24/08/2024
প্রতিদিন সকালে বা'জানের রুটিন হলো,সে নিজে খায় বা না খায় পাখিদের খাবার দিতেই হবে।মাশাআল্লাহ বা'জানের পাখির প্রতি ভালোবাসা সত্যি মুগ্ধ হবার মতো।আল্লাহ্ বা'জান বড় হয়েও যেনো এমনভাবে সকল প্রাণীর প্রতি দয়াবান হয়।
#