10/04/2024
আপনি কি জানেন,,,,?
“সূর্য” ডুবার পর কোথায় যায়?
রাসূল সাঃ, সূর্য অস্ত যাওয়ার সময় আবু যর গিফারি (রা:) কে বললেনঃ তুমি কি জানো, সূর্য ডুবার পর কোথায় যায়? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) তা ভালো জানেন। তিনি বললেনঃ তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর অচিরেই এমন দিন আসবে যেদিন সেজদা করবে কবুল হবে না, ও অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেয়া হবে না।
তাকে বলা হবে যে পথে এসেছ সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম আকাশে উদিত হবে তখনই ঘনিয়ে আসবে কেয়ামত। তখন থেকে আর দোয়া কবুল হবে না। সহীহ বুখারী (২৯৭১)।