SA Roy Apurba

SA Roy Apurba আমি খারাপ কিন্তু ক্ষতিকর নয়।
আমি অযোগ্য কিন্তু প্রতারক নয়।

08/02/2025

আপনে আমার হইয়া থাইকা যাইবেন কইতে কইতে কহন যে ছাইড়া গেলেন আমি টেরই পাইলাম না। এই একখান ভুল ধারণা লইয়া আমি কতগুলা দিন, মাস, আপনের লগে কাটায় ফেলছি কন তো! এই কঠিন দুনিয়ার বাস্তবতার মঞ্চে আপনে একজন পাক্কা অভিনেতা। আপনে এমন অভিনয় করলেন আমি ধইরাই নিছিলাম আপনে আমারে ভালোবাসেন।

আপনে আমার জীবনে আসার আগে আমি জানতাম না ভালোবাসা দেখতে কেমন; সাদা? কালা? নাকি খয়েরী। তয় আপনেরে পাওনের পর আমি এইডা বুঝছি ভালোবাসা দেহা না গেলেও উপলব্ধি করন যায়। এই যেমন: আপনের লগে এক বেলা কথা না হইলে পরাণ খচখচ করা; আপনেরে দেখবার ইচ্ছা জাগলে বেলা অবেলায় আপনার কাছে ছুইটা যাওয়া;। ভালোবাসা তো এইগুলান-ই। তাই না???

আপনেও তো আমারে কম যতন করেন নাই। রাইতের পর রাইত জাইগা আমার লগে কথা কইতেন। টোল পড়া ঐ গালে সুরেলা কণ্ঠে আমারে কইতেন ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তাইলে সবই কি মিথ্যা আছিল?? এমন কইরাও অভিনয় করন যায়?? ছাইড়াই যহন যাইবেন এমন মিছা ভালোবাসার অভিনয় করলেন ক্যান? ক্যান আমারে এমন ভাইঙ্গা চুইড়া ভালোবাসলেন আপনে? কি দোষ আছিল আমার? আমি কি ধইরা নিমু আপনেরে ভালোবাসাই আমার দোষ আছিল?

05/02/2025

আমার বর্তমান অবস্থা ক্লান্ত চোখ, ভারি হৃদয়, আর অতিরিক্ত চিন্তা করা মন নিয়ে রাতে ঘুম আসে না,! বাহিরের থেকে সব কিছু ঠিক মনে হলেও ভিতরে যোদ্ধ চলছে,!

আমার লাইফটা পুরো এলোমেলো, আমি নাহ ফ্যামিলির চিন্তা করতেছি, নাহ নিজের চিন্তা করতেছি, না আমার দ্বারা পড়াশোনা হচ্ছে,।

সারাটা দিন কেমন যেনো ডিপ্রেশনের মাঝেই কেটে যাচ্ছে, না ক্যারিয়ারের জন্য চিন্তা করতেছি, না জীবনে ভালো কিছু কভু এটার জন্য চিন্তা করতেছি, কিছুই হচ্ছে না আমার দ্বারা।

কিছুতেই কেনো যানি আমি মানসিক শান্তি পাচ্ছি না, জীবনটা এমন না হলেও পারতো,,!

04/02/2025

তোমার থেকে তো YouTube এই ভালো অর্ধেক বললেই বুঝতে পারে আমি কি চাই । 😔

03/02/2025

তোমার অভাব!

আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। তোমাকে ভুলতে তো কখনোই পারবো না। কাউকে তোমার জায়গা আমি দিতে পারবো না, তুমি আমার আত্মার একটা অংশ, তোমাকে আমি কিভাবে ভুলে যেতে পারি বলো?

এই স্বার্থপর দুনিয়াতে তুমি আমার না হলেও, তুমি আমায় ভালো না বাসলেও আমি তো তোমাকে ভালোবাসি মায়া করি!

দেহ আত্মা না থাকলে যেমন দেহ টা আর চলে না, ঠিক তেমনি ভাবে আমার অন্তরে তুমি যতদিন থাকবে আমি ততদিন জীবিত, যেদিন খোঁজ পাবে দেহ আত্মা টা তার নেই, সেদিন ভেবে নিবে আমি তোমাকে ভুলে গেছি!

03/05/2024

আমার এমন একটা ঘুম চাই, যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নাই.!′′😥💔

03/05/2024

বিরিয়ানি খাচ্ছি কারণ উচিত কথার ভাত নাই।🙂

02/05/2024

দূর থেকে লিপ কিস "🫦" দিলাম, তুলে নিও ঠোটে!🙂

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when SA Roy Apurba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Roy Apurba:

Share