Md.Rubel Hossain

Md.Rubel Hossain To get Tech tips everyday please Follow our page

07/08/2025
আমরা সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে উনার জন্য দোয়া রইল আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়! আমিন! 🤲🕋
07/08/2025

আমরা সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে উনার জন্য দোয়া রইল আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়! আমিন! 🤲🕋

04/08/2025

একদিকে কত আশা, আকাঙ্খা,পরিকল্পনা আর অন্যদিকে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত! 💔

–বোতলের মধ্যে খাদ্য ভরে গা'জা'র অনাহারী জনতারউদ্দেশ্যে সাগরে ভাসিয়ে দিচ্ছে মিশরের জনগণ।মিশরের গাদ্দার সরকার যেহেতু রা'ফ...
26/07/2025

–বোতলের মধ্যে খাদ্য ভরে গা'জা'র অনাহারী জনতার
উদ্দেশ্যে সাগরে ভাসিয়ে দিচ্ছে মিশরের জনগণ।
মিশরের গাদ্দার সরকার যেহেতু রা'ফাহ ক্রসিং খোলার
কোনও উদ্যোগ নিচ্ছে না, তাই জনগণ নিরুপায় হয়ে
এই পদ্ধতি অবলম্বন করছে।
তাঁরা বলছে:
“হে গা'জা'বাসী! আমাদেরকে ক্ষমা করো।
হে সাগরের মালিক! যিনি নূহ আ. -কে পর্বত সমতূল্য
ঢেউয়ের মাঝে সাগরে বহন করে নিয়েছেন। আপনি
আমাদের পক্ষ থেকে এই খাদ্যটুকু গা'জা'য় পৌঁছে দিন।
হে সাগরের নিয়ন্ত্রক! যিনি মুসা আ. এর জন্য সাগর
বিদীর্ণ করে রাস্তা করে দিয়েছেন। আপনি আমাদের
পক্ষ থেকে এগুলো গা'জা'বাসীর কাছে পৌঁছে
দিন।”

এশিয়া কাপের জন্য এ দলটাকে প্রস্তুত করা হোক এবং এ দলটাকেই এশিয়া কাপে পাঠানো হোক।
26/07/2025

এশিয়া কাপের জন্য এ দলটাকে প্রস্তুত করা হোক এবং এ দলটাকেই এশিয়া কাপে পাঠানো হোক।

🌹ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🌹একটি কালো সকাল… মাইলস্টোন কলেজ, কান্নায় ডুবেছে দেশ। আজকের এই সকালটা যেন আর পাঁ...
21/07/2025

🌹ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🌹
একটি কালো সকাল… মাইলস্টোন কলেজ, কান্নায় ডুবেছে দেশ।

আজকের এই সকালটা যেন আর পাঁচটা সকালের মতো ছিল না। হঠাৎ এক হৃদয়বিদারক সংবাদ…
মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
নিরীহ, হাস্যোজ্জ্বল, স্বপ্নে ভরা কতগুলো তরুণ মুখ— মুহূর্তেই নিথর!

এতো স্বপ্ন একসাথে থেমে গেল!
একজন মা হয়তো ভাত বেড়ে অপেক্ষা করছিল ছেলেটার জন্য,
একজন বাবা হয়তো ফোনে বলছিল – "দেখেশুনে যাস বাবা",
কেউ ফিরলো,কেউ ফিরলো না আবার কেউ ফিরলো শুধু স্তব্ধতা আর রক্তমাখা খবরের শিরোনাম হয়ে।

আমরা কার জন্য বাঁচি?
এই তরুণরাই তো আমাদের আগামী…
ওদের প্রিয়জনদের শোকের ভার আমরা বহন করতে পারবো না,
তবু এই কষ্টটুকু আমরা সবাই ভাগাভাগি করে নিই।
এই ব্যথা শুধু পরিবারের নয়, এটা পুরো জাতির কান্না।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতবাসী করেন।
আর আহতদের সুস্থতা এবং পরিবারগুলোর জন্য অফুরন্ত ধৈর্য কামনা করি।

আজ আকাশের রংও যেন কেমন বদলে গেছে…
আজ সত্যিই বাংলাদেশ শোকাহত। @হাইলাইট করুন

রাত এখন প্রায় ১১ টা😭সিঁড়ির পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন।জানতে চাইলাম,"এত রাতে কেন দাঁড়িয়ে আছেন?"উনি বললেন, "বউমা অ...
17/07/2025

রাত এখন প্রায় ১১ টা😭
সিঁড়ির পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন।

জানতে চাইলাম,"এত রাতে কেন দাঁড়িয়ে আছেন?"
উনি বললেন, "বউমা অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে এসেছি। ছেলে একটা ঘুমানোর জায়গা পেয়ে ঘুমিয়ে পড়ছে। তাই মোটর সাইকেল পাহাড়া দিচ্ছি"

বললাম, "এভাবেই কি সারারাত পাহাড়া দিবেন নাকি?" উনি বললেন,"কি করবো বাবা! ছেলেটা সারাটা দিন পরিশ্রম করে অনেক ক্লা'ন্ত হয়ে এসে আবার সাইকেল পাহাড়া দিতেছে! তাই বলছি ঘুমিয়ে পড় বাবা তুই,আমি আছি এখানে!"

মাঝে মাঝে মশার কা'ম'ড় খেয়ে পা চুলকাচ্ছিলেন আর এভাবেই তাকিয়ে আছেন মোটরসাইকেলের দিকে ২ তলা থেকে!

মায়েদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না 'এইসব কাজ শুধু মায়েদের দ্বারাই সম্ভব '
অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া চাই পৃথিবীর সকল মায়েদের জন্য❤️
😭😭😭😭

16/07/2025

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোহাগকে পা'থর দিয়ে যেখানে মা'রা হয়, ঠিক তার পাশেই ছিলো আনসার ক্যাম্প। যেহেতু সে সময় আনসার সদস্যরা কাঠের চশমা পড়ে ছিলেন। ...
13/07/2025

সোহাগকে পা'থর দিয়ে যেখানে মা'রা হয়, ঠিক তার পাশেই ছিলো আনসার ক্যাম্প। যেহেতু সে সময় আনসার সদস্যরা কাঠের চশমা পড়ে ছিলেন।

তাই ক্যাম্পের আনসারদের জন্য উপহার হিসেবে শাড়ি চুরি নিয়ে এসেছে শিক্ষার্থীরা

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Rubel Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share