মোঃ জাহিদ হাসান খলিফা

মোঃ জাহিদ হাসান খলিফা হিংসা মানুষকে, এমনভাবে ধ্বংস করে......
যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে.....
(16)

11/05/2025

গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ড এর
স্বেচ্ছাসেবক দলের নেতা মজনু ভাইয়ের
রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন
মোঃ জাকারিয়া সরকার হিমেল ভাই
আল্লাহপাক রব্বুল আলামীন মজনু ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

11/05/2025

কেউ মানতে পারেন আর না পারেন,
যারা আন্দোলন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে পেরেছেন,
এটা তাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিজয়।
হতে পারেন অনেকেই বিভ্রান্ত।

কর্মী থেকে নেতা হলে সেই নেতা সবসময় কর্মীর মর্ম বুঝে আর যারা হঠাৎ নেতা হয় তারা কখনোই কর্মীর কষ্ট বুঝবে না। 🌾🌾🌾🌾
05/05/2025

কর্মী থেকে নেতা হলে সেই নেতা সবসময় কর্মীর মর্ম বুঝে আর যারা হঠাৎ নেতা হয় তারা কখনোই কর্মীর কষ্ট বুঝবে না।
🌾🌾🌾🌾

ফি আমানিল্লাহ হে আল্লাহ আপনি হেফাজতের মালিক।
05/05/2025

ফি আমানিল্লাহ
হে আল্লাহ আপনি হেফাজতের মালিক।

13/04/2025

আগে শুনতাম উন্নয়ন
এখন শুনি সংস্কার
আহা কি চমৎকার😷

05/04/2025

পদ পেলেই যে আপনি বড় নেতা তা কিন্তু নয়
পদহীন এমন অনেক ত্যাগী জনপ্রিয় ব্যক্তি দলে আছে, তাদের সন্মান পদ পাওয়া ব্যক্তিদের চেয়েও বড়।

ভারতের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"নথিপত্রহীন"।বাংলাদেশের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"অবৈধ"।সম্প্রতি আমেরিকা থেকে অবৈধ ভা'র'তীয় ন...
05/04/2025

ভারতের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"নথিপত্রহীন"।
বাংলাদেশের ক্ষেত্রে শব্দ ব্যবহার—"অবৈধ"।

সম্প্রতি আমেরিকা থেকে অবৈধ ভা'র'তীয় নাগরিকদের গরু-ছাগলের মতো হাত-পা বাঁ'ধা অবস্থায় কার্গো বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু ভা'র'তের প্রতি অতিমাত্রায় অনুগত একটি প্রভাবশালী গণমাধ্যম—প্রথমালু, এই দৃশ্যকে উপস্থাপন করেছে অত্যন্ত মার্জিত ও সহানুভূতিশীল শব্দে: "নথিপত্রহীন ভা'র'তীয়"।

অপরদিকে, যখন একই পরিস্থিতিতে কোনো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, তখন এই একই গণমাধ্যম তাদের পরিচয় দেয় "অবৈধ বাংলাদেশি" হিসেবে।

এখানেই শুরু হয় সচেতন শব্দ-নির্বাচনের মারাত্মক পক্ষপাত—যা শুধু সাংবাদিকতার গুণগত বিচ্যুতি নয়, বরং একটি জাতিকে অবমূল্যায়নের এক পরিকল্পিত প্রো'পা'গা'ন্ডা।

এটা শুধুই শব্দের খেলা নয়।
এটা বর্ণনাভিত্তিক বৈষম্য।
এটা একটি জাতির আত্মমর্যাদায় আঘাত।

আর এই গো'লা'মি এতটাই গভীরে গেঁথে গেছে যে, যারা এই দ্বিচারিতা চোখে দেখে না, তারা আবার কমেন্টবক্সে এসে দা'লা'লির সুরে সাফাই গায়। কারণ, ন্যূনতম সাধারণ বোধবুদ্ধিও দালালির অন্ধকারে হারিয়ে গেছে।

- এ এইচ চৌধুরী মাসুম

সংস্করণের ব্যাপারে বিএনপি নিয়ে যাদের  চুলকানি আছে।বিএনপির সংস্কারে ঐকমত্য♦️বিচার বিভাগ সংস্কারের ২৩ সুপারিশের ২০টিতে একম...
05/04/2025

সংস্করণের ব্যাপারে বিএনপি নিয়ে যাদের চুলকানি আছে।

বিএনপির সংস্কারে ঐকমত্য

♦️বিচার বিভাগ সংস্কারের ২৩ সুপারিশের ২০টিতে একমত বিএনপি।
♦️দুদক সংস্কারের ২০ সুপারিশের ১৯টিতে একমত এবং আংশিক একমত বিএনপি।
♦️জনপ্রশাসন সংস্কারের ২৬ প্রস্তাবের অর্ধেকে একমত আছে বিএনপি, বাকি বিষয়ে মন্তব্য রয়েছে।

বিএনপির সংস্কার বিষয়ক ইতিবাচক মনোভাব এই পরিসংখ্যান দিয়েই বোঝা যায়।


05/04/2025

আমাদের নির্ভরযোগ্য একজন নেতা ছিল.......

04/04/2025

নেতার ক্লিয়ার কথা..........
বুঝলে ভালো না বুঝলে আরো ভালো

04/04/2025

ডঃ মুহাম্মদ ইউনুস.......

Address

Barishal
8201

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ জাহিদ হাসান খলিফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share