05/11/2025
'ওয়াসওয়াসার খাদেম জ্বীন শয়তান যে ভাবে কাজ করে' --
শরীরে থাকা জ্বীন শয়তানের কথা পেশেন্ট শৃ্ুনতে পায় না তা কিন্তু নয় সবাই শৃুনতে পায় কিন্তু রোগী তা বুজতে না পারায় আলাদা করতে পারেনা সে বলছে নাকি জ্বীন।
ওয়াসওয়াসার খাদেম জ্বীন শয়তান আপনার মাথায়,মনে এবং কানে ওয়াসওয়াসা(কুমন্ত্রণা)দিয়ে থাকে তার কথা সে এই তিনটি জায়গায় পৌঁছে দেয় খুব Smoothly..!!
যখন আপনার মনের সঙ্গে কথা বলে আপনি ভাবেন যে হুট করে আপনি আপনার মনের সঙ্গে কথা বলছেন কখনো বা আবার আস্তে করে কানে বলে দেয়,যে কোন একটি কাহানি ভাবা থেকে,আপনি ভাবেন যে সেটা আপনি অন্যজনকে কিছু বলছেন বা অন্যকেউ আপনার সঙ্গে এমনভাবে কথা বলছে।একটু কান পাতলে দেখবেন কখনো কান থেকে Clear sound শৃুনতে পান বা কখনো বুকের ভিতর থেকে(মন)থেকে,আবার কখনো ব্রেইনে হানা দেয়,হুট-হাট ডিসিশান Change হয়ে যায়,Mood swing,বার বার অতীত নিয়ে ভাবা বা চোখের সামনে অতীত বা ভবিষ্যতের Seen দেখা।
মূলত আপনি কোন কাজে বসলেই তার কাজ হচ্ছে বিভিন্ন Seen আপনার চোখের সামনে তুলে ধরা।চোখের ওয়াসওয়াসা হল কাল্পনিক কাহিনি দেখানো।
তাছাড়া কখনো দেখবেন সকাল বেলা ঘুম থেকে উঠার পর একটা কথাই আপনার মন এবং মাথায় ঘুরপাক খায় বা একটি গান বার বার মনে আসছে বা আপনি ভিতর থেকে শৃুনতে পাচ্ছেন আর আপনি ভাবেন আপনি মনে করছেন, এক সময় আপনি এটি আপনার সুরে তুলে গাইতে শৃুরু করেন তার পর সারাদিন এটিই গাইতে থাকেন।
★জ্বীন কিভাবে আপনার কান Use করে --
যেহেতু আমরা মানুষ সেহেতু আল্লাহ তা'আলা আমাদের দেহ যে ভাবে তৈরি করে দিয়েছেন সেই body parts গৃুলা জ্বীন শয়তান ধারাবাহিক ভাবে Use না করলে আমরা শৃুনবো না,দেখবো না বুঝবো না..।
★আমাদের পুরো মস্তিষ্ক জুড়ে আছে পাঁচ ধরণের ব্রেইন কানে কথা পৌছানোর জন্য জ্বীন Use করে আপনার কানের উপর থাকা ব্রেনইটি যার নাম হচ্ছে 'Temporal lobe'
★ এই ব্রেইনটির কাজ হচ্ছে-Visual and auditory memory( চাক্ষুষ এবং শ্রবণ মেমোরি)