ফুল কন্যা

ফুল কন্যা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফুল কন্যা, Digital creator, Barishal.
(32)

তুরতুর এর মা 😽
তুরতুর-দ্যা চোরা সামসু
Afsana's Lifestyle

turtur's You Tube channel -https://www.youtube.com/@%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA

🥺
07/07/2025

🥺

সুন্দর ❤️
07/07/2025

সুন্দর ❤️

নরমাল চানাচুর আমাকে মানায় না, আমার জন্য চানাচুরের বিরিয়ানি নিয়ে আসো। 😒
07/07/2025

নরমাল চানাচুর আমাকে মানায় না, আমার জন্য চানাচুরের বিরিয়ানি নিয়ে আসো। 😒

এই বিড়ালটিকে ওর মালিক আর পালবে না তাই ওই বাসার কেউ বিড়ালটাকে গাবতলী মাজার রোডের কোনো এক ডাস্টবিনের কাছে ফেলে এসেছে। ওত...
07/07/2025

এই বিড়ালটিকে ওর মালিক আর পালবে না তাই ওই বাসার কেউ বিড়ালটাকে গাবতলী মাজার রোডের কোনো এক ডাস্টবিনের কাছে ফেলে এসেছে। ওতো পালা বিড়াল ছিল রাস্তায় হয়তো টিকতে পারবে না।কেউ যদি দেখে থাকেন দয়া করে জানাবেন অথবা কেউ যদি ওকে নিয়ে থাকেন তাহলে ওর যত্ন করবেন আর আমাকে একটু জানাবেন। ( ওর পেছনের দুই পায়ের মাঝের পেট সাদা রঙের ত্রিভুজ আকারে)
01944355045

এগুলো সামনে কেন আছে? 😭 ওরেহহহহ সুন্দর কিন্তু টাকা নাই ইউনো 😒
07/07/2025

এগুলো সামনে কেন আছে? 😭 ওরেহহহহ সুন্দর কিন্তু টাকা নাই ইউনো 😒

Available 😍

07/07/2025
অ'সুস্থ এই ছোট্ট বাচ্চা বিড়ালটি কু'কুরের কা'মড়ে গুরুতর জ'খম হয়ে ১২টি সেলাই নিতে হয়েছে। এর ওপর চলছে FIP এর জীবন-মরণ যুদ্ধ...
07/07/2025

অ'সুস্থ এই ছোট্ট বাচ্চা বিড়ালটি কু'কুরের কা'মড়ে গুরুতর জ'খম হয়ে ১২টি সেলাই নিতে হয়েছে। এর ওপর চলছে FIP এর জীবন-মরণ যুদ্ধ। বিধবা rescuer মা ১৭টি বিড়াল ও ৬টি কু'কুরের দেখাশোনা করেন। এখন এই বাচ্চাটির চিকিৎসায় প্রয়োজন ৩৪,০০০ টাকা, শুধু GS ভায়ালের জন্য। প্রতিটি ভায়াল ২০০০ টাকা করে।

যদি ৩৪০ জন ১০০ টাকা করে, অথবা ৬৮০ জন মাত্র ৫০ টাকা করে দেন, তাহলে এই প্রাণটা হয়তো বেঁ'চে যেতে পারে।
একজনের জন্য এ খরচ অনেক, কিন্তু আমাদের সবার জন্য সামান্য।
দয়া করে এড়িয়ে যাবেন না, ৫০/১০০ টাকা দিয়েও আপনি একজন অসহায় প্রাণির জীবন বাঁচাতে পারেন।

📍 সহায়তার বিকাশ নম্বর: 01735484259

🕊️ আল্লাহ যেন যারা সাহায্য করবেন, তাদের রিজিকে বরকত দেন এবং ক'ষ্টগুলো সহজ করে দেন। আমিন।

07/07/2025

হা'ইগা হোছে না ,
সে আবার হাদিস শুনায় মানুষ কে।
কু'কুর নিয়া যতো হাদিস এরা জানে। মনে হয় এক এক জন আলেম।
সোজা কথা আমি পা'প করলেও শা'স্তি আমি পাবো।
কিছু মা'থা ফুলা গ'জাল পারে কমেন্ট এ এসে রচনা লিখতে।
পোস্ট না পরেই কিছু মানুষ কমেন্ট করে।

06/07/2025

আমাদের উচিত রাত না জাগা আর মোবাইল ফোন খুব কম ব্যবহার করা🙂

First of all, please don’t get angry react❤️‍🩹পেইজে খোলার পর আপনার  শ'ত্রু হুদাই হবে। এই পোলারে আমি চিনি না জানি না দেখে...
06/07/2025

First of all, please don’t get angry react❤️‍🩹
পেইজে খোলার পর আপনার শ'ত্রু হুদাই হবে।
এই পোলারে আমি চিনি না জানি না দেখেন কিভাবে মেসেজ করছে।
মনে হইতেছে আমি ওর চিরো  শ'ত্রু। 🙂
আপনারা তো বলেন আপু ইগনোর করেন হ্যা করি দিনে অনেক বার করি কিন্তু এগুলা কি ??
আমি সত্যি ঝা'মেলা পছন্দ করি না নাহলে ওরে থানা পযন্ত আমি আনতাম।
সব কথায় কু'কুর টানে এরা অথচ কু'কুর এর মতো তোরা ভালো হইতে পারবি?

দয়া করে ‘কু'কুর না'পাক, পালবেন না’ — এসব উপদেশ দেয়া বন্ধ করুন।কারো প্রতি দয়া দেখানো গু'নাহ না, বরং এটা ইবাদত।আর আমার কাজ...
06/07/2025

দয়া করে ‘কু'কুর না'পাক, পালবেন না’ — এসব উপদেশ দেয়া বন্ধ করুন।
কারো প্রতি দয়া দেখানো গু'নাহ না, বরং এটা ইবাদত।
আর আমার কাজে নাক গলাবেন না — আমি আপনাদের নয়, আল্লাহর কাছে জবাবদিহি করবো।🙂

আমি একজন মুসলিম মেয়ে। কুকুরকে খাওয়াতে পারবো কি পারবো না—তা আপনাদের কাছে কৈফিয়ত দিবো না। (Dedicated to those who question my kindness)

আমি শুধু আমার বিবেক, শিক্ষা আর ধর্ম থেকে যা শিখেছি, সেটাই পালন করি।😒
ইসলাম আমাকে নি'ষ্ঠুর হতে শেখায়নি।
বরং শেখায়—“প্রতিটি জীবের প্রতি দয়া করা ইবাদত।”
(সহীহ বুখারী)

একজন মুসলিম নারী হয়ে আমি কু'কুর ঘরে নিচ্ছি না, নামাজের জায়গায় রাখছি না।
আমি শুধু ওদের ক্ষুধা দেখে মুখ ফিরিয়ে নিচ্ছি না।
আপনারা ই শুধু খাবেন আর ওরা? ওদের কি ক্ষুধা নাই?
এটা দয়া, এটা দায়িত্ব, এটা ইবাদতেরই অংশ।❤️

📌 আপনারা সমালোচনাও করতে পারেন।
আমি জানি আমি কী করছি, কেন করছি, আর আল্লাহর কাছে জবাবদিহির জন্যই যথেষ্ট চেষ্টা করছি।
আমার কাজ যদি একটা বোবা প্রাণির ক্ষুধা নিবারণ হয়, তাহলে আমি কোনো ভু'ল করছি না—বরং আমি চেষ্টা করছি মানুষ থাকতে।

বিড়াল হচ্ছে একমাত্র প্রাণী, যাকে আদর করতে গেলে সে ভাববে তুমি ওর চাকর!
06/07/2025

বিড়াল হচ্ছে একমাত্র প্রাণী, যাকে আদর করতে গেলে সে ভাববে তুমি ওর চাকর!

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফুল কন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share