আল ইখলাস রুকইয়াহ হিজামা সেন্টার বরিশাল

  • Home
  • Bangladesh
  • Barishal
  • আল ইখলাস রুকইয়াহ হিজামা সেন্টার বরিশাল

আল ইখলাস রুকইয়াহ হিজামা সেন্টার বরিশাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল ইখলাস রুকইয়াহ হিজামা সেন্টার বরিশাল, Barishal.
(4)

🤲 বদনজর থেকে বাচুন!!!🔹 বদনজরের লক্ষণ:✒️হঠাৎ অসুস্থ হওয়া বা দুর্বলতা অনুভব করা✒️ভালো কিছু হওয়ার পর হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়...
23/07/2025

🤲 বদনজর থেকে বাচুন!!!

🔹 বদনজরের লক্ষণ:

✒️হঠাৎ অসুস্থ হওয়া বা দুর্বলতা অনুভব করা

✒️ভালো কিছু হওয়ার পর হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া

✒️বাচ্চাদের মধ্যে কান্নাকাটি বা খাওয়াতে অনীহা

✒️ব্যবসা বা কাজে অস্বাভাবিক ক্ষতি হওয়া ইত্যাদি

📍বদনজরের কিছু হাদিস সংক্রান্তঃ

📜 ১. বদনজর সত্য – সহিহ হাদিস:

রাসুলুল্লাহ (সা.) বলেন:

> "العينُ حقٌّ، ولو كان شيءٌ سابقَ القَدَرِ لسبقتْه العينُ"

বাংলা: “নজর (বদনজর) সত্য, যদি কোনো কিছু তাকদীরকে অগ্রাহ্য করতে পারত, তাহলে তা হতো বদনজর।”

📘 (সহিহ মুসলিম: ২১৮৮)

📜 ২. নজর মানুষের মৃত্যুর কারণও হতে পারে:

হাদিসে এসেছে:

> "أكثرُ مَن يموت من أمتي بعدَ قضاءِ اللهِ وقدَرِه بالعينِ"

বাংলা: “আমার উম্মতের অধিকাংশ লোক তাকদীর অনুযায়ী মৃত্যুবরণ করলেও, তাদের মধ্যে অনেকেই বদনজরের কারণে মারা যায়।”

📘 (তাবরানি; হাদিসটি হাসান হিসাবে বিবেচিত)

📜 ৩. রাসুল (সা.) রুকইয়াহ করতেন:

> كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْمُرُ بِالْعَوْذَاتِ مِنَ الْعَيْنِ

বাংলা: “রাসুলুল্লাহ (সা.) বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য রুকইয়াহ (দোআ) পড়ার নির্দেশ দিতেন।”

📘 (সহিহ বুখারি: ৫৭৩৮)

📜 ৪. বদনজরের বিরুদ্ধে দোআ:

রাসুল (সা.) বলতেন:

> "أعوذُ بكلماتِ اللهِ التاماتِ من كلِّ شيطانٍ وهامَّةٍ ومن كلِّ عينٍ لامَّةٍ"

বাংলা: “আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে সমস্ত শয়তান, বিষাক্ত প্রাণী ও বদনজরের অনিষ্ট থেকে আশ্রয় চাই।”

📘 (সহিহ বুখারি: ৩১২০)

✅ উপসংহার:

বদনজর হাদিস দ্বারা প্রমাণিত একটি সত্য বিষয়। তবে মুসলমানদের উচিত আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত দোআ, রুকইয়াহ ও যিকিরের মাধ্যমে নিজেকে এবং পরিবারের সদস্যদের রক্ষা করা।

🤲 নিয়ত করে সাতদিন পালন করুন, ইনশাআল্লাহ বদনজর কেটে জাবে।
✒️ প্রতিদিন নিচের নিয়মে পানি তৈরি করবেন এবং এই পানি দিয়ে গোসল দিবেন, এই পানি দিয়ে গোসল দেবার সময় সাবান সেম্পু ব্যবহার করা যাবেনা, এই পানি দিয়ে গোসল করার পর চাইলে অন্য পানি দিয়ে গোসল দিতে পারবেন প্লাস সাবান শেম্পু ব্যবহার করতে পারবেন।

✒️ প্রথমে এক বালতি পানি নিন। যদি বাথরুম আর টয়লেট একসঙ্গে হয় তাহলে বালতি বাহিরে নিয়ে এসে দুই হাতের কবজি পযন্ত ডুবিয়ে নিচের এগুলো পাঠ করুন।তবে পানিতে ফোঁ দিতে পারেন আবার নাও পারেন , পরে এই পানি দিয়ে গোসল করুন।নারীদের ক্ষেত্রে পিরিয়ড হলে পানি অন্যজন পড়ে দিবে।

(১) দরুদ শরীফ সাত বার
(২) সুরা ফাতেহা সাতবার
(৩) আয়াতুল কুরসী সাতবার
(৪)সুরা কাফিরুন সাতবার
(৫) সুরা ইখলাস সাতবার
(৬)সুরা ফালাক সাতবার
(৭) সুরা নাস সাতবার
( ৮) পুনরায় দুরুদ শরীফ সাতবার

প্রতিদিন ফজর এবং মাগরিবের পর এই আমল করবে।

(১) সকাল সন্ধা সাতবার।
حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম।
(২)সকাল সন্ধা দশ বার।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।
(৩)সকাল সন্ধা তিনবার
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক ।

(৪) সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধা তিনবার করে পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাথা হতে পায়ের তালু পর্যন্ত মাসেহ করে দেওয়া।

(৫) সকাল সন্ধা তিনবার করে পাঠ করা।
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বিস্‌মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আ ইস্‌মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম।

শরীরে তাবিজ থাকলে তাবিজ খুলে নষ্ট করে চিকিৎসা করুন।

চিকিৎসা চলাকালীন গান বাজনা শুনা হতে বিরত থাকুন, ফরজ ইবাদত নারী হলে পর্দা সঠিকভাবে পালন করুন।

প্রতিদিন দুইবার নজরের অডিও শুনুন।

⭕ সদকা জারিয়া হিসেবে সেয়ার করুন, অন্যকেও বদনজর থেকে বাচতে সাহায্য করুন।

#বদনজর #রুকইয়াহ #হিজামা

23/07/2025

যাদু খুঁজে পাওয়ার আমল

অনেক পেশেন্টই জানতে চান যাদু কোথায় আছে!

রসূল ﷺ যখন যাদুতে আক্রান্ত হন, উনি জানতেন না উনার সমস্যা কি বা কারা যাদু করেছে...এরপর উনি আল্লাহ'র কাছে দুআ করতে থাকেন..এরপর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পক্ষ থেকে ২ জন ফেরেশতা স্বপ্নে জানিয়ে দেন যাদু কে করেছে,কিভাবে করেছে এবং কোথায় আছে..

তাই যারা জানতে চান আপনার আসল সমস্যা কি,কোথায় আছে তারা একটা আমল করতে পারেন...আল্লাহ চাইলে স্বপ্নে দেখিয়ে দিবেন।
প্রথমে খালেস দিলে তাওবা করে নিবেন...এরপর রাতে ঘুমানোর সময় ২ রাকাত সালাত আদায় করবেন(সালাতুল হাজত)...প্রথম রাকাতে ফাতিহার সাথে সূরা ফালাক্ব মিলাবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা নাস মিলিয়ে পড়বেন।

সালাত শেষ করে আল্লাহ'র কাছে অন্তর থেকে দুআ করবেন " প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার হামদ পড়বেন এরপর গুণবাচক নাম ধরে ডাকবেন...তারপর এভাবে দুআ করতে পারেন...আল্লাহ আমার সমস্যা গুলো দেখিয়ে দিন,সমস্যা থেকে বের হওয়ার সহজ রাস্তা দেখিয়ে দিন"...পাশাপাশি আপনার আর যা যা প্রয়োজন সেগুলোও বলবেন।

এরপর ফালাক্ব নাস পড়তে পড়তে ঘুমাবেন...আশা করি স্বপ্নে আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ...প্রথম দিন নাও দেখতে পারেন তাই ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করবেন..

(ফালাক্ব এবং নাস দিয়েই সালাত আদায় করতে হবে বিষয়টা এমন না..যেকোনো সূরা পড়লেই হবে..তবে এই ২ সূরার শানে নুযূল যেহেতু যাদু নিয়ে তাই এই দুই সূরা পড়তে বলা)

যারা ফলো করবেন তারা কোন কিছু দেখলে বা আপডেট থাকলে এখানে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ।

সংগৃহীত ©️

23/07/2025

আরো দেন তান্ত্রিকের কাছে নিজের নাম নিজের মায়ের নাম!এক লোক বড় শখ করে নিজের সমস্যা জানার জন্য তান্ত্রিকের কাছে নিজে নাম মায়ের নাম দিছে এখন তান্ত্রিক মোটা অংকের টাকা দাবী করে বসছে নয়তো সে এই নাম ঠিকানায় জ্বিন পাঠিয়ে ক্ষতি করবে!
©️

21/07/2025

মায়েরা! হৃদয় প্রশান্তির বার্তা শোনুন…

আপনার সন্তানের শাহাদাতের সুসংবাদ গ্রহণ করুন।
সবর করুন — সেই প্রতিশ্রুত দিনের অপেক্ষায়,
যেদিন আপনার কলিজার টুকরো ছোট্ট মাসুমটি জান্নাতের দরজায় দাঁড়িয়ে, আপনাদের হাত ধরে জান্নাতে প্রবেশ করাবে।

যেসব নিষ্পাপ শিশু আগুনের লেলিহান শিখায় শহীদ হয়েছে —
জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা আপনার জন্য তাঁর সঙ্গে এক চমৎকার পুনর্মিলনের আয়োজন করে রেখেছেন।

এই দুনিয়া তো ক্ষণিকের সফর মাত্র।
স্থায়ী ঠিকানা — সেই আখিরাত, যেখানে আপনাদের আবার একসাথে করা হবে ইনশাআল্লাহ,
কষ্টহীন, অশ্রুহীন, চিরসুখের জান্নাতে।

"সবর করুন, সুসংবাদ গ্রহণ করুন, এবং জান্নাতে সন্তানদের সঙ্গে মিলনের আশায় দিন কাটান। আল্লাহ কখনো কারও ধৈর্য বৃথা যেতে দেন না।"

20/07/2025

স্বামী-স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না...…!

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিস্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই। দরকার আপনার ভালোবাসার।

জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!

এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?

হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাড়ি ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে।

কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়।

বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘস্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না।

আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন। কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন। উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন।

আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।

সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসাই যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসাই দিয়ে আসুন।

সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না। বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে।

কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময়। এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না।
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে। দেখে না শুধু আপনাকে।

মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়। এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে।

হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা।
আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা। হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো।

হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়। যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন। (সংগ্ৰহকৃত)।

মহান আল্লাহ সত্যই বলেছেন।👇👇৷।اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَا لَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ...
20/07/2025

মহান আল্লাহ সত্যই বলেছেন।👇👇




اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَا لَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ۗ وَا لَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَ

অর্থঃ "যে সব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর পথ হতে (লোকেদেরকে) বাধা দেয়ার জন্য তাদের ধন-সম্পদ ব্যয় করে থাকে, তারা তা ব্যয় করতেই থাকবে, অতঃপর এটাই তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে। পরে তারা পরাজিতও হবে। যারা কুফরী করে তাদেরকে (অবশেষে) জাহান্নামের পানে একত্রিত করা হবে।

সুরা আনফাল, ৩৬

 #বিচ্ছেদের_রুকইয়াহ_কেস_স্টাডি_আপডেট বিবাহ বিচ্ছেদের জাদুর লক্ষণ:১। স্বামী-স্ত্রীর সম্পর্ক হঠাৎ ভালবাসা থেকে শক্রতায় পর...
20/07/2025

#বিচ্ছেদের_রুকইয়াহ_কেস_স্টাডি_আপডেট

বিবাহ বিচ্ছেদের জাদুর লক্ষণ:
১। স্বামী-স্ত্রীর সম্পর্ক হঠাৎ ভালবাসা থেকে শক্রতায় পরিণত হওয়া ।
২। উভয়ের মাঝে সন্দেহপ্রবণতা বেড়ে যাওয়া, একে অপরকে মাত্রাতিরিক্ত সন্দেহ করা।
৩। স্বামী-স্ত্রী উভয়ে বা কোনো একজন তুচ্ছ কারণে অতিরিক্ত রাগ করা। একটুতেই রেগে যাওয়া।
৪। কোনো চিন্তাভাবনা ছাড়াই বা অবচেতন মনে স্বামীর কাছে বারবার তালাক চাওয়া।
৫। উল্লেখযোগ্য ও যৌক্তিক কারণ ছাড়াই একজন অপরকে সহ্য করতে না পারা।
৬। অন্যদের সাথে ভালো ব্যবহার করলেও স্বামী স্ত্রী একেঅপরের সাথে অনিচ্ছা সত্ত্বেও দুর্ব্যবহার করা।
৭। সামান্য বিষয়কে কেন্দ্র করেই অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া এবং ঝগড়াঝাঁটি লেগে যাওয়া।
৮। কেউ কাউকে ছাড় দিতে রাজি না হওয়া।
৯। পরস্পর ক্ষমা না চাওয়া বা ক্ষমা না করা। মনের মধ্যে জেদ পোষে রাখা।
১০। বিয়ের পর স্বাভাবিক থাকলেও বা সুশ্রী হওয়া সত্ত্বেও একজনের কাছে অপরজনকে অসুন্দর লাগা।
১১। একে অপরের সংস্পর্শে আসলেই মাথা ব্যথা করা বা অস্থিরতা লাগা।
১২। স্বামী-স্ত্রীর কেউ ঘরের বাহিরে বা দূরে থাকলে খুব ভালো কিন্তু ঘরে বা কাছে আসলেই উভয়ের বা একজনের মেজাজ খারাপ হয়ে যাওয়া।
১৩। স্বামী-স্ত্রীর নিকট একে অপর জনের প্রত্যেক কৰ্মই অপছন্দ হওয়া।
১৪। স্বামী-স্ত্রীর কারোর অপর পক্ষের বসার স্থানকেও অপছন্দ করা।
১৫। একজন অপরজনের ব্যবহৃত জিনিসপত্রও অপছন্দ লাগা।
১৬। স্বামী-স্ত্রীর হাস্যোজ্জল, প্রাণবন্ত চেহারাকেও একে অপরের কাছে অপছন্দ, গুমরোমুখো বা ভয়ংকর মনে হওয়া।
১৭। স্ত্রীর কাছে স্বামীর কথাবার্তা কিংবা স্বামীর কাছে স্ত্রীর কথাবার্তা সহ্য না হওয়া।
১৮। স্বামী-স্ত্রী উভয়ের বা একজনের একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করতে অনিহা ও ঘৃণা লাগা।
১৯। স্বামী-স্ত্রী উভয়েই বা একজন সহবাসে আনন্দ বা তৃপ্তি না পাওয়া।
২০। কোনো কিছুতে একটু হেরফের হলেই স্ত্রীকে মারধর শুরু করা।
২১। ভালো কথাবার্তা ও সুন্দর আচরণও একেঅপরের কাছে বিরক্তিকর লাগা।
২২। স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসা রয়েছে কিন্তু কাছে আসতেই বিরক্ত লাগা।
২৩। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ব্যথা করা। যেমন মাথা, পেট, বুক,, পা, কোমর ও মেরুদন্ড ইত্যাদি। ওষুধ খেয়েও ভালো না হওয়া।
২৪। অনিদ্রা ও উদ্বিগ্নতা; রাতে ঠিকঠাক মত ঘুম না হওয়া। ঘুমালে ও বারবার ঘুম ভেঙ্গে যাওয়া।
২৫। ভয়ংকর স্বপ্ন দেখা, স্বপ্ন দেখে চমকে উঠা।
২৬। আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত পেরেশানি ও অস্থিরতা লাগা।
২৭। মাঝেমাঝে স্বামী বা স্ত্রীর উপস্থিতে কারো প্রচুর পরিমাণে মৃগী রোগ বা খিঁচুনির সমস্যা হওয়া এবং অনুপস্থিতিতে স্বাভাবিক থাকা।

20/07/2025

অবশেষে শয়তান পালাতে বাধ্য হয়েছে।

সময় থাকতে সজাগ হোন, নয়তো আমাদের ভবিষ্যতে প্রজন্ম ধং*স্স হওয়ার জন্য এটাই যথেষ্ট___
19/07/2025

সময় থাকতে সজাগ হোন, নয়তো আমাদের ভবিষ্যতে প্রজন্ম ধং*স্স হওয়ার জন্য এটাই যথেষ্ট___

18/07/2025

কালো যাদুর ভয়াবহতা।
হে আল্লাহ আপনি সকল যাদুকরদের ধ্বংস করুন। 🤲🥲
আপনার ঘরকে আমলে ভরপুর রাখুন। 📖
হঠাৎ কোনো কিছু পেলে, যেমন তাবিজ-তুমার সন্দেহ জনক হোক সেটি নষ্ট করে ফেলুন, কোনো কিছু খাবার আগে অথবা রান্না হয়ে জাবার পরে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, তাহলে ওই খাবার জীন, শয়তান খেতে পারবেনা ইনশাআল্লাহ।

আজ সকালে ভিক্টরভিল শহরের এক নির্জন গ্যাস স্টেশনে এক ভয়ংকর আবিষ্কারে চাঞ্চল্য ছড়িয়েছে। পাম্প নম্বর ৪-এর পাশে পড়ে থাকা একট...
18/07/2025

আজ সকালে ভিক্টরভিল শহরের এক নির্জন গ্যাস স্টেশনে এক ভয়ংকর আবিষ্কারে চাঞ্চল্য ছড়িয়েছে। পাম্প নম্বর ৪-এর পাশে পড়ে থাকা একটি টেডি বিয়ারকে প্রথমে সাধারণ খেলনা ভেবেই এড়িয়ে গিয়েছিলেন একজন পথচারী। কিন্তু সেটির গায়ে অস্বাভাবিকভাবে সেলাই করা চামড়া দেখে সন্দেহ জাগে।

স্থানীয় পুলিশ ও করোনারের দপ্তর জানিয়েছে, ওই টেডি বিয়ারটি মানুষের চামড়া দিয়ে মোড়ানো বলে সন্দেহ করা হচ্ছে, এবং সেই চামড়া অপরিষ্কারভাবে কাটা ও সেলাই করা।

ভিক্টরভিল করোনারের অফিস এই রহস্যময় ও ভীতিকর আবিষ্কারের তদন্তে নেমেছে। আপাতত এলাকা ঘিরে রাখা হয়েছে, এবং ফরেনসিক দল চামড়ার উৎস শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

---

চাঞ্চল্য ছড়ানো প্রশ্ন: এই টেডি বিয়ারের মালিক কে? এটি কেবলমাত্র এক বিকৃত মনোবৃত্তির খেলা, না কি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, অন্ধকার কিছু?

©

হিজামা পত্যেক টা সুস্থ মানুষের জন্য ও ৩ মাস পর পরে হিজামা করা উচিৎ যেনো সে অসুস্থ না হয়।আর যাদের, মাথা ব্যথা, চুল পড়া, চ...
17/07/2025

হিজামা পত্যেক টা সুস্থ মানুষের জন্য ও ৩ মাস পর পরে হিজামা করা উচিৎ যেনো সে অসুস্থ না হয়।

আর যাদের, মাথা ব্যথা, চুল পড়া, চুলকানি, ফোঁড়া, মুখের ব্রণ, কোমর ব্যথা, আমাদের শরীরে দূষিত্ব রক্ত গুলো বের করার দ্বারা নতুন রক্ত হবে যা শরীরের জন্য খুব ই উপকার, শরীরে বিভিন্ন অঙ্গ দীর্ঘমেয়াদি ব্যথা তাদেন জন্য হিজামা খুব কার্যকারী

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল ইখলাস রুকইয়াহ হিজামা সেন্টার বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share