
23/07/2025
🤲 বদনজর থেকে বাচুন!!!
🔹 বদনজরের লক্ষণ:
✒️হঠাৎ অসুস্থ হওয়া বা দুর্বলতা অনুভব করা
✒️ভালো কিছু হওয়ার পর হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া
✒️বাচ্চাদের মধ্যে কান্নাকাটি বা খাওয়াতে অনীহা
✒️ব্যবসা বা কাজে অস্বাভাবিক ক্ষতি হওয়া ইত্যাদি
📍বদনজরের কিছু হাদিস সংক্রান্তঃ
📜 ১. বদনজর সত্য – সহিহ হাদিস:
রাসুলুল্লাহ (সা.) বলেন:
> "العينُ حقٌّ، ولو كان شيءٌ سابقَ القَدَرِ لسبقتْه العينُ"
বাংলা: “নজর (বদনজর) সত্য, যদি কোনো কিছু তাকদীরকে অগ্রাহ্য করতে পারত, তাহলে তা হতো বদনজর।”
📘 (সহিহ মুসলিম: ২১৮৮)
📜 ২. নজর মানুষের মৃত্যুর কারণও হতে পারে:
হাদিসে এসেছে:
> "أكثرُ مَن يموت من أمتي بعدَ قضاءِ اللهِ وقدَرِه بالعينِ"
বাংলা: “আমার উম্মতের অধিকাংশ লোক তাকদীর অনুযায়ী মৃত্যুবরণ করলেও, তাদের মধ্যে অনেকেই বদনজরের কারণে মারা যায়।”
📘 (তাবরানি; হাদিসটি হাসান হিসাবে বিবেচিত)
📜 ৩. রাসুল (সা.) রুকইয়াহ করতেন:
> كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْمُرُ بِالْعَوْذَاتِ مِنَ الْعَيْنِ
বাংলা: “রাসুলুল্লাহ (সা.) বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য রুকইয়াহ (দোআ) পড়ার নির্দেশ দিতেন।”
📘 (সহিহ বুখারি: ৫৭৩৮)
📜 ৪. বদনজরের বিরুদ্ধে দোআ:
রাসুল (সা.) বলতেন:
> "أعوذُ بكلماتِ اللهِ التاماتِ من كلِّ شيطانٍ وهامَّةٍ ومن كلِّ عينٍ لامَّةٍ"
বাংলা: “আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে সমস্ত শয়তান, বিষাক্ত প্রাণী ও বদনজরের অনিষ্ট থেকে আশ্রয় চাই।”
📘 (সহিহ বুখারি: ৩১২০)
✅ উপসংহার:
বদনজর হাদিস দ্বারা প্রমাণিত একটি সত্য বিষয়। তবে মুসলমানদের উচিত আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত দোআ, রুকইয়াহ ও যিকিরের মাধ্যমে নিজেকে এবং পরিবারের সদস্যদের রক্ষা করা।
🤲 নিয়ত করে সাতদিন পালন করুন, ইনশাআল্লাহ বদনজর কেটে জাবে।
✒️ প্রতিদিন নিচের নিয়মে পানি তৈরি করবেন এবং এই পানি দিয়ে গোসল দিবেন, এই পানি দিয়ে গোসল দেবার সময় সাবান সেম্পু ব্যবহার করা যাবেনা, এই পানি দিয়ে গোসল করার পর চাইলে অন্য পানি দিয়ে গোসল দিতে পারবেন প্লাস সাবান শেম্পু ব্যবহার করতে পারবেন।
✒️ প্রথমে এক বালতি পানি নিন। যদি বাথরুম আর টয়লেট একসঙ্গে হয় তাহলে বালতি বাহিরে নিয়ে এসে দুই হাতের কবজি পযন্ত ডুবিয়ে নিচের এগুলো পাঠ করুন।তবে পানিতে ফোঁ দিতে পারেন আবার নাও পারেন , পরে এই পানি দিয়ে গোসল করুন।নারীদের ক্ষেত্রে পিরিয়ড হলে পানি অন্যজন পড়ে দিবে।
(১) দরুদ শরীফ সাত বার
(২) সুরা ফাতেহা সাতবার
(৩) আয়াতুল কুরসী সাতবার
(৪)সুরা কাফিরুন সাতবার
(৫) সুরা ইখলাস সাতবার
(৬)সুরা ফালাক সাতবার
(৭) সুরা নাস সাতবার
( ৮) পুনরায় দুরুদ শরীফ সাতবার
প্রতিদিন ফজর এবং মাগরিবের পর এই আমল করবে।
(১) সকাল সন্ধা সাতবার।
حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম।
(২)সকাল সন্ধা দশ বার।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।
(৩)সকাল সন্ধা তিনবার
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক ।
(৪) সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধা তিনবার করে পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাথা হতে পায়ের তালু পর্যন্ত মাসেহ করে দেওয়া।
(৫) সকাল সন্ধা তিনবার করে পাঠ করা।
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বিস্মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আ ইস্মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম।
শরীরে তাবিজ থাকলে তাবিজ খুলে নষ্ট করে চিকিৎসা করুন।
চিকিৎসা চলাকালীন গান বাজনা শুনা হতে বিরত থাকুন, ফরজ ইবাদত নারী হলে পর্দা সঠিকভাবে পালন করুন।
প্রতিদিন দুইবার নজরের অডিও শুনুন।
⭕ সদকা জারিয়া হিসেবে সেয়ার করুন, অন্যকেও বদনজর থেকে বাচতে সাহায্য করুন।
#বদনজর #রুকইয়াহ #হিজামা