Noman & on

Noman & on Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noman & on, Video Creator, Onlyne, Barishal.
(2)

22/09/2025

হানিয়া আমির প্রগ্রামে
এ্যাটেন্ট করার জন্য, তানভির অ স্র * পা * চা* র
করে বি*চি বেচে টিকেট কিনেছে🌼

22/09/2025

ফিলিস্তিনের স্বীকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখ্যোর ঘোষণার সমর্থনে আজকে ত্যুর আইফেলকে আলোকসজ্জিত করা হয়।

ফিলিস্তিন জিন্দাবাদ


20/09/2025

চলতি মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে লাইফ গার্ডের সেবা বন্ধ হয়ে যাচ্ছে।এতে করে লাখ লাখ পর্যটক এখন ঝুঁকি নিয়ে সমুদ্রে নামবে।একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পরিচালিত এই সেবার মেয়াদ চলতি মাসে শেষ হতে যাচ্ছে।
উল্লেখ্য গত ১২ বছরে ২৭ জন লাইফগার্ডের সেবকরা সৈকতে ভেসে যাওয়া প্রায় ৮০৭ জন পর্যটককে প্রাণে বাঁচিয়েছে।কর্তৃপক্ষের উচিত সমুদ্রের নিরাপত্তা রক্ষার্থে তাদের যেকোনোভাবে উক্ত কাজে বেতন দিয়ে হলেও যুক্ত রাখা।

20/09/2025

গুলিস্থান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেট বসে। প্রথম যখন দেখেছিলাম তখন অবাক না হয়ে পারি নি। বিস্ময়কর বিষয়।সেখানে মেয়ে বা বাচ্চাদেরদের পুরাতন জুতা নাই/বিক্রয়ও হয় না।

এক দোকানীর সাথে এই ব্যাপারে কথা বললাম, দোকানী বললো " মামা মেয়েদের বা বাচ্চাদের পুরাতন জুতা বিক্রি করলে কে কিনবে.?
আপনিকি কিনবেন কখনো? কোন স্বামী বা বাবা নিজে পুরাতন জুতা কিনে পরলেও নিজের স্ত্রী-সন্তানের জন্য কোন দিন পুরাতন জুতা কিনবে না, কেনা পছন্দ করবে না। অনেক স্বামী ও বাবাকে নিজের জন্য পুরাতন জামা-কাপড় কিনতে দেখেছি কিন্তু স্ত্রী-সন্তানদের জন্য পুরাতন জামা-কাপড় ও জুতা কিনতে দেখিনি কখনো।

ভেবে দেখলাম কথা সত্য, স্ত্রী ও সন্তানরা হয়তো এভাবে কোনোদিন ভাববেও না🙂
পুরুষ পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে রাতদিন খেটে যায়, সেই পুরুষই দিনশেষে কি পায়?

18/09/2025

দুইটি সন্তান নিয়ে অজানা এক গন্তব্যে

17/09/2025

জীবনে যদি শান্তি চান, এটা মেনে নিতে শেখেন যে লোকে ভুল বুঝবেই।আপনি ঠিক আর সে ভুল এটা প্রমানে ব‍্যস্ত হবেন না। ভুল হলে সংশোধন করেন, সঠিক হলে চিল করেন। সবার সাথে তর্ক করবেন না, এটাই মেন্টাল peace.

15/09/2025

😊🙂

14/09/2025

ব্যাংক তখনই আপনাকে ২০ লাখ টাকা লোন দিবে যখন আপনার কাছে৪০ লাখ টাকার সম্পদ থাকে।বন্ধু আপনাকে তখনই ৫০ হাজার টাকার ধার দিতে চাইবে যখন আপনার পকেটে ২ লাখ টাকার ক্রডিট কার্ড থাকে। আত্নীয় স্বজন তখনই আপনার পরিচয় দিবে যখন আপনার অবস্থান তার থেকে বেশি হয়। অফিসের বস তখনই আপনাকে তেলাবে যখনই আপনার কাছে এর চেয়ে বেশি ভালো অফার থাকে। এটাই জগতের নিয়ম এখানে সবাই তেলা মাথায় তেল দিতে পছন্দ করে।কেউ আপনার খোজ নিবে না যতক্ষণ না আপনার অবস্থান তাদের থেকে উপরে অথবা তাদের সমমানের।

সংগ্রহকৃত 🤎

14/09/2025

একদম ❤️

13/09/2025

জাকসু নির্বাচন – ২০২৫
বিজয়ীদের তালিকা, প্যানেল ও প্রাপ্ত ভোট...
সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো!

12/09/2025

ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।

চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—
"আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।"

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।

বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।

৭৫ হাজার টাকা মাত্র ! সারা জীবন তো হার্টের রিং বসানোর কথা শুনেছেন, এবার বাস্তবে দেখুন। তার চেয়েও দামি লাখ টাকার উপর রিং...
12/09/2025

৭৫ হাজার টাকা মাত্র !
সারা জীবন তো হার্টের রিং বসানোর কথা শুনেছেন, এবার বাস্তবে দেখুন। তার চেয়েও দামি লাখ টাকার উপর রিং আছে। তেল চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, অ্যালকোহল, সিগারেট, অনিয়ন্ত্রিত জীবন যাপন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি হার্টের ছোট ছোট রক্তনালী ব্লকের জন্য দায়ী। আমাদের লাইফ স্টাইল এবং ভেজাল যুক্ত খাবারের কারণে বর্তমানে এত পরিমাণ হার্টের রোগী বেড়েছে।

শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক আমাদের এখনো সুস্থ রাখছে।

Address

Onlyne
Barishal

Telephone

+8801610399186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noman & on posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noman & on:

Share

Category