
22/07/2025
আমরা মানুষ হবো কবে?
গতকাল ২ লিটার পানির বোতলের দাম চেয়েছে ৬০০ টাকা, যখন পানির সবচেয়ে বেশি দরকার ছিল। ২০ টাকার রিকশা ভাড়া নিয়েছে ১০০ টাকা, ৩০০ টাকার সিএনজি ভাড়া নিয়েছে ১০০০ টাকা। নেক্সট টাইম থেকে কোনো রিকশাওয়ালা,সিএনজিওয়ালাকে ১০ টাকাও কি বাড়িয়ে দেওয়া উচিত হবে? গতকাল তাদের দিন ছিল সামনে কিন্তু আরো ৩৬৪ দিন আছে।