Md Rakibul Hasan

Md Rakibul Hasan আমি মোহাম্মদ রাকিবুল হাসান একজন মুসলিম, আমি জান্নাতে যেতে চাই।
(1)

আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ রাকিবুল হাসান। মোটিভেশনাল ভিডিও তৈরি করি এবং আর্থ সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। মানুষের কল্যানে নিবেদিত আমার প্রান। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে মানুষকে সঠিক জ্ঞান দান করা ও সহযোগিতা কার্যক্রম করে থাকি। সকলে আমার জন্য দোয়া করবেন।

24/08/2025

আমার প্রিয় সন্তানদের নিয়ে শুক্রবার গিয়েছিলাম সী-সেল পার্কে.....তাদের সুইমিংপুলে মজা করার সমায়ের ভিডিও.....




24/08/2025

আমি বিশ্বাস করি—
একজন সহকর্মীকে আপনি যত বেশি সম্মান, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা দেবেন, তত বেশি তিনি কোম্পানির প্রতি আন্তরিকতা, ভালবাসা, ও আপনার সুরক্ষা, স্বার্থ রক্ষায় নিবেদিত হবেন।

👉 মনে করি নেতৃত্ব শুধু পদবির মাধ্যমে আসে না।
👉 নেতৃত্ব আসে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার মাধ্যমে।

23/08/2025

আমরা অনেক সময় না বুঝেই অফিস, সহকর্মী বা কোম্পানি নিয়ে নেতিবাচক মন্তব্য করি। এটা শুধু প্রতিষ্ঠানের নয়, আমাদের ব্যক্তিগত ভাবমূর্তিরও ক্ষতি করে।

যদি কখনো কোনো অসন্তুষ্টি থাকে, সম্মানের সাথে সমাধানের চেষ্টা করুন। প্রয়োজনে সম্মানজনকভাবে সরে আসুন, কিন্তু অপমান করে নয়।

নিজের সম্মান, প্রতিষ্ঠানের সম্মান—দু’টোই রক্ষা করুন।







22/08/2025

অনেক জমা সৃতি আগের কোম্পানির কলিগদের সাথে BBQ -পার্টি, অনেক আড্ডা, গল্প, মজাদার ছিল, সেই দিনগুলো।

কুয়াকাটা - সমুদ্র সৈকত।

গতকাল অফিস মিটিং শেষে ঢাকার কোর টীমের সাথে একটি স্মরণীয় মুহূর্ত 📸ধাপে ধাপে, ছোট ছোট পদক্ষেপে… সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার ই...
22/08/2025

গতকাল অফিস মিটিং শেষে ঢাকার কোর টীমের সাথে একটি স্মরণীয় মুহূর্ত 📸
ধাপে ধাপে, ছোট ছোট পদক্ষেপে… সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে 💙
টিমওয়ার্কই আসল শক্তি, একসাথে আমরা পারবো ইনশাআল্লাহ। 🚀✨




21/08/2025

🎥 “সাকসেসফুল কল করার কৌশল – কিভাবে দোকান ভিজিটকে সফল বিক্রয়ে রূপান্তর করবেন”বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখুন!!!









21/08/2025

যে দেশের মানুষ এক তলায় দায়িত্বে লিফটের জন্য অপেক্ষা করে, সেই দেশে পোলাপাইন ডাক্তার বানাইলেই লাভ।

21/08/2025
20/08/2025

আসসালামু আলাইকুম।
আগামীকাল গুরুত্বপূর্ণ ভিডিও আসবে।
একটি সাকসেসফুল সেলস কল কি ভাবে করা যায়।

20/08/2025

আলহামদুলিল্লাহ!
পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরা নিয়মিতভাবে ফ্রেশ নুডলস বাজারজাত করছি। দোকানদার, কাস্টমারদের ভালবাসা ও ইতিবাচক ফিডব্যাক আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

ভালো করার প্রত্যয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সহকর্মী ভাইদের অক্লান্ত পরিশ্রমে সাফল্যের দুয়ার উন্মোচিত হচ্ছে।

যারা আমাদের প্রতি আস্থা রেখে সবসময় সহযোগিতা ও ভালোবাসা দেন – তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। ❤️

Video: Imran Bhai (DSR -Rofiqul Enterprise)

বিক্রয় পেশায় ভালো করতে করনীয় :🔑 ১. গ্রাহককে বোঝার চেষ্টা করুন (Understand Your Customer)কাস্টমার কী চায়, তাদের চাহিদা ও ...
20/08/2025

বিক্রয় পেশায় ভালো করতে করনীয় :

🔑 ১. গ্রাহককে বোঝার চেষ্টা করুন (Understand Your Customer)

কাস্টমার কী চায়, তাদের চাহিদা ও সমস্যা কী—এই বিষয়গুলো বোঝা জরুরি।

শ্রবণ (Listening) ক্ষমতা বাড়ান, যাতে কাস্টমার কী বলছে তা ভালোভাবে বুঝতে পারেন।

খেটে বড় হও, চেটে নয়।
20/08/2025

খেটে বড় হও, চেটে নয়।

Address

Barisal Sadar
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rakibul Hasan:

Share