কাঠগোলাপ

কাঠগোলাপ সে এক মোহনীয় সৌন্দর্যের সাথে নিয়ে কাঠগোলাপ এর বসবাস। যেমনটা আমার হৃদয়ে তোমার দীর্ঘশ্বাস! 💞

আমি নিয়মিত হাসি। মন খারাপ থাকলে আরো বেশি হাসি। হাসলে মন ভালো থাকে, মনকে ভালো রাখার চেষ্টা করি। আর আমি বিশ্বাস করি "মন খুলে হাসতে জানলে জীবন সুন্দর।" ❤️☺️❤️
সুস্থ ভাবে বেঁচে থাকার একমাত্র ঔষধ হাসি...

21/07/2025

04/07/2025

জীবন থেকে কত বন্ধু হারিয়ে গেছে, অথচ একটা সময় তারাও কত প্রিয় ছিলো😊

25/06/2025

মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় ভালোবাসি।মানুষ থাকবো বলেও হারিয়ে যায়,চলে যাচ্ছি' বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকার পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে____

In Frame : Subhashree & Ritwick
🎬 পরিণীতা।

20/06/2025

জীবনে অনেক আকাম করছি কিন্তু
- হলুদ পানিতে মিলাইয়া ভিডিও করি নাই 🙂🙂🙂

20/06/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ।❤️এই অনুভূতি বলে বোঝানোর নয় আঠেরো বছর একটাই টিম একটাই নাম বিরাট কিং কোহলি ❤️ Congratulation tea...
03/06/2025

শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ।❤️
এই অনুভূতি বলে বোঝানোর নয় আঠেরো বছর একটাই টিম একটাই নাম বিরাট কিং কোহলি ❤️
Congratulation team RCB




02/06/2025

সাধারন হও
কিন্তু প্রয়োজন হলে কার জায়গা কোথায়
সেটা বুঝিয়ে দিতে ভুলে যেও না!

28/05/2025

এতো ঝড় বৃষ্টির পরও যিনি রৌদ্রময় একটি সকাল দিতে পারেন! তিনি আপনার যাবতীয় দুঃখ-কষ্টগুলোও এক নিমিষে দূর করতে পারেন! Trust God.❤️

27/05/2025

জীবনে প্রচুর হাসতে হবে! মানুষ "পাগল" বললে বলুক, তবুও হাসা থামানো যাবেনা৷ হাসির শব্দে দেয়াল ফেটে যাক, বাসা উড়ে যাক তবুও মন খুলে হাসতে হবে৷ আপনার হাসি দেখে যাতে অন্য মানুষেরও হাসি চলে আসে এমন ভাবেই হাসতে হবে। মন খারাপ টারাপ-রে পাত্তা দেওয়া যাবেনা৷ খারাপ সময়েও মুখে হাসি টা রাখতে-ই হবে। আপনাকে দেখেই যাতে মানুষের প্রথমে মাথায় আসে "এই মানুষ টার মুখে সব সময় হাসি লেগে-ই থাকে!"
আপনার হাসি ছড়িয়ে যাক অন্য মানুষ এর কাছেও৷ প্রচুর হাসতে হবে, প্রচুর ভালো থাকতে হবে!
❤️

"কানে গোঁজা কাঠগোলাপে আজ আমার নীরবতা কথা বলে,হয়তো কারো অপেক্ষায় নয়,শুধু নিজেকেই একটু ভালোবাসার ছোঁয়ায় রাখি ঢেকে।"
26/05/2025

"কানে গোঁজা কাঠগোলাপে আজ আমার নীরবতা কথা বলে,
হয়তো কারো অপেক্ষায় নয়,
শুধু নিজেকেই একটু ভালোবাসার ছোঁয়ায় রাখি ঢেকে।"

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when কাঠগোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাঠগোলাপ:

Share