Poem lover

Poem lover পৃথিবী সুন্দর হোক কবিতার মতো।
(5)

28/07/2025

কৃতকর্মের দায় থেকে কেউ এড়াতে পারে না।

27/07/2025

"কে কাকে কতটুকু ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর। ভালোবাসা হীন শ্রদ্ধার সম্পর্কও টিকে যেতে পারে। কিন্তু শ্রদ্ধাহীন ভালবাসার সম্পর্ক কখনো টেকে না।"

সাদাত হোসাইন

27/07/2025

জীবনে আর যা-ই করুন কারো জন্য নিজের ১০০ ভাগ দিয়ে দিবেন না।

26/07/2025
21/07/2025

জীবন অনিশ্চিত 😭

21/07/2025

এক কোটি বছর তোমাকে দেখি না
৷ ৷ ৷ ৷ -মহাদেব সাহা ৷ ৷ ৷ ৷

এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়েহ মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

20/07/2025

অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবি না।যা হবার হবে।ভেবে ভেবে বর্তমানকে খারাপ করতে চাই না।

20/07/2025

একটা দরজা বন্ধ হলে, অন্য দরজা খুলে যায়। তাই কখনো হতাশ হই না।

প্রস্থানস্বপ্নীল চক্রবর্ত্তী
20/07/2025

প্রস্থান
স্বপ্নীল চক্রবর্ত্তী

দিনগুলো ছিল ভীষণ চ্যালেঞ্জিং। মাস্টার্সের শেষের দিকের ঘটনা। সেদিন ছিল প্রেজেন্টেশনের দিন।বাচ্চাকে কার কাছে রাখবো, কে সাথ...
19/07/2025

দিনগুলো ছিল ভীষণ চ্যালেঞ্জিং। মাস্টার্সের শেষের দিকের ঘটনা। সেদিন ছিল প্রেজেন্টেশনের দিন।বাচ্চাকে কার কাছে রাখবো, কে সাথে যাবে, খুবই কঠিন সময় ছিল। তারপরও সময় গুলো পার হয়ে গিয়েছে।সময় একভাবে থাকে না। যেকোনো ভাবে হোক পার হয়েই যায়। তবে কঠিন সময়ে যারা পাশে থেকেছে, আর যারা পাশে থাকেনি, সবাইকে মনে রেখেছি।

মানুষ বড়ই আজব প্রাণী। কলিজা কেটে দিলেও বলবে লবণ কম।এখন আর মন চায় না কারো জন্য কিছু  করতে।
18/07/2025

মানুষ বড়ই আজব প্রাণী। কলিজা কেটে দিলেও বলবে লবণ কম।এখন আর মন চায় না কারো জন্য কিছু করতে।

Office hour❤️
17/07/2025

Office hour❤️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category