15/10/2025
বিয়ে জীবনের এক নতুন দিগন্ত। আর প্রথম দুটো বছর? ওটা তো পুরোই ম্যাজিকাল! এই সময়ে প্রতিটি মেয়ের মনে কিছু বিশেষ আকাঙ্ক্ষা থাকে।
দুজনে হাতে হাত রেখে নির্দ্বিধায় ঘোরা, একসাথে বসে খুনসুটি করতে করতে এক পাতে খাওয়া, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়া ট্যুর—এই প্রতিটি মুহূর্তে দুজন শুধু দুজনকে চাই। এই সময়ে ভালোবাসার প্রতিটি 'চাওয়া'ই যেন গভীর থেকে গভীরতর হয়। জীবনের ছোট ছোট 'প্রথম' অভিজ্ঞতাগুলো তখন ভালোবাসার রঙে রাঙানো থাকে।
কিন্তু... একটা সত্যি কথা বলি, যা হয়তো অনেকেই স্বীকার করতে চান না:
এই আকাঙ্ক্ষা, এই তীব্র চাওয়া-পাওয়ার মুহূর্তগুলো চিরস্থায়ী নয়।🙃
সংসার জীবন যখন অভ্যাসে পরিণত হয়, দায়িত্বের পাহাড় যখন বাড়তে থাকে, তখন জীবনের এই মিষ্টি মুহূর্তগুলো, এই অবাধ সঙ্গের চাহিদাগুলো যেন কোথাও একটা গিয়ে ফিকে হয়ে যায়। জীবনের স্রোতে দু-একটা বছর পেরোতেই সেই ‘স্পেশাল’ চাহিদাগুলো কমতে থাকে, আকাঙ্ক্ষাগুলো ফুরিয়ে যায়। ব্যস্ততা আর একঘেয়েমি গ্রাস করে নেয় ভালোবাসার সেই তাগিদটাকে।
তাই, যারা এই সদ্য শুরু করা ইনিংসটা খেলছেন—তাদের বলছি, সময় থাকতে উপভোগ করুন!
এই যে একে অপরের প্রতি প্রতিটি মুহূর্তের টান, এই যে একসঙ্গে থাকার জন্য ব্যাকুলতা—এগুলো অমূল্য। এই দিনগুলো, এই মিষ্টি আবদারগুলো জমিয়ে রাখুন। কারণ, পরে হয়তো চাইলেও এই নিখাদ আকাঙ্ক্ষার মুহূর্তগুলো আর ফিরে পাবেন না, তখন শুধু স্মৃতিগুলোই সঙ্গী হবে।
সময় বয়ে যায়, ভালোবাসা হয়তো থাকে, কিন্তু সেই প্রথম দিকের পাগলপারা চাওয়াগুলো ফুরিয়ে যায়। তাই প্রতিটি মুহূর্ত বাঁচুন, মন ভরে ভালোবাসুন। ❤️