
31/05/2025
আলহামদুলিল্লাহ!
জীবনের ৫টি বছর আমরা একসাথে কাটালাম — শুধু ভালোবাসায় নয়, বরং দ্বীনের পথে একে অপরকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। এই বন্ধন কেবল দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও হোক — এটাই আমাদের চাওয়া।
ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
একটি পরিবার তখনই পরিপূর্ণ হয়, যখন সেখানে থাকে তাকওয়া, সবর, ও পরস্পরের প্রতি খালেস ভালোবাসা।
৫ম বিবাহবার্ষিকীতে মহান আল্লাহর কাছে দোয়া করি —
যেন আমাদের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও রুহানিয়াতের বন্ধন আরও দৃঢ় হয়।
যেন আমরা একে অপরের জান্নাতের সফরসঙ্গী হতে পারি।
যারা আমাদের ভালোবাসা ও দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
আপনাদের দোয়া আমাদের জীবনের পথচলায় আলোর দিশা হয়ে উঠুক। 🤍