Al-Ikhlas Ruqyah and Hijamah Center Bangladesh

Al-Ikhlas Ruqyah and Hijamah Center Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Ikhlas Ruqyah and Hijamah Center Bangladesh, Barishal.
(4)

জীন, জাদু, বদনজর ও ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তির জন্য ইসলামিক রুকইয়াহ চিকিৎসা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা করা হয় হিজামা থেরাপি, যা শরীরের টক্সিন দূর করে ও মানসিক-শারীরিক রোগে উপকারী।
📞 যোগাযোগ:
01758-791157, 01319-666900

'ওয়াসওয়াসার খাদেম জ্বীন শয়তান যে ভাবে কাজ করে' -- শরীরে থাকা জ্বীন শয়তানের কথা পেশেন্ট শৃ্ুনতে পায় না তা কিন্তু নয় সবাই ...
05/11/2025

'ওয়াসওয়াসার খাদেম জ্বীন শয়তান যে ভাবে কাজ করে' --

শরীরে থাকা জ্বীন শয়তানের কথা পেশেন্ট শৃ্ুনতে পায় না তা কিন্তু নয় সবাই শৃুনতে পায় কিন্তু রোগী তা বুজতে না পারায় আলাদা করতে পারেনা সে বলছে নাকি জ্বীন।

ওয়াসওয়াসার খাদেম জ্বীন শয়তান আপনার মাথায়,মনে এবং কানে ওয়াসওয়াসা(কুমন্ত্রণা)দিয়ে থাকে তার কথা সে এই তিনটি জায়গায় পৌঁছে দেয় খুব Smoothly..!!

যখন আপনার মনের সঙ্গে কথা বলে আপনি ভাবেন যে হুট করে আপনি আপনার মনের সঙ্গে কথা বলছেন কখনো বা আবার আস্তে করে কানে বলে দেয়,যে কোন একটি কাহানি ভাবা থেকে,আপনি ভাবেন যে সেটা আপনি অন্যজনকে কিছু বলছেন বা অন্যকেউ আপনার সঙ্গে এমনভাবে কথা বলছে।একটু কান পাতলে দেখবেন কখনো কান থেকে Clear sound শৃুনতে পান বা কখনো বুকের ভিতর থেকে(মন)থেকে,আবার কখনো ব্রেইনে হানা দেয়,হুট-হাট ডিসিশান Change হয়ে যায়,Mood swing,বার বার অতীত নিয়ে ভাবা বা চোখের সামনে অতীত বা ভবিষ্যতের Seen দেখা।

মূলত আপনি কোন কাজে বসলেই তার কাজ হচ্ছে বিভিন্ন Seen আপনার চোখের সামনে তুলে ধরা।চোখের ওয়াসওয়াসা হল কাল্পনিক কাহিনি দেখানো।

তাছাড়া কখনো দেখবেন সকাল বেলা ঘুম থেকে উঠার পর একটা কথাই আপনার মন এবং মাথায় ঘুরপাক খায় বা একটি গান বার বার মনে আসছে বা আপনি ভিতর থেকে শৃুনতে পাচ্ছেন আর আপনি ভাবেন আপনি মনে করছেন, এক সময় আপনি এটি আপনার সুরে তুলে গাইতে শৃুরু করেন তার পর সারাদিন এটিই গাইতে থাকেন।

★জ্বীন কিভাবে আপনার কান Use করে --
যেহেতু আমরা মানুষ সেহেতু আল্লাহ তা'আলা আমাদের দেহ যে ভাবে তৈরি করে দিয়েছেন সেই body parts গৃুলা জ্বীন শয়তান ধারাবাহিক ভাবে Use না করলে আমরা শৃুনবো না,দেখবো না বুঝবো না..।

★আমাদের পুরো মস্তিষ্ক জুড়ে আছে পাঁচ ধরণের ব্রেইন কানে কথা পৌছানোর জন্য জ্বীন Use করে আপনার কানের উপর থাকা ব্রেনইটি যার নাম হচ্ছে 'Temporal lobe'

★ এই ব্রেইনটির কাজ হচ্ছে-Visual and auditory memory( চাক্ষুষ এবং শ্রবণ মেমোরি)

ছিটানো জাদুর লক্ষণ:১.. তীব্র ব্যথা অনুভব করা, বিশেষ করে পায়ের অংশে। ২.. হাঁটু এবং পায়ের নীচের মধ্যে অতিরিক্ত গরম বা ঠা...
04/11/2025

ছিটানো জাদুর লক্ষণ:
১.. তীব্র ব্যথা অনুভব করা, বিশেষ করে পায়ের অংশে।
২.. হাঁটু এবং পায়ের নীচের মধ্যে অতিরিক্ত গরম বা ঠান্ডা অনুভূত হওয়া।
৩.. পায়ের কিছু অংশে কা লো-সবুজ বা কালো-নীল দাগ সহ ব্যথা অনুভব করা।
৪.. কখনও কখনও পায়ে তীব্র স্পন্দন অনুভূত হওয়া বা মাংস লাফালাফি করা।
৫.. পড়ার সময় হাঁটু এবং পায়ের মাঝখানে পায়ে বাতাসের মতো কিছু অনুভব করা
৬.. পায়ের টিউমার হওয়া এবং প্রচণ্ড ব্যথা করা।
৭.. ব্যথার জায়গায় গরম বা ঠান্ডা অনুভব হওয়া।
৮.. পায়ে ভারী বা অবশ অনুভব করা, ফলে হাঁটার সময় ব্যালেন্স না পাওয়া, হাঁটতে কষ্ট হওয়া।
৯.. পায়ে এলার্জি বা চর্মরোগ জাতীয় কোনো সমস্যা হওয়া, ট্রিটমেন্ট করেও ভালো না হওয়া।
১০.. বাসায় অলস ও অসুস্থবোধ করা, কিন্তু বাসার বাহিরে স্বাভাবিক থাকা।
১১.. বাসাবাড়ি বা কর্মক্ষেত্রে রক্ত, পানি বা ধুলাবালি জাতীয় কিছু টিটানো দেখতে পাওয়া।
১২.. হঠাৎ করে শরীরে বা পোশাকের উপর পানির বা কোনো কিছুর ছিটা অনুভূত হওয়া।
১৩. বাসায় অতিরিক্ত পিঁপড়া, তেলাপোকা ও পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়া।
১৪.. ঘরে বা স্প্রে করা জায়গায় দুর্গন্ধ অনুভব করা।
১৫.. ভয় এবং বিরক্তিকর স্বপ্ন দেখা।

02/11/2025

✅ যে সমস্যার জন্য রুকিয়া করা হয়
🧿 ১. জিন, জাদু ও বদনজর
জিনের অসার প্রভাব
কালা জাদু / তাবিজ-তাবিজের প্রভাব
বদনজর ও নজরবন্দি
হঠাৎ আচরণ পরিবর্তন
ঘরে অশান্তি/ঝগড়া বৃদ্ধি

😓 ২. মানসিক ও আধ্যাত্মিক সমস্যা
ভয়, দুশ্চিন্তা ও আতঙ্ক
ডিপ্রেশন ও স্ট্রেস
খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন
ঘুম না আসা বা ঘুমে বিরক্তি
অকারণে দুঃখবোধ/কান্না আসা
একাকিত্ব, অস্থিরতা ও মনোসংযোগ কমে যাওয়া

🩺 ৩. শারীরিক সমস‌্যা
(ডাক্তারি চিকিৎসার পাশাপাশি সহায়ক ও সুন্নাহ চিকিৎসা হিসেবে)
মাথাব্যথা/মাইগ্রেন
বুক ধড়ফড় / চাপ অনুভূতি
শরীর ব্যথা / বিশেষ করে কাঁধ, ঘাড়, কোমর
অকারণে দুর্বলতা ও অলসতা
চুল পড়া হুটহাট বেড়ে যাওয়া
গ্যাস, বুকজ্বালা, বমি ভাব (অকারণে)
হজমের সমস্যা/বুক ভারী ভাব
কোনো চিহ্ন ছাড়া ব্যথা বা পিনচিং ফিল

💔 ৪. পারিবারিক ও সম্পর্কের সমস্যা

স্বামী-স্ত্রী সম্পর্কের সমস্যা
পরিবারে অশান্তি, অবিশ্বাস
সন্তানের অবাধ্যতা/সমস্যা
সন্তান দেরিতে হওয়া বা গর্ভে সমস্যা (কারণ জানা না গেলে)

🚧 ৫. জীবনের বাধা/ব্যাঘাত
কাজকর্মে বারবার ব্যর্থতা
চাকরি/ব্যবসায় হঠাৎ সমস্যা
হঠাৎ সবকিছু নষ্ট হয়ে যাওয়া
অর্থ আটকে থাকা / রিজিক সংকট (অকারণ)

🧒 ৬. শিশুদের সমস্যা
অকারণে কান্না করা
দুধ না খাওয়া/ঘুম না হওয়া
রাতের ঘুমে ভয় বা কাঁদা
শিশুদের বদনজর

📌 Islamic Reminder
রুকিয়া করা সুন্নাহ এবং এটি:
শিরকবিহীন
কুরআন ও সহিহ দোয়া দ্বারা করতে হয়

❌ জিন ডাকার মাধ্যমে, আগুন/ধূপ দেখানোর মাধ্যমে রুকিয়া করা হালাল নয়

🔖 রুকিয়া কাদের মাধ্যমে করবেন
অভিজ্ঞ রুকিয়া হিলার/থেরাপিস্ট
নিজে নিজে কুরআন ও দোয়া পড়েও করা যায়
সবচেয়ে ভালো রুকিয়া—নিজের পড়া রুকিয়া ❤️
📿 রুকিয়ার সাধারণ দোয়া/আয়াত
সূরা ফাতিহা
আয়াতুল কুরসি
সূরা বাকারার শেষ ২ আয়াত
সূরা ফালাক, নাস, ইখলাস

রুকিয়া দোয়া: اللَّهُمَّ رَبَّ النَّاسِ …
📞 অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য যোগাযোগ করুন
📍 বরিশাল ডিআইজি সংরক্ষণ অফিসের পাশে দোতালায় সেন্টার। ঢাকা-চট্টগ্রাম ও পটুয়াখালী।
📱01758-791157-01319-666900
💬 ইনবক্সে মেসেজ দিন
YouTube link:
https://youtube.com/?si=fuGP-g5lLbQpzW5M


#আলইখলাসরুকইয়াহহিজামাসেন্টারবরিশাল


#হিজামাবাকাপিংথেরাপি
#রুকইয়াহশরাঈয়া
#গেটেবাতঘাড়েব্যথাডায়াবেটিসহিজামা
#অবসবাপ্যারালাইসিসহিজামা
#ত্বকেরবর্জপরিষ্কারহিজামা
#দীর্ঘদিনেরমাথাব্যাথাযারকারনঅজানারুকইয়াহ
#কালোযাদুরুকইয়াহ
#চুলকানিখোসাওপাঁচড়াহিজামা
#জিনেরআসররুকইয়াহ
#ওয়াসওয়াসারুকইয়াহ
#জীনেরসমস্যারুকইয়াহ
#রাখিআব্দুসসালামরুকইয়াহওহিজামাসেন্টার
#রুকইয়াহওহিজামাচিকিৎসা
#রুকইয়াহওহিজামাথেরাপি
#হিজামাআয়ুর্বেদিকচিকিৎসা
#রুকইয়াহওহিজামাকাপিংথেরাপি
#রুকইয়াহওহিজামাট্রিটমেন্ট
#হিজামাব্লাডলেটিং
#রুকইয়াহওহিজামাসূন্নাহ
#রুকইয়াহওহিজামাসেন্টার

ছিটানো জাদুর চিকিৎসা( السحر المرشوش)  🔹 প্রস্তুতি:একটি পাত্রে ২–৩ লিটার পানি নিন, তারপর এতে নিচের উপকরণ যোগ করুনঃ• এমন প...
31/10/2025

ছিটানো জাদুর চিকিৎসা
( السحر المرشوش)

🔹 প্রস্তুতি:
একটি পাত্রে ২–৩ লিটার পানি নিন, তারপর এতে নিচের উপকরণ যোগ করুনঃ

• এমন পানি, যার উপর রুকিয়াহ আয়াতসমূহ পড়া হয়েছে — যেমনঃ

• সূরা আল-ফাতিহা (الفاتحة)

• আয়াতুল কুরসি (آية الكرسي)

• সূরা আয-যিলযালাহ (الزلزلة)

• সূরা আল-ইখলাস (الإخلاص)

• সূরা আল-ফালাক (الفلق)

• সূরা আন-নাস (الناس)

• জাদু নষ্টের আয়াতসমূহ (آيات إبطال السحر)

• রুকিয়াহ পানি মেশানোর পর এতে দিন —

• ¼ কাপ সাদা ভিনেগার বা আপেল সিডার ভিনেগার

• ¼ কাপ গোলাপ জল (মা’উল ওয়ার্দ)

• ৩ টেবিল চামচ শিলা (الشبة) ও লবণ

🔹 ব্যবহার পদ্ধতি:
১️⃣ দুই পা সেই পানিতে রাখুন।
২️⃣ একটি ছোট কাপ দিয়ে পানিটা তুলে তুলে পা ও পায়ের পেশিতে ঢালুন।
৩️⃣ পানি ঢালার সময় নিচের দোয়াগুলো দৃঢ় বিশ্বাসের সঙ্গে পড়ুন ও পা মালিশ করুনঃ

🕋 দোয়াগুলো (বাংলা অর্থসহ)

بِسْمِ اللهِ وَبِكَلِمَاتِ اللهِ يُبْطَلُ كُلُّ سِحْرٍ مَرْشُوشٍ وَمَدْفُونٍ عَطَّلَ العَمَلَ وَالزَّوَاجَ وَالسَّفَرَ.
বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিল্লাহি ইউবতালু কুল্লু সিহরিন মারশূশিন ওয়া মাদফুনিন আত্তালা আল-আমালা ওয়াজ্‌জাওয়াজা ওয়াস্‌সাফার।
অর্থ: আল্লাহর নামে ও তাঁর বাণীর বরকতে, প্রত্যেক ছিটানো ও পোঁতা জাদু, যা কাজ, বিয়ে বা সফর নষ্ট করেছে — তা নষ্ট হয়ে যাক।

بِسْمِ اللهِ العَظِيمِ يُبْطَلُ كُلُّ طَلْسَمٍ وَعُقْدَةٍ مَوْجُودَةٍ فِي الرُّكْبَتَيْنِ وَالسَّاقَيْنِ وَالْقَدَمَيْنِ.
অর্থ: মহান আল্লাহর নামে হাঁটু, পা ও পায়ের পেশিতে থাকা প্রতিটি তাবিজ, বন্ধন ও গিঁট নষ্ট হয়ে যাক।

بِسْمِ اللهِ القَوِيِّ يُبْطَلُ كُلُّ سِحْرٍ مِنْ أَثَرِ شَعْرِي وَمَلَابِسِي وَدَمِي مَدْفُونٍ فِي الْبَيْتِ أَوْ الْقَبْرِ.
অর্থ: পরাক্রমশালী আল্লাহর নামে, আমার চুল, কাপড় বা রক্তের দ্বারা ঘরে বা কবরে পোঁতা প্রত্যেক জাদু ধ্বংস হয়ে যাক।

بِسْمِ اللهِ القَادِرِ يُبْطَلُ تَكْلِيفُ السِّحْرِ المَرْشُوشِ وَالمَدْفُونِ بِالتَّعْطِيلِ وَالتَّفْرِيقِ وَالمَرَضِ وَالجُنُونِ وَالفَقْرِ.
অর্থ: ক্ষমতাবান আল্লাহর নামে, ছিটানো ও পোঁতা জাদুর মাধ্যমে কাজ বন্ধ, বিচ্ছেদ, অসুস্থতা, উন্মাদনা ও দারিদ্র্য আনার শক্তি বাতিল হয়ে যাক।

بِسْمِ اللهِ وَبِقُوَّةِ اللهِ يَخْرُجُ كُلُّ خَادِمٍ وَتَابِعٍ وَعَاشِقٍ مَوْجُودٍ فِي جَسَدِي مِنَ الأَقْدَامِ الآنَ طَاعَةً لِلَّهِ.
অর্থ: আল্লাহর নামে ও তাঁর শক্তির দ্বারা, এখনই আমার দেহে থাকা প্রত্যেক খিদমতকারী, অনুসারী ও প্রেমাসক্ত জিন আল্লাহর আদেশ মেনে আমার পা দিয়ে বেরিয়ে যাক।

🔹 পাঠযোগ্য আয়াতসমূহ:
(এই আয়াতগুলো পাঠের সময় যেন আপনি জাদুকে সম্বোধন করে পাঠ করছেন, এমন অনুভূতি রাখুন)

﴿وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا﴾ [الفرقان: 23]
﴿يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ الْخُرُوجِ﴾ [ق: 42]
﴿وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا﴾ [طه: 105]
﴿يَوْمَ يَغْشَاهُمُ الْعَذَابُ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا مَا كُنتُمْ تَعْمَلُونَ﴾ [العنكبوت: 55]
﴿ارْكُضْ بِرِجْلِكَ ۖ هَٰذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ﴾ [ص: 42]

🔹 সময় ও নিয়ম:
🕓 প্রতিদিন ১৫ মিনিট করে, সকাল ও সন্ধ্যায় দুইবার করুন।
🧊 পানি ঠান্ডা থাকবে।
📅 অন্তত ৭ দিন এই চিকিৎসা চালিয়ে যান।

🔹 বিশ্বাস ও নিয়ত:
রুকিয়াহ কোনো পরীক্ষামূলক পদ্ধতি নয় — এটি আল্লাহর কিতাব দ্বারা শিফার উপায়।
দৃঢ় বিশ্বাস রাখুন যে শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে।

30/10/2025

✅ হিজামা থেরাপি — সুন্নাহসম্মত প্রাকৃতিক চিকিৎসা
হিজামা হলো একটি প্রাচীন ও সুন্নাহভিত্তিক থেরাপি, যা শরীরের জমে থাকা খারাপ রক্ত, টক্সিন ও স্ট্রেস কমাতে সহায়তা করে। নিয়মিত হিজামা শরীরকে হালকা ও রিল্যাক্স অনুভূতি দেয় এবং প্রাকৃতিকভাবে শরীরের সুস্থতা বৃদ্ধি করে।

🩺 যেসব সমস্যায় হিজামা করা যেতে পারে
মাথাব্যথা, মাইগ্রেন

ঘাড়, কোমর ও পিঠের ব্যথা

জয়েন্ট ও মাংসপেশীর ব্যথা

হজমের সমস্যা, গ্যাস

স্ট্রেস, টেনশন ও অনিদ্রা

স্কিন কেয়ার ও ডিটক্স

ওজন নিয়ন্ত্রণ সহায়তা

মহিলাদের সাধারণ পিরিয়ডজনিত অস্বস্তি

দুর্বলতা ও শরীর ভারি লাগা

স্পোর্টস ইনজুরি ও পেইন রিলিফ

হিজামা কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়, বরং প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়ক।

🌿 হিজামার উপকারিতা
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে

টক্সিন দূর করতে সহায়তা করে

শারীরিক ব্যথা কমাতে সহায়ক

মানসিক চাপ কমায় ও মনকে প্রশান্ত রাখে

ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে

ঘুম ভালো করতে সহায়তা করে

শরীর ও মন উভয়ই রিল্যাক্স হয়

📞 অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য যোগাযোগ করুন
📍 বরিশাল ডিআইজি সংরক্ষণ অফিসের পাশে দোতালায় সেন্টার। ঢাকা-চট্টগ্রাম ও পটুয়াখালী।
📱01758-791157-01319-666900
💬 ইনবক্সে মেসেজ দিন
YouTube link:
https://youtube.com/?si=fuGP-g5lLbQpzW5M


#আলইখলাসরুকইয়াহহিজামাসেন্টারবরিশাল


#হিজামাবাকাপিংথেরাপি
#রুকইয়াহশরাঈয়া
#গেটেবাতঘাড়েব্যথাডায়াবেটিসহিজামা
#অবসবাপ্যারালাইসিসহিজামা
#ত্বকেরবর্জপরিষ্কারহিজামা
#দীর্ঘদিনেরমাথাব্যাথাযারকারনঅজানারুকইয়াহ
#কালোযাদুরুকইয়াহ
#চুলকানিখোসাওপাঁচড়াহিজামা
#জিনেরআসররুকইয়াহ
#ওয়াসওয়াসারুকইয়াহ
#জীনেরসমস্যারুকইয়াহ
#রাখিআব্দুসসালামরুকইয়াহওহিজামাসেন্টার
#রুকইয়াহওহিজামাচিকিৎসা
#রুকইয়াহওহিজামাথেরাপি
#হিজামাআয়ুর্বেদিকচিকিৎসা
#রুকইয়াহওহিজামাকাপিংথেরাপি
#রুকইয়াহওহিজামাট্রিটমেন্ট
#হিজামাব্লাডলেটিং
#রুকইয়াহওহিজামাসূন্নাহ
#রুকইয়াহওহিজামাসেন্টার

29/10/2025

🕌 রুকইয়াহ:
রুকইয়াহ একটি আত্মিক যত্নের ইসলামি পদ্ধতি, যেখানে কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং যিকর পাঠের মাধ্যমে মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর ওপর নির্ভরতা বাড়াতে সহায়তা করা হয়।

🩺 হিজামা (Wet Cupping Therapy):
হিজামা একটি সুন্নাতভিত্তিক পদ্ধতি, যা সুনির্দিষ্ট স্থানে কাপিংয়ের মাধ্যমে শরীরের অতিরিক্ত রক্ত ও দূষিত উপাদান অপসারণে সহায়তা করে বলে অনেকে বিশ্বাস করেন। এটি শরীরচর্চা ও সুস্থতায় আগ্রহীদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে।

🌱 আমাদের কার্যক্রম:
🔹 কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেশন
🔹 অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা (পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনায়)
🔹 সম্পূর্ণ শরয়ী পর্দা ও মাহরাম সংরক্ষিত পরিবেশ
🔹 সেবার আগে অ্যাপয়েন্টমেন্ট আবশ্যক

📍 ঠিকানা:
নথুল্লাবাদ থেকে উত্তরে, ডিআইজি অফিস সংলগ্ন, লাদেন রোড, বরিশাল।

📞 Appointment (Phone/WhatsApp):
01758-791157
01319-666900

📲 page:
https://www.facebook.com/share/16YF5x5pTw/

📺 YouTube Channel:
https://youtube.com/?si=fuGP-g5lLbQpzW5M

⚠️ Disclaimer:
আমাদের কার্যক্রম ধর্মীয় ও আত্মিক উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি কোনো আধুনিক চিকিৎসা বা চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক বা মানসিক অসুস্থতায় দয়া করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন

#সুন্নাহপদ্ধতিতেইসুস্থতা #রুকইয়াহওহিজামা

#হিজামাবাকাপিংথেরাপি
#রুকইয়াহশরাঈয়া
#গেটেবাতঘাড়েব্যথাডায়াবেটিসহিজামা
#অবসবাপ্যারালাইসিসহিজামা
#ত্বকেরবর্জপরিষ্কারহিজামা
#দীর্ঘদিনেরমাথাব্যাথাযারকারনঅজানারুকইয়াহ
#কালোযাদুরুকইয়াহ
#চুলকানিখোসাওপাঁচড়াহিজামা
#জিনেরআসররুকইয়াহ
#ওয়াসওয়াসারুকইয়াহ
#জীনেরসমস্যারুকইয়াহ
#রাখিআব্দুসসালামরুকইয়াহওহিজামাসেন্টার
#রুকইয়াহওহিজামাচিকিৎসা
#রুকইয়াহওহিজামাথেরাপি
#হিজামাআয়ুর্বেদিকচিকিৎসা
#রুকইয়াহওহিজামাকাপিংথেরাপি
#রুকইয়াহওহিজামাট্রিটমেন্ট
#হিজামাব্লাডলেটিং
#রুকইয়াহওহিজামাসূন্নাহ
#রুকইয়াহওহিজামাসেন্টার

ব্ল্যাক ম্যাজিক (কালো জাদু): বাস্তবতা ও ভুল ধারণাআজকের “মডার্ন ওয়ার্ল্ড”-এ মানুষ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর অস্তিত্বক...
28/10/2025

ব্ল্যাক ম্যাজিক (কালো জাদু): বাস্তবতা ও ভুল ধারণা

আজকের “মডার্ন ওয়ার্ল্ড”-এ মানুষ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর অস্তিত্বকে প্রায়ই অস্বীকার করে বসে। অনেকেই মনে করেন—এগুলো অন্ধবিশ্বাস, অশিক্ষিত সমাজের কুসংস্কার। অথচ বাস্তবে জাদু একটি প্রমাণিত সত্য, যা কুরআন ও হাদীসের মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখিত।

কুরআনের দৃষ্টিতে জাদুর বাস্তবতা

আল্লাহ তা'য়ালা বলেন—

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ
“সুলাইমান (আ.) কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিত ।”
— (সূরা আল-বাকারা, আয়াত ১০২)

এই আয়াতে স্পষ্টভাবে বোঝা যায়—জাদু বাস্তব এবং এটি শয়তান দ্বারা প্রভাবিত এক অন্ধকারময় বিদ্যা, যা মানুষকে কুফর ও ধ্বংসের দিকে নিয়ে যায়।

ইতিহাসের আলোকে: গৌরগোবিন্দ ও শাহজালাল (রাহি:)

বাংলার ইতিহাসেও জাদুর প্রভাবের সাক্ষ্য পাওয়া যায়।
গৌরগোবিন্দ, সিলেট অঞ্চলের শেষ হিন্দু রাজা, ছিলেন এক শক্তিশালী যাদুকর রাজা। তাঁর জাদুশক্তির কারণে সৈয়দ নাসির উদ্দিন (রাহি:) পর্যন্ত তাঁকে পরাজিত করতে ব্যর্থ হন। সৈন্যরা যুদ্ধে অচল হয়ে যেতো—এটা ছিল গৌরগোবিন্দের জাদুর ভয়ানক প্রভাব।

শেষ পর্যন্ত তিনি হযরত শাহজালাল (রাহি:)-এর নিকট সাহায্য চান। শাহজালাল (রাহি:) তাঁর ৩৬০ জন সুফি অনুসারীসহ সিলেট অভিমুখে যাত্রা করেন। তাঁরা তাসাউফ ও ইমানের উচ্চ মাকাম, ধিকর, তাওয়াক্কুল ও রূহানিয় শক্তির মাধ্যমে জাদু ও সামরিক শক্তির বিপরীতে বিজয় অর্জন করেন।

অনুরূপ উদাহরণ: শাহ মখদুম রূপশ (রাহি:)

আরেক উদাহরণ দেখা যায় রাজশাহীর শাহ মখদুম রূপশ (রাহি:)-এর জীবনে। তিনি যাদের ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকে নরবলি ও জাদু চর্চা করত। ফলে সেখানে ইসলাম প্রতিষ্ঠায়ও তীব্র প্রতিরোধ ও কষ্টের মুখোমুখি হতে হয়েছিল।

আধুনিক যুগে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার

আজও কিছু বিশেষ গোষ্ঠী বা জাতি জাদু ও শয়তানি উপায়ের মাধ্যমে অন্যকে ক্ষতি করার চেষ্টা করে। হয়তো তারা আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে, কিন্তু জাদু ও আধ্যাত্মিক আঘাতের প্রভাব আজও বাস্তব ও কার্যকর।

জাদু আসলে আল্লাহর সৃষ্টি নিয়মের বিরুদ্ধমুখী হস্তক্ষেপ, যা শয়তানের সাহায্যে সম্পন্ন হয়। তাই এটি এমন এক অপরাধ, যার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম।

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
“যেখান থেকেই সে আসুক না কেন, জাদুকর কখনো সফল হবে না।”
— (সূরা ত্বাহা, আয়াত ৬৯)

ব্ল্যাক ম্যাজিক কোনো কল্পকাহিনি নয়; বরং এটি এক ভয়ংকর বাস্তবতা।
আমাদের উচিত একে হালকাভাবে না দেখা, বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং কুরআন-সুন্নাহ ভিত্তিক রুকইয়াহর মাধ্যমে আত্মরক্ষা করা।

اللهم احفظنا من السحر والعين والحسد والمس، وجميع شرور الإنس والجن.
“হে আল্লাহ! আমাদেরকে জাদু, নজর, হিংসা, জিন ও মানুষের সকল অমঙ্গল থেকে রক্ষা করুন।”

May Allah protect us all from black magic, envy, and every evil — Ameen.

Raqi Abdus Salam Raqi Habibur Rahman

জাদুকর  শুধুমাত্র নামেই কেন সন্তুষ্ট নয়?নাম ও জন্মতারিখ ব্যবহার করে সে শুধু রাশিফল ও জ্যোতিষ হিসাব করে।কিন্তু যাদুর কাজ ...
28/10/2025

জাদুকর শুধুমাত্র নামেই কেন সন্তুষ্ট নয়?

নাম ও জন্মতারিখ ব্যবহার করে সে শুধু রাশিফল ও জ্যোতিষ হিসাব করে।
কিন্তু যাদুর কাজ শক্তিশালী করতে তাকে আসার দরকার হয়।

নাম জানলে ব্যক্তিকে চিনতে পারে,
কিন্তু জাদুগ্রস্থ ব্যক্তির জিনিসপত্রই হলো হলো সেই চাবি, যা দিয়ে সে তার কাছে পৌঁছে যায়।
Raqi Abdus Salam
Raqi Habibur Rahman
🕌 রুকইয়াহ:
রুকইয়াহ একটি আত্মিক যত্নের ইসলামি পদ্ধতি, যেখানে কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং যিকর পাঠের মাধ্যমে মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর ওপর নির্ভরতা বাড়াতে সহায়তা করা হয়।

🩺 হিজামা (Wet Cupping Therapy):
হিজামা একটি সুন্নাতভিত্তিক পদ্ধতি, যা সুনির্দিষ্ট স্থানে কাপিংয়ের মাধ্যমে শরীরের অতিরিক্ত রক্ত ও দূষিত উপাদান অপসারণে সহায়তা করে বলে অনেকে বিশ্বাস করেন। এটি শরীরচর্চা ও সুস্থতায় আগ্রহীদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে।

🌱 আমাদের কার্যক্রম:
🔹 কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেশন
🔹 অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা (পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনায়)
🔹 সম্পূর্ণ শরয়ী পর্দা ও মাহরাম সংরক্ষিত পরিবেশ
🔹 সেবার আগে অ্যাপয়েন্টমেন্ট আবশ্যক

📍 ঠিকানা:
নথুল্লাবাদ থেকে উত্তরে, ডিআইজি অফিস সংলগ্ন, লাদেন রোড, বরিশাল।

📞 Appointment (Phone/WhatsApp):
01758-791157
01319-666900

📲 page:
https://www.facebook.com/share/16YF5x5pTw/

📺 YouTube Channel:
https://youtube.com/?si=fuGP-g5lLbQpzW5M

⚠️ Disclaimer:
আমাদের কার্যক্রম ধর্মীয় ও আত্মিক উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি কোনো আধুনিক চিকিৎসা বা চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক বা মানসিক অসুস্থতায় দয়া করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

#সুন্নাহপদ্ধতিতেইসুস্থতা #রুকইয়াহওহিজামা

#হিজামাবাকাপিংথেরাপি
#রুকইয়াহশরাঈয়া
#গেটেবাতঘাড়েব্যথাডায়াবেটিসহিজামা
#অবসবাপ্যারালাইসিসহিজামা
#ত্বকেরবর্জপরিষ্কারহিজামা
#দীর্ঘদিনেরমাথাব্যাথাযারকারনঅজানারুকইয়াহ
#কালোযাদুরুকইয়াহ
#চুলকানিখোসাওপাঁচড়াহিজামা
#জিনেরআসররুকইয়াহ
#ওয়াসওয়াসারুকইয়াহ
#জীনেরসমস্যারুকইয়াহ
#রাখিআব্দুসসালামরুকইয়াহওহিজামাসেন্টার
#রুকইয়াহওহিজামাচিকিৎসা
#রুকইয়াহওহিজামাথেরাপি
#হিজামাআয়ুর্বেদিকচিকিৎসা
#রুকইয়াহওহিজামাকাপিংথেরাপি
#রুকইয়াহওহিজামাট্রিটমেন্ট
#হিজামাব্লাডলেটিং
#রুকইয়াহওহিজামাসূন্নাহ
#রুকইয়াহওহিজামাসেন্টার

🩺মুখের ব্রণ ও ব্রণের দাগের প্রাকৃতিক, নিরাপদ এবং কার্যকর চিকিৎসা  হিজামা বা Wet Cupping  ✅ মুখের ব্রণ শুধু সৌন্দর্যের সম...
27/10/2025

🩺মুখের ব্রণ ও ব্রণের দাগের প্রাকৃতিক, নিরাপদ এবং কার্যকর চিকিৎসা হিজামা বা Wet Cupping

✅ মুখের ব্রণ শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটি একটি চর্মরোগ যা শরীরের ভেতরের ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। হিজামা থেরাপি একটি প্রাচীন এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি, যা ব্রণ নিরাময়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

✅হিজামা থেরাপি ব্রণের দাগ এবং ত্বকের গঠনেও সাহায্য করতে পারে। কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে এবং টিস্যুর স্থিতিস্থাপকতা উন্নত করে, এটি দাগ এবং সূক্ষ্ম রেখার উপস্থিতি কমাতে পারে।

🔬 হিজামা কীভাবে ব্রণের চিকিৎসায় কার্যকর?
🔹 রক্ত বিশুদ্ধ করে:
হিজামা শরীর থেকে রক্ত এর দূষিত পদার্থ অপসারণ করে, যা ব্রণের অন্যতম কারণ দূর করে।
🔹 হরমোন ভারসাম্য বজায় রাখে:
হরমোনজনিত ব্রণের ক্ষেত্রে হিজামা অত্যন্ত কার্যকর। এটি এন্ডোক্রাইন সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে।
🔹 ত্বকের কোষে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে:
এটি ত্বকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে, ফলে ব্রণের প্রদাহ ও দাগ হ্রাস পায়।
🔹 লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে:
হিজামা দেহের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, যার ফলে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর হয় এবং ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।
🔹 প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:
হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা ত্বকের রোগ প্রতিরোধে সহায়ক।
📚 গবেষণালব্ধ প্রমাণ:
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, হিজামা থেরাপি ত্বকের ইনফ্ল্যামেশন ও ব্রণ কমাতে কার্যকর ভূমিকা পালন করে। ২০১৮ সালের এক স্টাডিতে উল্লেখ করা হয়, হিজামা প্রদাহজনিত উপাদান (যেমন TNF-α, IL-6) কমিয়ে দেয়, যা ব্রণ নিরাময়ে সহায়ক।

📌হিজামা থেরাপির আরো উপকারিতা :
🔸রক্ত পরিশোধন ও টক্সিন অপসারণ করে
🔸রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
🔹মাথাব্যথা ও মাইগ্রেন উপশম করে
🔸ঘাড় ও পিঠের ব্যথা কমায়
🔹মানসিক চাপ ও ঘুমের সমস্যা হ্রাস করে
🔸হরমোন ব্যালান্স ও প্রজনন সমস্যায় উপকারী
🔹ত্বক ও চেহারার উজ্জ্বলতা বাড়ায়
🔸অ্যাজমা ও অ্যালার্জি নিয়ন্ত্রণ করে
🔹দেহে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
🔸ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
🔹ইমিউন সিস্টেম শক্তিশালী করে
🔸কিডনি ও লিভারকে পরিস্কার করে
🔹হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
🔸বাত/ব্যথা দূর করে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🔰আল-ইখলাস হিজামা থেরাপি - বরিশাল, ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত একটি সুন্নাহ ভিত্তিক হিজামা এবং রুকইয়াহ সেন্টার।

📍ঠিকানা: বরিশাল নতুল্লাবাদ, ডি,আই,জি সংলগন অফিসের পাশে দোতালায়।
✅আমাদের হিজামা চার্জ-
✒প্রতি পয়েন্ট (শরীর এবং মাথার চুল কেটে ) -১০০৳
✒প্রতি পয়েন্ট (মাথা ) -১৫০৳ (চুল না কেটে )
★আহত জুলাই যোদ্ধা;ছাত্র;আলেম এবং অসচ্ছল রোগীর জন্য বিশেষ ছাড়
★হোম সার্ভিস ফি-৫০০টাকা
✅ কতগুলো কাপ/পয়েন্ট লাগে?
-কাপ/পয়েন্ট নির্ধারণ করা হয়, রোগের প্রকোপ এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। যত বেশি সমস্যা তত বেশি কাপ/পয়েন্ট লাগে। কারো কোমর ব্যাথ, কারো কোমরের সাথে পিঠ ব্যাথা, কারো কোমর+পিঠ+হাটু+পায়ের মাংসপেশিতে ব্যাথা। তো বুঝতেই পারছেন একেক জনের একেক পরিমাণ কাপ লাগে। তবে সাধারণ সুন্নাহ পয়েন্ট ৯টা।
✅হিজামার পূর্ব প্রস্তুতি:
১. সকালে খালি পেটে নেওয়া উত্তম।
২. বিকেল, সন্ধ্যা, রাতে নিতে চাইলে ৩ ঘন্টা আগে থেকে খাওয়া, দাওয়া বন্ধ রাখবেন।
৩.হাই প্রেশার ,মাইগ্রেন, মাথাব্যথা , চুল পড়া, খুসকির জন্য চুল ফেলে হিজামা নিলে ভালো, না ফেলেও হিজামা করানোর মেশিন আছে আমাদের।
৪. দুই ঘন্টা আগে গোসল করলে ভালো, না করলেও সমস্যা নেই।
৫. বিবাহিত হলে হিজামা নেয়ার আগের ও পরের দিন সহবাস নিষেধ।
৬. হিজামা সেবা নিতে আসার এক দিন আগে অনুগ্রহ করে ফোনে বুকিং কন্ফার্ম করবেন
✅ আমাদের বৈশিষ্ট্য-
🔰 ১০ বছরের অভিজ্ঞ সার্টিফাইড থেরাপিস্ট
🔰 মা-বোনদের জন্য মহিলা থেরাপিস্ট এবং এটাচ্ড বাথ রুম যুক্ত আলাদা নিরাপদ রুম
🔰 সম্পূর্ণ স্বাস্থ্যবিধিসম্মত প্রক্রিয়া ও পরিবেশে হিজামা

🕌 রুকইয়াহ:রুকইয়াহ একটি আত্মিক যত্নের ইসলামি পদ্ধতি, যেখানে কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং যিকর পাঠের মাধ্যমে মানস...
27/10/2025

🕌 রুকইয়াহ:
রুকইয়াহ একটি আত্মিক যত্নের ইসলামি পদ্ধতি, যেখানে কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং যিকর পাঠের মাধ্যমে মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর ওপর নির্ভরতা বাড়াতে সহায়তা করা হয়।

🩺 হিজামা (Wet Cupping Therapy):
হিজামা একটি সুন্নাতভিত্তিক পদ্ধতি, যা সুনির্দিষ্ট স্থানে কাপিংয়ের মাধ্যমে শরীরের অতিরিক্ত রক্ত ও দূষিত উপাদান অপসারণে সহায়তা করে বলে অনেকে বিশ্বাস করেন। এটি শরীরচর্চা ও সুস্থতায় আগ্রহীদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে।

🌱 আমাদের কার্যক্রম:
🔹 কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেশন
🔹 অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা (পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনায়)
🔹 সম্পূর্ণ শরয়ী পর্দা ও মাহরাম সংরক্ষিত পরিবেশ
🔹 সেবার আগে অ্যাপয়েন্টমেন্ট আবশ্যক

📍 ঠিকানা:
নথুল্লাবাদ থেকে উত্তরে, ডিআইজি অফিস সংলগ্ন, লাদেন রোড, বরিশাল।

📞 Appointment (Phone/WhatsApp):
01758-791157
01319-666900

📲 page:
https://www.facebook.com/share/16YF5x5pTw/

📺 YouTube Channel:
https://youtube.com/?si=fuGP-g5lLbQpzW5M

⚠️ Disclaimer:
আমাদের কার্যক্রম ধর্মীয় ও আত্মিক উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি কোনো আধুনিক চিকিৎসা বা চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক বা মানসিক অসুস্থতায় দয়া করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

#সুন্নাহপদ্ধতিতেইসুস্থতা #রুকইয়াহওহিজামা

#হিজামাবাকাপিংথেরাপি
#রুকইয়াহশরাঈয়া
#গেটেবাতঘাড়েব্যথাডায়াবেটিসহিজামা
#অবসবাপ্যারালাইসিসহিজামা
#ত্বকেরবর্জপরিষ্কারহিজামা
#দীর্ঘদিনেরমাথাব্যাথাযারকারনঅজানারুকইয়াহ
#কালোযাদুরুকইয়াহ
#চুলকানিখোসাওপাঁচড়াহিজামা
#জিনেরআসররুকইয়াহ
#ওয়াসওয়াসারুকইয়াহ
#জীনেরসমস্যারুকইয়াহ
#রাখিআব্দুসসালামরুকইয়াহওহিজামাসেন্টার
#রুকইয়াহওহিজামাচিকিৎসা
#রুকইয়াহওহিজামাথেরাপি
#হিজামাআয়ুর্বেদিকচিকিৎসা
#রুকইয়াহওহিজামাকাপিংথেরাপি
#রুকইয়াহওহিজামাট্রিটমেন্ট
#হিজামাব্লাডলেটিং
#রুকইয়াহওহিজামাসূন্নাহ
#রুকইয়াহওহিজামাসেন্টার

জনসচেতনতা মূলক পোস্ট, শেয়ার করতে ভুলবেন না। রাস্তাঘাটের লোকাল জায়গা থেকে আইসক্রিম অথবা যে কোন কিছু খাওয়ার আগে একটু দেখেশ...
25/10/2025

জনসচেতনতা মূলক পোস্ট, শেয়ার করতে ভুলবেন না।

রাস্তাঘাটের লোকাল জায়গা থেকে আইসক্রিম অথবা যে কোন কিছু খাওয়ার আগে একটু দেখেশুনে খাবেন!

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ikhlas Ruqyah and Hijamah Center Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share