Mostakim Rehan

Mostakim Rehan ❥─🦋༄࿐
༆আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, নবী ছাড়া কোন নেতা নাই,কোরআন ছাড়া কোন কিতাব নাই༆
___🦋🖤🥀___

10/04/2024

আপনি কি জানেন,,,,?

“সূর্য” ডুবার পর কোথায় যায়?

রাসূল সাঃ, সূর্য অস্ত যাওয়ার সময় আবু যর গিফারি (রা:) কে বললেনঃ তুমি কি জানো, সূর্য ডুবার পর কোথায় যায়? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) তা ভালো জানেন। তিনি বললেনঃ তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর অচিরেই এমন দিন আসবে যেদিন সেজদা করবে কবুল হবে না, ও অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেয়া হবে না।

তাকে বলা হবে যে পথে এসেছ সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম আকাশে উদিত হবে তখনই ঘনিয়ে আসবে কেয়ামত। তখন থেকে আর দোয়া কবুল হবে না। সহীহ বুখারী (২৯৭১)।

09/04/2024

“যারা সবসময় ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়”। ”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

Follow: Mostakim Rehan

08/04/2024

“হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

07/04/2024

“রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

07/04/2024

“কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো”[সহীহ্ মুসলিম- ১৯৬]

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

07/04/2024

“রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো, হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন।”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

07/04/2024

“তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির কর, কারণ হাশরের দিন ঐ রাস্তা তোমার নামে সাক্ষী দিবে”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

06/04/2024

“কাউকে ভাল উপহার দিতে চান ? তাহলে তার জন্য গোপনে দোয়া করে দিন,কারন দোয়াই হচ্ছে সবচেয়ে দামি ও ভাল উপহার। কেননা,যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে,ফেরেস্তারা তার জন্য দোয়া করে, অতএব, দোয়ার এত বেশি শক্তি ও পাওয়ার যে তা বান্দার তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে, কারন দোয়া ব্যতীত ভাগ্য পরিবর্তন হয় না, (তিরমিজি -2139)”

____ হযরত দাউদ (আ.)

06/04/2024

“যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে আল্লাহ হেদায়েত দান করেন, তাহলে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়ে উত্তম”

__[আবু দাউদ: ৩৬৬১]

05/04/2024

“লাশবাহী গাড়িটা জানে কত দাপটবান, কত প্রভাবশালী, কত অর্থওয়ালা মানুষ তার গাড়িতে উঠেছে‌। যে নরম গদি ছাড়া কখনো শোয়নি তাকেও লাশবাহী গাড়ির ঐ শক্ত বিছানায় শুয়ে যেতে হয়েছে মাটির স্থায়ী বাড়িটিতে। তবুও মানুষের কত অহংকার হায় আফসোস। ”

05/04/2024

“বেশি চিন্তা করবেন না আল্লাহ জানেন যে, আপনি কি চান? এবং আপনার হৃদয় কি চাই? ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দেবেই ইনশাল্লাহ”। ”

05/04/2024

“এই সমগ্র পৃথিবীতে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখুন কারণ এই পৃথিবীতে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি আর কেউ হন না”

Address

Barishal

Telephone

+8801319843877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mostakim Rehan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostakim Rehan:

Share