16/01/2024
মেয়েদের নিয়ে কিছু কথা 💔💔💔
বিয়ে দাও ...... বিয়ে দাও
মেয়ের ১৮ হয়ে গেছে ? বিয়ে দিয়ে দাও , এটাই তো সময় ।
মেয়ের মা নেই ? বিয়ে দিয়ে দাও , শাশুড়িকে মা হিসাবে পাবে ।
মেয়ের বাবা অসুস্থ ? বিয়ে দিয়ে দাও , বাবা মেয়ের বিয়ে দেখে যাক ।
মেয়ে সুন্দর ? বিয়ে দিয়ে দাও , সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ ।
মেয়ে সুন্দর নয় ? বিয়ে দিয়ে দাও , একটা গতি তো হবে ।
মেয়ে মোটা হয়ে যাচ্ছে ? এখনই বিয়ে দাও , পরে আর বিয়ে দিতে পারবে না কিন্তু ।
মেয়ে রোগা ? বিয়ে দিয়ে দাও , স্বাস্থ্য ভালো হবে আর চেহারায় লাবণ্য আসবে।
মেয়ে অনেক immature ? বিয়ে দাও , ঠিক হয়ে যাবে ।
মেয়ে অনেক matured ? বিয়ে দাও , সময়টা উপযুক্ত ।
মেয়ে এত কাজ পারে ? বাহ্ , বিয়ের জন্য একেবারে প্রস্তুত দিয়ে দাও বিয়ে ।
মেয়ে অনেক জেদি ? বিয়ে দিয়ে দাও , দেখবে একদম সোজা হয়ে গেছে ।
মেয়ের অনেক ছেলেবন্ধু? এখনই বিয়ে দিয়ে দাও, মনটা স্থির হবে এক জায়গায় ।
মেয়ে ঘুরতে পছন্দ করে ? বিয়ে দাও , ঘুরুক যত ইচ্ছে জামাইয়ের সঙ্গে ।
মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে ? দিয়ে দাও বিয়ে , পরে কিন্তু এত ভালো ছেলে পাবে না ।
মেয়ের বয়স বেড়ে যাচ্ছে ? বিয়ে দাও না কেন ? পরে কিন্তু বিয়ে হলেও বাচ্চা পাবে না ।
মেয়ে রোজ বাসায় ফিরতে দেরি করে ? বিয়ে দাও , দেখবে , ঘরেই থাকবে ।
মেয়ে ফেসবুকে অনেক ছবি দেয় ? বিয়ে দাও তাড়াতাড়ি ।
নজর লাগবে তো .... মানুষের কখন কী হয় !
মেয়ের বিএফ আছে ? বিয়ে দিয়ে দাও , কেলেঙ্কারি ঘটার আগেই ।
মেয়ের বিএফ নেই ? তবে তো খুব ভালো , বিয়ে দিয়ে দাও ।
মেয়ে পড়াশোনায় ভালো নয় ? বিয়ে দাও তো , বিয়ের পর এসব কেউ দেখে না ।
মেয়ে অনেক ভালো স্টুডেন্ট ? বিয়ে দাও , পরে যোগ্য বর পাবে না ।
মেয়ে , তুমি বাঁচতে চাও , তাহলে করেই ফেলো বিয়ে ।
কারণ মেয়ে , তোমার যে শুধু বউ হয়ে বাঁচার অধিকার আছে , মেয়ে হয়ে নয়।😥
সমাপ্ত
কারো খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন