
27/07/2025
📣 চাকুরি প্রত্যাশী সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অনুরোধ 📣
----------------------------------------
প্রিয় চাকুরি প্রত্যাশী ভাই.
অনেকেই আমাদের কাছে চাকুরির জন্য নক করেন বা সাহায্য চান — আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতা করতে। তবে আপনারা যখন নক করবেন, দয়া করে নিচের তথ্যগুলো পরিষ্কারভাবে উল্লেখ করবেন, তাহলে আপনাকে যথাযথভাবে সাহায্য বা পরামর্শ দেওয়া আমাদের জন্য সহজ হবে।
📝 আপনি যা উল্লেখ করবেনঃ
1️⃣ আপনার নাম ও পূর্ণ পরিচয়
2️⃣ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)
3️⃣ আপনি কোন পদের জন্য চাকুরি খুঁজছেন
4️⃣ আপনার বর্তমান লোকেশন ও কাজের আগ্রহের এলাকা
5️⃣ মোবাইল নম্বর (যদি ইচ্ছুক থাকেন)
6️⃣ অতিরিক্ত দক্ষতা বা বিশেষ কোর্স (যদি থাকে)
7️⃣ কখন থেকে জব করতে পারবেন
✅ উদাহরণ (সংক্ষিপ্ত ফরম্যাটে):
নাম: মোঃ রাহিম উদ্দিন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ২ বছরের সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি
পদের নাম: সেলস অফিসার
লোকেশন: নারায়ণগঞ্জ
বিশেষ দক্ষতা: কম্পিউটার অপারেশন, কাস্টমার হ্যান্ডলিং
মোবাইল: 01#########
জব করতে আগ্রহী: আগামী মাস থেকে
আপনার পরিচয় ও যোগ্যতা যত পরিষ্কারভাবে লিখবেন, আমরা তত সহজে আপনাকে রেফারেন্স বা গাইড করতে পারবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ ও শুভকামনা 🌟
#চাকুরি_প্রার্থী #সঠিকতথ্য #সহযোগিতারজন্য