
21/07/2025
আজ শুধু সন্তান নয়,
আজ মায়ের হৃদয়ও কফিনে শুয়ে গেছে…
মাইনস্টাইল স্কুলের আকাশটা আজ আর নীল নয়,
ওটা আজ ধোঁয়ার মত অন্ধকার—
ওখানে ওদের চিৎকার ভেসে বেড়ায়…
"মা… আমি বাঁচতে চাই..."
ছোট ছোট ইউনিফর্ম…
ছিঁড়ে গেছে, রক্তে ভিজে গেছে টিফিন বক্স…
এক মা কাঁপা হাতে ধরেছেন ছেলের স্কুলজুতো,
আরেক মা শুধু বসে আছেন… নিঃশব্দে।
চোখে পানি নেই, শুধু ঠোঁট নড়ে—
"ও কি একটু আগেও আমার কোলে ছিল…"
বাবারা কাঁদে না বলে আমরা জানি,
আজ শত শত বাবা কেঁদেছে—
দুই হাতে ধরে রেখেছে ছেলের শেষ ছবিটা…
এই কান্না কোনো শব্দে বোঝানো যায় না।
এটা বুকফাটা না… এটা বুকটাই নেই আর।
আজকের দিনটা শুধু শোক নয়…
আজকের দিনটা হাজারো পরিবারের মৃত্যুর দিন।
আজ শুধু ছাত্র নয়, একটা জাতির ভবিষ্যৎ ভেঙে পড়েছে আকাশ থেকে।
হে মাবুদ সহ্য করতে পারতেছি না বাচ্চাদের কষ্ট দেখে ইচ্ছে করছে উড়াল দিয়ে গিয়ে ওদের একটু সেবা করি।দম বন্ধ হয়ে আসতেছে নিউজ টা দেখার পর থেকে। এত বড় হয়েছি এখনো বাবা-মা একটু অসুস্থ হলে পাগল হয়ে যায়, কিভাবে সহ্য করতেছে আল্লাহ এই মা-বাবাগুলো। আল্লাহ তুমি তাদেরকে একটু ধৈর্য দাঁড়াইয়া দাও। এই শোক সইবার ক্ষমতা দাও। নিউজটা শোনার পর থেকে নামাজে নিজের জন্য দোয়া করতে ভুলে গেছি পরিবার গুলোর জন্য বাচ্চাগুলোর জন্য দোয়া করছি। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো 🤲😭😰।