08/02/2025
আপনে আমার হইয়া থাইকা যাইবেন কইতে কইতে কহন যে ছাইড়া গেলেন আমি টেরই পাইলাম না। এই একখান ভুল ধারণা লইয়া আমি কতগুলা দিন, মাস, আপনের লগে কাটায় ফেলছি কন তো! এই কঠিন দুনিয়ার বাস্তবতার মঞ্চে আপনে একজন পাক্কা অভিনেতা। আপনে এমন অভিনয় করলেন আমি ধইরাই নিছিলাম আপনে আমারে ভালোবাসেন।
আপনে আমার জীবনে আসার আগে আমি জানতাম না ভালোবাসা দেখতে কেমন; সাদা? কালা? নাকি খয়েরী। তয় আপনেরে পাওনের পর আমি এইডা বুঝছি ভালোবাসা দেহা না গেলেও উপলব্ধি করন যায়। এই যেমন: আপনের লগে এক বেলা কথা না হইলে পরাণ খচখচ করা; আপনেরে দেখবার ইচ্ছা জাগলে বেলা অবেলায় আপনার কাছে ছুইটা যাওয়া;। ভালোবাসা তো এইগুলান-ই। তাই না???
আপনেও তো আমারে কম যতন করেন নাই। রাইতের পর রাইত জাইগা আমার লগে কথা কইতেন। টোল পড়া ঐ গালে সুরেলা কণ্ঠে আমারে কইতেন ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তাইলে সবই কি মিথ্যা আছিল?? এমন কইরাও অভিনয় করন যায়?? ছাইড়াই যহন যাইবেন এমন মিছা ভালোবাসার অভিনয় করলেন ক্যান? ক্যান আমারে এমন ভাইঙ্গা চুইড়া ভালোবাসলেন আপনে? কি দোষ আছিল আমার? আমি কি ধইরা নিমু আপনেরে ভালোবাসাই আমার দোষ আছিল?