18/10/2023
আচ্ছা বলুন তোহ দুনিয়াবি সব কাজ করলেও নামাজ এর সময় কেন পাওয়া যায় নাহ.? #পুরোটা পড়ার অনুরোধ রইলো.🙂
এর উত্তর হতে পারে অনেক! আমি অনেক ভেবে দেখলাম নিজেই নামাজের সময় টা বের করতে পারি নাহ.😑 কিন্তু কেন.?
অনেক মাহফিল, মজলিস, ইত্যাদিতে বলে-
সব কাজ করতে হবে দুনিয়াতে নিজের চাহিদা মেটানোর জন্য কাজ করতে হবে পাশাপাশি আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য ৫ ওয়াক্ত নামাজের রুটিন বানাই।ওখানে সহমত বলে আসলেও বাসায় এসে সেই আগের মতো হয়ে যাই.😑 কিন্তুু কেন.?
এর সঠিক ব্যাখ্যা না দিতে পারলেও আমি যা বুঝতে পারছি তাই বলি-
আগেকার মুসলিম রা আল্লাহর উপর ভরসা নিয়ে চলতো।হযরত মুহাম্মদ সা: তার সাহাবিরা তাদের ইমান এতই শক্ত ছিল যে শয়তান তাদের কাছে হার মেনে যেত।আমাদের ইমান অনেক দুর্বল যার কারনে শয়তান সহজেই আমাদের কাবু করে ফেলে। আমরা চাইলেও নামাজ পরতে পারি নাহ। সব কাজ করতে পারি কিন্তু এই ৫ মিনিট সময় টা আল্লাহর পিছে দিতে পারি নাহ এতই কষ্ট নামাজে.🙂 আসলেই কি কষ্ট নাকি মনকে মানাতে পারি নাহ। এই মনকে মানাতে হলে এই শয়তান এর হাত থেকে বাচতে হলে আপনাকে কোনো হুজুরের সাথে ওঠা বসা করতে হবে। সময়ের সাথে সাথে প্রথম কাতারে নামাজ পড়তে হবে।বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর। দিল নরম করতে হবে।আর মেয়েদের বেশি বেশি কুরআন শরিফ পড়তে হবে এবং দিনের দাওয়াত তালিম এ অংশ নিতে হবে। যদি টানা অনেক দিন এমন চলতে পারে নামাজ, কুরআন শরিফ নিয়মিত চলছে তাহলে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আপনি সাচ্চা ইমানদার হতে পারবেন।কিন্তু একটা কথা হলো মনে কোনো অহংকার রাখা যাবে নাহ আর মানুষকে ভালোবাসতে হবে।
যখন মুসলিম রা জাহান্নামে যাবে তখন শয়তান কে তারা বলবে তোমার জন্য আমরা আজ জাহান্নামে। তখন শয়তান বলবে- "তোমরা আমাকে দুনিয়াতে দেখেছো? মুসলিমরা বলবে নাহ, শয়তান আবার বলবে- "আমাকে কথা বলতে দেখেছো? মুসলিমরা বলবে নাহ! শয়তান আবার বলবে- " তোমাদের কাছে কি দিনের দাওয়াত পৌছায় নি? ৎখন মুসলিমরা বলবে হুম আসছিল.! তখন শয়তান অট্ট হাসি দিয়ে বলবে কি বোকা জাতি তোমরা।আমাকে না দেখেই বিশ্বাস করছো আমাকে অনুসরণ করেছো।আর আল্লাহর দিনের দাওয়াত তোমরা প্রতিদিন পেয়েছো তারপরও তোমরা তাকে মানো নি আমল করো নি।
আল্লাহ আমাদের ইমান নিয়ে তার কাছে যাওয়ার তওফিক দান করুক.😔🌸
শয়তান থেকে পানা পাওয়ার দোয়া-
আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াঝহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাঝিম।’
অর্থ : ‘আমি মহান আল্লাহর কাছে; তাঁর মহানুভব চেহারার কাছে; তাঁর অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে.🌸
© Ahmed Saleh