Md Rakibul Hasan

Md Rakibul Hasan আমি মোহাম্মদ রাকিবুল হাসান একজন মুসলিম, আমি জান্নাতে যেতে চাই।
(1)

আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ রাকিবুল হাসান। মোটিভেশনাল ভিডিও তৈরি করি এবং আর্থ সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। মানুষের কল্যানে নিবেদিত আমার প্রান। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে মানুষকে সঠিক জ্ঞান দান করা ও সহযোগিতা কার্যক্রম করে থাকি। সকলে আমার জন্য দোয়া করবেন।

📣 চাকুরি প্রত্যাশী সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অনুরোধ 📣----------------------------------------প্রিয় চাকুরি প্রত্যাশী ভ...
27/07/2025

📣 চাকুরি প্রত্যাশী সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অনুরোধ 📣
----------------------------------------
প্রিয় চাকুরি প্রত্যাশী ভাই.
অনেকেই আমাদের কাছে চাকুরির জন্য নক করেন বা সাহায্য চান — আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতা করতে। তবে আপনারা যখন নক করবেন, দয়া করে নিচের তথ্যগুলো পরিষ্কারভাবে উল্লেখ করবেন, তাহলে আপনাকে যথাযথভাবে সাহায্য বা পরামর্শ দেওয়া আমাদের জন্য সহজ হবে।

📝 আপনি যা উল্লেখ করবেনঃ
1️⃣ আপনার নাম ও পূর্ণ পরিচয়
2️⃣ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)
3️⃣ আপনি কোন পদের জন্য চাকুরি খুঁজছেন
4️⃣ আপনার বর্তমান লোকেশন ও কাজের আগ্রহের এলাকা
5️⃣ মোবাইল নম্বর (যদি ইচ্ছুক থাকেন)
6️⃣ অতিরিক্ত দক্ষতা বা বিশেষ কোর্স (যদি থাকে)
7️⃣ কখন থেকে জব করতে পারবেন

✅ উদাহরণ (সংক্ষিপ্ত ফরম্যাটে):

নাম: মোঃ রাহিম উদ্দিন

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)

অভিজ্ঞতা: ২ বছরের সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি

পদের নাম: সেলস অফিসার

লোকেশন: নারায়ণগঞ্জ

বিশেষ দক্ষতা: কম্পিউটার অপারেশন, কাস্টমার হ্যান্ডলিং

মোবাইল: 01#########

জব করতে আগ্রহী: আগামী মাস থেকে

আপনার পরিচয় ও যোগ্যতা যত পরিষ্কারভাবে লিখবেন, আমরা তত সহজে আপনাকে রেফারেন্স বা গাইড করতে পারবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ ও শুভকামনা 🌟
#চাকুরি_প্রার্থী #সঠিকতথ্য #সহযোগিতারজন্য

27/07/2025

কথা গুলো শোনার অনুরোধ করছি।

27/07/2025

যারা আমার কাজের সমালোচনা করেন, তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপানদের মাধ্যমে আমার ভুলগুলো শোধরাবার সুযোগ হচ্ছে।

27/07/2025

আপনার আশে পাশের অনেকেই, আপনার ভূল ধরার জন্য প্রস্তুত বাট আপনাকে পজিটিভ মানষিকতা তৈরি করতে প্রস্তুত না।
তাদের পরিহার করুন প্লিজ।

"ব্যাঙের সর্দি জ্বর হতে পারে, কিন্তু বিক্রয় পেশার মানুষের থেমে থাকা চলে না!"রৌদ্র, বৃষ্টি, ঝড়—সবকিছু উপেক্ষা করে আমরা মা...
27/07/2025

"ব্যাঙের সর্দি জ্বর হতে পারে, কিন্তু বিক্রয় পেশার মানুষের থেমে থাকা চলে না!"
রৌদ্র, বৃষ্টি, ঝড়—সবকিছু উপেক্ষা করে আমরা মাঠে নেমেছি। মানবসেবার অংশ হিসেবে আজও আমাদের সেবা পৌঁছে দিতে দোকানে দোকানে ঘুরেছি।

সহকর্মীদের সঙ্গে নিয়ে
>> দোকানিদের সঙ্গে কথা বলেছি
>> সার্ভিস নিশ্চিত করার আশ্বাস দিয়েছি
>> নিজের হাতে পণ্য দেখিয়ে অর্ডার সংগ্রহ করেছি
>> নন-কভারেজ দোকানকে কভারেজে আনার চেষ্টা করেছি
>>প্রতিযোগী পণ্যের তুলনায় কোথায় পিছিয়ে আছি, সেটাও জানার চেষ্টা করেছি

বিক্রয় কেবল চাকরি নয়, এটি এক নিষ্ঠা, এক অঙ্গীকার।
এই অঙ্গীকারে আজও মাঠে কাজ করেছে ফ্রেশ নুডলস্ টিম।

বিক্রয় পেশার সকল সহযোদ্ধাদের লাল সালাম।
আপনাদের ঘামে ভেজা পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে ফ্রেশ নুডলস্।

#বিক্রয়েরগর্ব

27/07/2025

বিক্রয় শুধু পণ্য বিক্রি নয়, এটা এক ধরনের কৌশল!
আপনার ব্রেন যত চৌকস, আপনার সেলস ততই স্মার্ট।

চঞ্চল ভাই এর পাঠানো এই ভিডিওটি আমাদের ভাবনার নতুন দিক খুলে দিলো।
সাধারণত আমরা কাপ নুডলস্ ঝুড়িতে ডিসপ্লে করি,
কিন্তু চঞ্চল ভাই তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কাপ নুডলস্ গুনাতে ডিসপ্লে করেছেন – যা দৃষ্টিনন্দন ও গ্রাহক আকর্ষণে অনন্য!

👏 এমন সৃজনশীল প্রচেষ্টাকে স্যালুট জানাই।

#চঞ্চল_ভাইর_আইডিয়া #সেলস_হিরো

আজকের হিরো।----------------------------ধন্যবাদ সুপার হিরো মুধুসূদন কে... স্যার, আজকের  কাজ শেষ করলাম মোট অডার =৩২০২৮মোট ...
26/07/2025

আজকের হিরো।
----------------------------

ধন্যবাদ সুপার হিরো মুধুসূদন কে...

স্যার, আজকের কাজ শেষ করলাম
মোট অডার =৩২০২৮
মোট মেমো =৬৩
ধন্যবাদ
মধুসূদন

26/07/2025

আমরা সবাই জানি, চাকরির ক্ষেত্রে সাধারণত জুনিয়ররাই সিনিয়রদের 🎖️"তেল" দেয়—সেটা স্বীকৃতি পাওয়ার জন্য হোক, অথবা কাজ সহজ করার আশায়।
কিন্তু খেয়াল করে দেখবেন, কখনো কখনো সিনিয়ররাও জুনিয়রদের "তেল" দেয়। কবে?
যখন কোনো জুনিয়র ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যায়—তখন সিনিয়র তাকে পুরস্কৃত করে, পদোন্নতি দেয়, প্রশংসা করে।

এটাও তো এক ধরনের "তেল মারা", নয় কি?
তাই শুধু তেল দেওয়ার চিন্তা না করে, এখন থেকে নিজেকে এমনভাবে গড়ে তুলুন—যাতে "তেল নেওয়ার" যোগ্য হয়ে ওঠেন।

পরিশ্রমই সৌভাগ্যের প্রতিশ্রুতি।

#কঠোরপরিশ্রম
#সফলতারচাবিকাঠি
#ক্যারিয়ারমোটিভেশন
#নিজেকেগড়েতুলুন

26/07/2025
26/07/2025
26/07/2025

আলহামদুলিল্লাহ !!!
আমরা গত এক মাস আগে ১.৩২ কোটির কেক কাটছিলাম।
কক্সবাজার টেরিটোরির ,আমাদের কমিটমেন্ট ও পরবর্তী গন্তব্যে ছিল দুই কোটি টাকা, ইনশাআল্লাহ লক্ষ্য পূরনে কাছাকাছি পৌছেছি, মাস শেষে হয়ত সাকসেস হবে।





Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rakibul Hasan:

Share