13/09/2024
লড়াই কিংবা যুদ্ধের নেশা,সবচেয়ে বড় নেশা!
মৃত্যুতো সেখানে জাস্ট ছেলেখেলা!
আরশের ছায়াই এখানের সর্বোচ্চ লক্ষ্য!
অনেক মিস করি সেই বারুদ আর টিয়ার শেলের গন্ধকে,
মিস করি, রক্ত মাখা সেই প্রতিবাদী কিশোরের অগ্নিচক্ষুকে,
মিস করি, ইট কুড়িয়ে নিয়ে আসা সেই শিশুকে,
মিস করি, ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করতে থাকা সেই বোনকে,
মিস করি, রক্তাক্ত ভাইকে নিয়ে হাসপাতালে ছুটে চলা
সেই রিক্সাওয়ালাকে,
মিস করি, পানির জগ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ লোকটিকে,
এবং মিস করি, সেই স্লোগানকে "তুমি কে, আমি কে" .........