08/04/2024
বর্তমানে মানুষ নামাজ রোজার কথা শুনলেই বিমুখ প্রতিক্রিয়া ও যতপ্রকার নামাজ চুরি রোজা চুরি আছে সবকিছুতেই ওস্তাদ।
আর সব কাজ যেমন তেমন আল্লাহ ও নবী(স)'র কথা শুনলেই গায়ে জ্বর আসে।
কিন্তু তারাই আবার আল্লাহর জান্নাত চায় নবী(স)'র সাফায়ত সহ। তাও যেমন তেমন জান্নাত না জান্নাতুল ফেরদৌসের লোভ করে.!
হুজুর যখন মোনাজাতে বিভিন্ন ভাবে জান্নাতুল ফেরদৌসের কথা বলে তখন তাদেরই আমিনের শব্দে মসজিদ প্রকম্পিত হয়ে ওঠে।
ঠিক মসজিদ থেকে বের হবার পরপরই আবার তারা শয়তানের প্রথম কাতারের সহোযোগি হয়ে ওঠে।
এককথায় নামাজ-ও পরে চুরি-ও করে নামাজ-ও পরে দূর্নীতি-ও করে... এ কেমন নামাজ.!!
এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে কেমন মানুষ ও কেমন-ই বা জান্নাত চায়.??
তারা কি আসলে শয়তানের জান্নাত চায় নাকি সত্যি আল্লাহর জান্নাত চায়.??
আর যদি তারা আল্লাহতেই সন্তুষ্ট হয় তবে শয়তানকেই বা কীভাবে সন্তুষ্ট করে.??
আল্লাহ সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন।
আর এই রমজানের অছিলায় সবাইকে হেদায়েত দিন, ও সবাইকে মাফ করে দিন।
শয়তানের প্ররোচনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। (আমিন)