জীবনানন্দ দাশ - Jibanananda Das

জীবনানন্দ দাশ - Jibanananda Das অপ্রেমে বা প্রেমে নয়- নিখিলের বৃক্ষ নিজ বিকাশে নীরব

গ্রন্থতালিকা

কাব্যগ্রন্থ

জীবনানন্দের কাব্যগ্রন্থসমূহের প্রকাশকাল সম্পর্কে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, কয়েকটি কাব্যগ্রন্থের একাধিক পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছিল। নিচে কেবল প্রথম প্রকাশনার বৎসর উল্লিখিত। মৃত্যু পরবর্তী প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ তারকা চিহ্নিত।
• ঝরা পালক (১৯২৭)
• ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬)
• বনলতা সেন (১৯৪২, কবিতাভবন সংস্করণ)
• মহাপৃথিবী (১৯৪৪)
• সাতটি তারার তিমির (১৯৪৮)
• বনলতা স

েন (১৯৫২, সিগনেট প্রেস সংস্করণ)
• জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
• রূপসী বাংলা (১৯৫৭)*
• বেলা অবেলা কালবেলা (১৯৬১)
• সুদর্শনা (১৯৭৪)*
• আলো পৃথিবী (১৯৮১) *
• মনোবিহঙ্গম*
• অপ্রকাশিত একান্ন (১৯৯৯) *
প্রবন্ধগ্রন্থ
• কবিতার কথা (১৯৫৫)
• জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র (১৯৯০, সম্পাদকঃ ফয়জুল লতিফ চেৌধুরী)*
উপন্যাস
• মাল্যবান (১৯৭৩)*
• সুতীর্থ (১৯৭৭)
• চারজন (২০০৪: সম্পাদকঃ ভূমেন্দ্র গুহ ও ফয়সাল শাহরিয়ার)*
গল্পগ্রন্থ
• জীবনানন্দ দাশের গল্প (১৯৭২, সম্পাদনা: সুকুমার ঘোষ ও সুবিনয় মুস্তাফী)
• জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯, সম্পাদনা: আবদুল মান্নান সৈয়দ)
পত্রসংকলন
• জীবনানন্দ দাশের পত্রাবলী (বাংলা ১৩৮৫, সম্পাদকঃ দীপেনকুমার রায়)
• জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৬, সম্পাদকঃ আবদুল মান্নান সৈয়দ) )

I'm interested in that thing that happens where there's a breaking point for some people and not for others. You go thro...
17/09/2025

I'm interested in that thing that happens where there's a breaking point for some people and not for others. You go through such hardship, things that are almost impossibly difficult, and there's no sign that it's going to get any better, and that's the point when people quit. But some don't.
~Robert Redford

An absolute legend... Rest in peace🕊️

কেন তুমি আস যাও? – হে অস্থির , হবে নাকি ধীর!কোনোদিন!- রৌদ্রের মতন তুমি সাগরের’ পরেএকবার-দুইবার জ্বলে উঠে হতেছ অস্থির ! –
17/09/2025

কেন তুমি আস যাও? – হে অস্থির , হবে নাকি ধীর!
কোনোদিন!- রৌদ্রের মতন তুমি সাগরের’ পরে
একবার-দুইবার জ্বলে উঠে হতেছ অস্থির ! –

Happy Belated Birthday 🎉
16/09/2025

Happy Belated Birthday 🎉

আমি হলাম জন্ম কানা, বেড়াই কুপথেআমার ঘরের চাবি🖤
16/09/2025

আমি হলাম জন্ম কানা, বেড়াই কুপথে
আমার ঘরের চাবি
🖤

♥️
16/09/2025

♥️

Share your videos with friends, family, and the world

15/09/2025

জীবনের পারে থেকে যে দেখেছে মৃত্যুর ওপার,
কবর খুলেছে মুখ বার-বার যার ইশারায়,
বীণার তারের মতো পৃথিবীর আকাঙ্ক্ষার তার
তাহার আঘাত পেয়ে কেঁপে কেঁপে ছিঁড়ে শুধু যায়!
একাকী মেঘের মতো ভেসেছে সে-
বৈকালের আলোয় – সন্ধ্যায় !

অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজেউড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে,-নীড়ের মতন বুকে একবার তার মুখ গুঁজেঘুমাতে চেয়েছ...
15/09/2025

অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে
উড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে,-
নীড়ের মতন বুকে একবার তার মুখ গুঁজে
ঘুমাতে চেয়েছে,- তবু- ব্যথা পেয়ে গেছে ফেঁসে,-
তখন ভোরের রোদে আকাশে মেঘের ঠোঁট উঠেছিল হেসে!

অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজেউড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে,-নীড়ের মতন বুকে একবার তার মুখ গুঁজেঘুমাতে চেয়েছ...
14/09/2025

অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে
উড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে,-
নীড়ের মতন বুকে একবার তার মুখ গুঁজে
ঘুমাতে চেয়েছে,- তবু- ব্যথা পেয়ে গেছে ফেঁসে,-
তখন ভোরের রোদে আকাশে মেঘের ঠোঁট উঠেছিল হেসে!
📷 Amedeo Bocchi - "Malinconia" (1927)
art you today?

আলোর চুমায় এই পৃথিবীর হৃদয়ের জ্বরক’মে যায়; -তাই নীল আকাশের স্বাদ- স্বচ্ছলতা-পূর্ণ ক’রে দিয়ে যায় পৃথিবীর ক্ষুধির গহ্বর;মা...
13/09/2025

আলোর চুমায় এই পৃথিবীর হৃদয়ের জ্বর
ক’মে যায়; -তাই নীল আকাশের স্বাদ- স্বচ্ছলতা-
পূর্ণ ক’রে দিয়ে যায় পৃথিবীর ক্ষুধির গহ্বর;
মানুষের অন্তরের অবসাদ – মৃত্যুর জড়তা
সমুদ্র ভাঙিয়া যায়; - নক্ষত্রের সাথে কয় কথা
যখন নক্ষত্র তবু আকাশের অন্ধকার রাতে-
তখন হৃদয়ে জাগে নতুন যে এক অধীরতা ,
তাই ল’য়ে সেই উষ্ণ – আকাশেরে চাই যে জড়াতে
গোধূলির মেঘে মেঘ, নক্ষত্রের মতো র’বো নক্ষত্রের সাথে!

শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে,পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন;বিকেলের শিশুসুর্যকে ঘিরে মায়ের আবেগেকরুণ হয়েছে...
10/09/2025

শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে,
পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন;
বিকেলের শিশুসুর্যকে ঘিরে মায়ের আবেগে
করুণ হয়েছে ঝাউবন।

Address

Sadananda Bhaban
Barishal
1209

Alerts

Be the first to know and let us send you an email when জীবনানন্দ দাশ - Jibanananda Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনানন্দ দাশ - Jibanananda Das:

Share