05/04/2025
ভারতের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"নথিপত্রহীন"।
বাংলাদেশের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"অবৈধ"।
সম্প্রতি আমেরিকা থেকে অবৈধ ভা'র'তীয় নাগরিকদের গরু-ছাগলের মতো হাত-পা বাঁ'ধা অবস্থায় কার্গো বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু ভা'র'তের প্রতি অতিমাত্রায় অনুগত একটি প্রভাবশালী গণমাধ্যম—প্রথমালু, এই দৃশ্যকে উপস্থাপন করেছে অত্যন্ত মার্জিত ও সহানুভূতিশীল শব্দে: "নথিপত্রহীন ভা'র'তীয়"।
অপরদিকে, যখন একই পরিস্থিতিতে কোনো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, তখন এই একই গণমাধ্যম তাদের পরিচয় দেয় "অবৈধ বাংলাদেশি" হিসেবে।
এখানেই শুরু হয় সচেতন শব্দ-নির্বাচনের মারাত্মক পক্ষপাত—যা শুধু সাংবাদিকতার গুণগত বিচ্যুতি নয়, বরং একটি জাতিকে অবমূল্যায়নের এক পরিকল্পিত প্রো'পা'গা'ন্ডা।
এটা শুধুই শব্দের খেলা নয়।
এটা বর্ণনাভিত্তিক বৈষম্য।
এটা একটি জাতির আত্মমর্যাদায় আঘাত।
আর এই গো'লা'মি এতটাই গভীরে গেঁথে গেছে যে, যারা এই দ্বিচারিতা চোখে দেখে না, তারা আবার কমেন্টবক্সে এসে দা'লা'লির সুরে সাফাই গায়। কারণ, ন্যূনতম সাধারণ বোধবুদ্ধিও দালালির অন্ধকারে হারিয়ে গেছে।
- এ এইচ চৌধুরী মাসুম