12/08/2023
আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি। জ্যাম পড়বে না, হর্ণ বাজবে না। কেউ কাউকে অভিযোগ করবে না।
এমন একটা ছুটি চাই, লম্বা ছুটি। নিজ ইচ্ছায় থেমে গেলে গাড়ী!
তখন আমি –
দু' দন্ড ভালোবাসা নিয়ে আপন মনে গাইতে চাই। গানটা হবে একান্তই আমার,শুধুই আমার।
আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি।
লেখা –( কাইকর )