জীবনানন্দ দাশ - Jibanananda Das

জীবনানন্দ দাশ - Jibanananda Das আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;

গ্রন্থতালিকা

কাব্যগ্রন্থ

জীবনানন্দের কাব্যগ্রন্থসমূহের প্রকাশকাল সম্পর্কে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, কয়েকটি কাব্যগ্রন্থের একাধিক পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছিল। নিচে কেবল প্রথম প্রকাশনার বৎসর উল্লিখিত। মৃত্যু পরবর্তী প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ তারকা চিহ্নিত।
• ঝরা পালক (১৯২৭)
• ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬)
• বনলতা সেন (১৯৪২, কবিতাভবন সংস্করণ)
• মহাপৃথিবী (১৯৪৪)
• সাতটি তারার তিমির (১৯৪৮)
• বনলতা স

েন (১৯৫২, সিগনেট প্রেস সংস্করণ)
• জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
• রূপসী বাংলা (১৯৫৭)*
• বেলা অবেলা কালবেলা (১৯৬১)
• সুদর্শনা (১৯৭৪)*
• আলো পৃথিবী (১৯৮১) *
• মনোবিহঙ্গম*
• অপ্রকাশিত একান্ন (১৯৯৯) *
প্রবন্ধগ্রন্থ
• কবিতার কথা (১৯৫৫)
• জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র (১৯৯০, সম্পাদকঃ ফয়জুল লতিফ চেৌধুরী)*
উপন্যাস
• মাল্যবান (১৯৭৩)*
• সুতীর্থ (১৯৭৭)
• চারজন (২০০৪: সম্পাদকঃ ভূমেন্দ্র গুহ ও ফয়সাল শাহরিয়ার)*
গল্পগ্রন্থ
• জীবনানন্দ দাশের গল্প (১৯৭২, সম্পাদনা: সুকুমার ঘোষ ও সুবিনয় মুস্তাফী)
• জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯, সম্পাদনা: আবদুল মান্নান সৈয়দ)
পত্রসংকলন
• জীবনানন্দ দাশের পত্রাবলী (বাংলা ১৩৮৫, সম্পাদকঃ দীপেনকুমার রায়)
• জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৬, সম্পাদকঃ আবদুল মান্নান সৈয়দ) )

চিলের কান্নার মতো শব্দ ক’রে মেঠো ইঁদুরের ভিড় ফসলের ঘুমগাঢ় ক’রে দিয়ে যায়।
08/07/2025

চিলের কান্নার মতো শব্দ ক’রে
মেঠো ইঁদুরের ভিড় ফসলের ঘুম
গাঢ় ক’রে দিয়ে যায়।

07/07/2025

শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়!
🎬 Al Imam ধন্যবাদ মেনশন দেয়ার জন্য। পোস্ট Paraffin • প্যারাফিন | @তাহমীদ চৌধুরী (প্যারাফিন)

প্রথম বনলতা***************"বনলতা সেন" কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তাঁর কবিতা পত্রিকায়। ১৯৩৫ খ্রিষ্টা...
07/07/2025

প্রথম বনলতা
***************
"বনলতা সেন" কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তাঁর কবিতা পত্রিকায়। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত কবিতার পৌষ, ১৩৪২ সংখ্যার মাধ্যমে বনলতা সেন সর্বপ্রথম পাঠকের হাতে এসে পৌঁছায়। জীবনানন্দ দাশ বাংলা ১৩৪৯, ইংরেজি ডিসেম্বর ১৯৪২ খ্রিষ্টাব্দে প্রকাশিত তাঁর বনলতা সেন নামক তৃতীয় কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করেন। কবিতা-ভবন কর্তৃক প্রকাশিত "এক পয়সায় একটি" গ্রন্থমালার অন্তর্ভুক্ত হিসেবে। প্রকাশক ছিলেন জীবনানন্দ দাশ নিজেই। ১৬ পৃষ্ঠার প্রথম সংস্করণে কবিতা ছিল মোট ১২টি। প্রথম সংস্করণের প্রচ্ছদ করেছিলেন শম্ভু সাহা।

এখানে যেখানে সব পাখি ঘরে ফেরে না…সব পাখী ঘরে আসে....

পরবর্তীকালে জীবনানন্দ দাশ ১৯৪৪ এ প্রকাশিত তাঁর চতুর্থ কাব্য মহাপৃথিবীতে উক্ত বনলতা সেন কাব্যগ্রন্থের সকল কবিতাই অন্তর্ভুক্ত করেছিলেন। অর্থাৎ ‘‘মহাপৃথিবী’’ কাব্যগ্রন্থেরও প্রথম কবিতা ছিল ’বনলতা সেন’।

কবির জীবদ্দশায় বাংলা শ্রাবণ, ১৩৫৯, ইংরেজি ১৯৫২ খ্রিষ্টাব্দে কলকাতার সিগনেট প্রেস থেকে বনলতা সেন কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়। ৪৯ পৃষ্ঠার বর্ধিত কলেবরে প্রকাশিত সংস্করণে আগের ১২টি কবিতার সাথে আরও ১৮টি কবিতা যোগ করে মোট ৩০টি কবিতা প্রকাশিত হয়। এই সংস্করণের প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায় ও মূল্য ছিল ২ টাকা। সিগনেট সংস্করণের প্রকাশক ছিলেন দিলীপকুমার গুপ্ত।

ছবি-লেখা Kaushik Majumdar
উনার ব্যক্তিগত সংগ্রহ থেকে.

গাড়তে যাবো যারা তোদের বুকের মাঝে বাসা                  হাড্ডি তাদের ফোফরা হ’য়ে ঝুরবে বালুর মাঝে ,এইখানেতে নেইকো দরদ,-নেই...
06/07/2025

গাড়তে যাবো যারা তোদের বুকের মাঝে বাসা
হাড্ডি তাদের ফোফরা হ’য়ে ঝুরবে বালুর মাঝে ,
এইখানেতে নেইকো দরদ,-নেইকো ভালোবাসা ,
বর্শা লাফায় ,- উটের গলায় ঘণ্টি শুধু বাজে !
ফুরিয়ে গেছে আশা যাদের,- জুড়িয়ে গেছে জ্বালা ,
আয় রে বালুর ‘কারবালা’তে, অন্ধকারের ঝাঁঝে !

The eyes of the blind have seen that loss,The ears of the deaf have heard that story.– Mevlana Rumi
06/07/2025

The eyes of the blind have seen that loss,
The ears of the deaf have heard that story.

– Mevlana Rumi

"ঘনিষ্ঠ আকাশ যেন -- যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন,দূরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে📷 ...
06/07/2025

"ঘনিষ্ঠ আকাশ যেন -- যেন কোন বিকীর্ণ জীবন
অধিকার করে আছে ইহাদের মন,
দূরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
মরণের সাথে লড়িয়াছে
📷 Sharif Uddin
#কবিতা

চারিদিকে উঁচু উঁচু উলুবন, ঘাসের বিছানা;অনেক সময় ধ'রে চুপ থাকে হেমন্তের জলপ্রতিপন্ন হ'য়ে গেছে যে সময় নীল আকাশ ব'লেসুদূরে ...
05/07/2025

চারিদিকে উঁচু উঁচু উলুবন, ঘাসের বিছানা;
অনেক সময় ধ'রে চুপ থাকে হেমন্তের জল
প্রতিপন্ন হ'য়ে গেছে যে সময় নীল আকাশ ব'লে
সুদূরে নারীর কোলে তখন হাঁসের দলবল
📷 Mahmud Hassan

অর্থ নয়, র্কীতি নয়, সচ্ছলতা নয়। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে ,আমাদের ক্লান্ত করে।📷 অণু...
05/07/2025

অর্থ নয়, র্কীতি নয়, সচ্ছলতা নয়।
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে ,
আমাদের ক্লান্ত করে।
📷 অণু তারেক

রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরাশান্ত সব প্রতিবিম্ব –কবেকার জীবনের এই সব বেদনার স্তর।
04/07/2025

রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা
শান্ত সব প্রতিবিম্ব –কবেকার জীবনের এই সব বেদনার স্তর।

Thanks for being a top engager and making it on to pàge's weekly engagement list! 🎉 বিমর্ষ ফয়সাল, Talha Sarker Faizu, A...
03/07/2025

Thanks for being a top engager and making it on to pàge's weekly engagement list! 🎉 বিমর্ষ ফয়সাল, Talha Sarker Faizu, Arif Hin, Minhajul Islam Miraz, Nazmul Hossen, অভিনন্দন মাইতি, Akash Singha, Mazharul Islam, Muhammad SayÉm, William Raksham

RESPECT
03/07/2025

RESPECT

♥️
03/07/2025

♥️

Address

Sadananda Bhaban
Barishal
1209

Alerts

Be the first to know and let us send you an email when জীবনানন্দ দাশ - Jibanananda Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনানন্দ দাশ - Jibanananda Das:

Share