Nipa Moni

Nipa Moni Simple Girl পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম

জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।।🤍🥀
(5)

শুভ সকাল
24/09/2025

শুভ সকাল

24/09/2025

সবাই কেমন আছো ❤️

23/09/2025

যখন জীবন তোমাকে একা করে দেয়, তখন এটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তলতে সাহায্য করে। একাকীত্বই তোমাকে প্রকৃত সাহসী বানায়।

23/09/2025

আজকে আমর মন ভালো নেই 😉

আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে, আমার হাসি, আনন্দ, ভালোবাসা, বিশ্বাস, আগে তো একাকিত্ব দেখে ভয় লাগতো, এখন তো মনে হয়, এ...
23/09/2025

আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে, আমার হাসি, আনন্দ, ভালোবাসা, বিশ্বাস, আগে তো একাকিত্ব দেখে ভয় লাগতো, এখন তো মনে হয়, একাকিত্বের মধ্যেই শান্তি.!

23/09/2025

অন্যের সঙ্গ হারানোর ভয় পেয়ে যদি নিজের সঙ্গ হারিয়ে ফেলো, তাহলে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে ফেলবে।

একাকীত্ব হলো সেই সঙ্গ যা কখনো হারায় না।🥀💔

23/09/2025

থাকলে কাছে কে আর বোঝে কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে

23/09/2025

যে মানুষটি আপনার ছিল এবং আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে সেই মানুষটাকে ভুলা খুব কষ্টকর, কিন্তু তার চেয়েও অধিকতর কষ্ট হয়, যখন কোন মানুষ আপনার জীবনকে পরিবর্তন করে দিযেছে কিন্তু কখনই সে মানুষটি আপনার ছিল না...।

Good morning
23/09/2025

Good morning

জীবন নিয়ে আর কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ 🤍❤️
22/09/2025

জীবন নিয়ে আর কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ 🤍❤️

22/09/2025

কেনো মন থেকে হেরে যাই আমরা বার বার? কেনো পারিনা সাহস দেখাতে ঘুরে দাঁড়াবার?

কেনো মেরিট লিস্ট টাই হয়ে ওঠে জীবনের মাপকাঠি? ব্যর্থতা কি হতে পারেনা সফলতার চাবিকাঠি?

জীবন মানে যে যুদ্ধ সেটা তো আমরা জেনে গেছি। এমনকি বার্থ সার্টিফিকেট নিতেও এক সময় আমরা লাইনে দাঁড়িয়েছি।

কেনো জীবন শুরু হবার আগেই আমরা হার মেনে নেই?

আত্মহত্যা যে কোনো সলিউশন নয় আমরা বার বার ভুলে যাই।

সেই মা কে জিজ্ঞেস করো যে তোমায় জন্ম দিয়েছিল। তোমার মৃত্যুর পর সে কতটা ভেঙে পরেছিল।

তুমি ভাবলে সবকিছু থেকে মুক্তি পেয়ে গেলে। ভেবেছ কখনও তোমার ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি রেখে গেলে?

এক রাশ বুক ভরা কান্না আর যন্ত্রণা কখনও তোমায় ছুঁতে না পারার।

আর একটু পারলেন লড়তে, পারলেনা আর একটু সাহস দেখাবার?

তুমি নিস্তব্দতা কে বেছে নিলে, হার মেনে নিলে জীবনের কাছে।

এভাবেই প্রতিটা দিন হাজারো উজ্জ্বল নক্ষত্র এই পৃথিবীর বুক থেকে খসে পড়ে যাচ্ছে।🥀💔

22/09/2025

ব্যস্ততার মুখোশ পরে যারা এড়ায় নজর, দেয় অজুহাত; তারাই এসে আগ বাড়িয়ে আওয়াজ তোলে 'সঙ্গ' দেওয়ার!

বুঝি ওরা সময় খোঁজে উঠতি হাওয়ায় গা ভাসাবার, যাতে প্রশ্ন এলেই বলতে পারে,

"কই ফিরেছি, দিলেম তো হাত!"

তারাই আবার ক'দিন বাদে ফিরবে আপন মুখোশ পরে, ঠিক যেভাবে একঘেয়েমি ডিপ্রেশন হঠাৎ করে' হামলা করে।

এসব এখন বুঝবে না কেউ, বোঝার মতো কথাও এ নয়; শুধু খুশমেজাজে ধৈর্য্য রেখো, যাতে নিজের জন্যও সময় রয়।😌

Address

Barishal
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share