𝐌𝐨𝐧𝐢𝐫 𝐇𝐨𝐬𝐬𝐞𝐧

𝐌𝐨𝐧𝐢𝐫 𝐇𝐨𝐬𝐬𝐞𝐧 যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।

আলহামদুলিল্লাহ!জীবনের ৫টি বছর আমরা একসাথে কাটালাম — শুধু ভালোবাসায় নয়, বরং দ্বীনের পথে একে অপরকে এগিয়ে নিতে চেষ্টা করেছি...
31/05/2025

আলহামদুলিল্লাহ!
জীবনের ৫টি বছর আমরা একসাথে কাটালাম — শুধু ভালোবাসায় নয়, বরং দ্বীনের পথে একে অপরকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। এই বন্ধন কেবল দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও হোক — এটাই আমাদের চাওয়া।

ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
একটি পরিবার তখনই পরিপূর্ণ হয়, যখন সেখানে থাকে তাকওয়া, সবর, ও পরস্পরের প্রতি খালেস ভালোবাসা।

৫ম বিবাহবার্ষিকীতে মহান আল্লাহর কাছে দোয়া করি —
যেন আমাদের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও রুহানিয়াতের বন্ধন আরও দৃঢ় হয়।
যেন আমরা একে অপরের জান্নাতের সফরসঙ্গী হতে পারি।

যারা আমাদের ভালোবাসা ও দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
আপনাদের দোয়া আমাদের জীবনের পথচলায় আলোর দিশা হয়ে উঠুক। 🤍

14/05/2025

উরন্ত ফানুস আর বহুরূপী মানুষ দুটোর শুরুতে আনন্দ কিন্তু শেষটা আতঙ্কিত! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‎ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‎💔

06/04/2025

আলহামদুলিল্লাহ!
আল্লাহ একটা জান্নাত দান করেছেন। ❤️

27/02/2025

“মানুষ নয়, সময় বদলায়। কিন্তু সময়ের সাথে বদলে যাওয়া মানুষ আমাদের চোখ খুলে দেয়।”

12/02/2025

কিয়ামতের দিন রাসুলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যাক্তি সে'ই হবে, যে তার প্রতি অধিক দুরুদ পাঠ করেন। —(তিরমিজি)

09/02/2025

রাত যখন গভীর হয় – কেউ ডুবে থাকে পাপে, আর কেউবা তাহাজ্জুদে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফে!!

09/02/2025

যদি অন্ধকারকে ভয় পাও, তাহলে কোরআন পড়ো! একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো দেবে!!

09/02/2025

”আল্লাহর দেওয়া প্রতিটি ভালো বা খারাপ সময় কে তার নিয়ামত হিসাবে দেখুন ! ইনশাআল্লাহ তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন !!“

এক স্বৈরাচার পালাইছে নতুন স্বৈরাচার মাথা চারা দিচ্ছে।
08/02/2025

এক স্বৈরাচার পালাইছে নতুন স্বৈরাচার মাথা চারা দিচ্ছে।

08/02/2025

নামাজ শুধু পরকালে মুক্তি দেয় না, নামাজ ইহকালেও ভরপুর করে দেয়! নামাজে শরীর সুস্থ থাকে রিজিকও বাড়ে! বিপদ দূরীভূত হয় !!

06/02/2025

প্রয়োজনে অনেকের প্রিয়জন হয়েছি, কিন্তু কাউকে পাশে পাইনি।

06/02/2025

নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা, পৃথিবীর সবচেয়ে জটিল ও সুন্দরতম ক্ষমতা।

Address

Barishal
8161

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐌𝐨𝐧𝐢𝐫 𝐇𝐨𝐬𝐬𝐞𝐧 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share