা এই ছেলেটির হাতে তুলে দিয়ে আদালত তার কাছে ক্ষমা প্রার্থনা করবে।

বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত সকলের চোখে পানি। ছেলেটিও একেবারে বাকরুদ্ধ। বিচারককে সে বারবার দেখছিলো। চোখের পানি লুকিয়ে বিচারক আদালত ত‍্যাগ করলেন।

আমাদের সমাজ, প্রশাসনিক ব‍্যবস্থা, আদালত এমন সিদ্ধান্ত নিতে কি প্রস্তুত? রুটি চুরি করতে গিয়ে যদি কোনো ব‍্যক্তি ধরা পড়ে, সেই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত।

এখানে দুটি ছবি দেওয়ার কারন এটাই যে, আমেরিকার ছেলেটি চুরি করার কারণে সেই দেশের জনগণ লজ্জিত হই, আর বাংলাদেশের ছেলেটি নিজের অনুভূতির কথা বলার কারনে মার খাই।

31/07/2025

True words🥰
#ইসলামিক_ওয়াজ

#ইসলামিক_বানী
#হৃদয়ছোঁয়া_ওয়াজ
#দীন_এর_পথে




31/07/2025



31/07/2025

🥰🥰

31/07/2025

🥰🥰🥰mother with his cuties😍



31/07/2025

🥰🥰Mother love



23/07/2025

বুয়েটের স্টুডেন্টরা রিক্সা আবিষ্কার করে আর গ্রামের পোলাপান ল্যাম্বরগিনি আবিষ্কার করে। 🥲

23/07/2025

"একটা প্রাণ বাঁচাতে এগিয়ে এলো মানুষটা… এটাই তো মানবতা ❤️🐤"











আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি বাচ্চাগুলো আজ তাঁরা হয়ে আকাশে চলে গেছে😊✨
22/07/2025

আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি বাচ্চাগুলো আজ তাঁরা হয়ে আকাশে চলে গেছে😊✨

Address

Jhalakati Sadar
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md niaz shahriar Sunan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share