N.F islamic

N.F islamic কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার প্রত্যয়

08/05/2025
04/05/2025

পীর ভাই কে || Who is the Pir Bhai || মাও. মুহম্মদ রফিকুল্লাহ নেছারাবাদী (বাড়ির হুজুর) ||

প্রখ্যাত আলেমেদ্বীন, হাদীয়ে যামান, মুজাদ্দিদে মিল্লাত, বিশিষ্ট দার্শনিক হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী "কায়েদ ছাহেব হুজুর রহ." এর ১৭ তম ইন্তেকাল বার্ষিকী ঈছালে ছওয়াব ও দোয়া মাহফিলে “মাও. মুহম্মদ রফিকুল্লাহ নেছারাবাদী (বাড়ির হুজুর)” এর প্রদত্ত গুরুত্বপূর্ণ আলোচনা – “পীর ভাই ....

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশেবক্তব্য রাখেন  আমিরুল মুসলিহিন,মুহতারাম নেছারাবাদী হুজুর (মা.জি.আ.)
04/05/2025

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে
বক্তব্য রাখেন আমিরুল মুসলিহিন,
মুহতারাম নেছারাবাদী হুজুর (মা.জি.আ.)

15/09/2024

১২ই রবিউল আউয়াল উপলক্ষে
মাকতাবাতুল কায়েদ সকল বইতে থাকছে অতিরিক্ত ৮% ডিসকাউন্ট
Afaaf
আলিম ২০২১

23/08/2024

যেমন বাংলাদেশ চাই:

☑️সরকারি অফিস-আদালত ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব মুক্ত থাকবে।

☑️সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ-অনুভূতিতে আঘাত করা হবে না।

☑️ভিন্ন মতের কারণে কেউ গুম, খুন বা হয়রানির শিকার হবে না।

☑️আয়না ঘরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না।

☑️সরকারি সেবা পেতে কারো মাধ্যম বা টেলিফোনের প্রয়োজন হবে না।

☑️আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে।

☑️বিচারকার্যে কেউ অন্যায় হস্তক্ষেপ করবে না এবং সবাই ন্যায়বিচার পাবে।

☑️বিচার বিভাগের প্রতি মানুষের সর্বোচ্চ আস্থা তৈরি হবে।

☑️আইনের শাসন থাকবে।

☑️জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য পুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের রিফ্লেকশন হবে।

☑️শিক্ষার নামে কারো ওপর তার ধর্ম ও বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না।

☑️দেশের মানুষের বিশ্বাস ও চেতনা পরিপন্থী বিষয় এবং পশ্চিমা সংস্কৃতি আমদানী করা হবে না।

☑️প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হবে এবং দেশের সকল সেবায় তাদের জন্য বিশেষ প্রায়োরিটি থাকবে।

☑️ বেকারত্ব দূরীকরণে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ দিয়ে উদ্যোক্ত হওয়ার পথ সুগম হবে।

☑️বিনোদন ও সংস্কৃতির নামে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ হবে।

☑️ দাড়ি, টুপি, হিজাব ও ইসলামপন্থীদের প্রতি বৈষম্য ও বিমাতাসুলভ আচরণ দূর হবে।

☑️সংখ্যালঘুরা নিপীড়িত হবে না।

☑️ইসলামপন্থীদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূর হবে।

☑️ইমাম-খতীবদের হক কথা বলার স্বাধীনতা থাকবে।

☑️সকল নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

☑️দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

☑️অধিক মুনাফাখোরী ও মজুতদারী থাকবে না।

☑️নিরাপদ খাদ্য, পানীয় এবং ওষুধ নিশ্চিত হবে।

☑️চিকিৎসার মান উন্নত ও আস্থাশীল হবে।

☑️ছাত্র সংসদ ছাড়া শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিমূলক ছাত্র রাজনীতি থাকবে না।

☑️দুর্নীতি, অনিয়ম এবং খাদ্যে ভেজাল মিশ্রণের শাস্তি হবে সবচেয়ে কঠোর।

☑️বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অপসংস্কৃতি থাকবে না।

☑️পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য ও সিন্ডিকেট দূর হবে।

☑️ঢাকার ট্রাফিক জ্যাম কমে যাবে।

☑️যত্রতত্র বাস স্টপেজ এবং বাস-ট্রাক পার্কিং বন্ধ হবে।

☑️কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবে।

☑️শ্রমিকের প্রতি কোনো অবিচার হবে না।

☑️সব ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ হবে।

☑️গুণ্ডামি ও পেশি শক্তির প্রদর্শনী দেখতে হবে না।

☑️চাটুকারিতার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরণ, ব্যানার, ফেস্টুনে পরিবেশ দূষিত করা হবে না।

23/03/2024

'PHP কোরআনের আলো' এর চেয়ারম্যান
মুহতারাম আবু ইউসুফ সাহেব
আজ বাংলাদেশ সময় সকাল 7:30টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

22/02/2024

নেছারাবাদের বার্ষিক মাহফিল উপলক্ষে মাকতাবাতুল কায়েদের আমাদের সকল বইয়ের স্টল

14/02/2024

Address

Barishal
1000

Alerts

Be the first to know and let us send you an email when N.F islamic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N.F islamic:

Share