Anima Payel

Anima Payel Assalamualaikum-welcome to my official page(For collaboration please inbox us)
(6)

মেয়ে মানুষদের বেশি হাসি-খুশি, প্রাণচঞ্চলতা নিয়ে-মন খুলে পাখির মতো উড়তে দেখলেকিছু শিক্ষিতরূপী মূর্খরা এটা মেনে নিতে পারে ...
02/09/2025

মেয়ে মানুষদের বেশি হাসি-খুশি,
প্রাণচঞ্চলতা নিয়ে-
মন খুলে পাখির মতো উড়তে দেখলে
কিছু শিক্ষিতরূপী মূর্খরা এটা মেনে নিতে পারে না । শরীরে জ্বালা ধরে যায়।
ধর্মের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে, পরিবারে দোহাই দিয়ে , নানান রকম কুটুক্তি মন্তব‍্য করে থাকে।
যতক্ষন না পর্যন্ত ভেতর থেকে মানসিক ভাবে মেয়েটা পঙ্গু না হয়ে যায়।
যাতে আর কোনদিন হাসি-খুশি,আর পাখির মতো উড়তে চাওয়ার স্বপ্নই না দেখতে পারে।
নিজেদের মনগড়া
সব ধরনের মন্তব‍্য করা শেষ হয়ে গেলে
এরপর আসে মেয়েদর চরিত্র নিয়ে প্রশ্ন-
মেয়ে কি আধও ভালো ?
এই মেয়েদের ধারা কি আধও ঘর সংসার করা সম্ভব?
এদের তো বাহিরে মন!
কি আজব তাই না!
শুনতে হাস‍্যকর মনে হলেও এটাই আমাদের
আধুনিক সমাজের So Called কিছু শিক্ষিত মানুষের অসুস্থ মন মানসিকতার পরিচয়।

প্রচলিত একটা লোক প্রবাদ আছে
যে রাধে সে নাকি চুলও বাধেঁ”
যেটা আমরা ছোটবেলা থেকে কমবেশি
সবাই শুনে এসেছি।
কিন্তু মাঝে মাঝে এই যুগে এসেও মেয়েদের প্রতি
এসব শিক্ষিত সামাজিক ভন্ডদের হাবভাব দেখলে মনে হয়।
একটা ভুল লোকপ্রবাদ তৈরী করেছিলো
উনবিংশ শতাব্দি বা তার আগের লোকজনেরা।
কারন মেয়েদের যোগ‍্যতা বলতে
মূলত দুটি যোগ‍্যতাই থাকা উচিত ১. চুলা ঠ‍্যালা ২. সবার মন রক্ষা করে চলা।
যুগের সাথে তাল মিলিয়ে মেয়েদের বহুকাজ একসঙ্গে করা (মাল্টিটাস্কিং) হওয়ার কোন দরকার নেই।

তবে হ‍্যা নিজের ছেলে ,মেয়ে,ভাই ,বোন এর
কথা হলে বিষয়টা ভিন্ন।
এমনকি নিজের বিষয় হলেও কথা সম্পূর্নই ভিন্ন😆
এ‍ই মূর্খ আবাঙ্গালগুলো বাহিরে ফেমিনিজম নিয়ে কথা বলবে শুধুমাত্র নিজেদের খাতিরে।
কিন্তু বাস্তবে নিজের মনে বা আচরনে অন‍্য মেয়েদের স্বাধীনতা পছন্দ করে না।

বেশ কিছুদিন আগে এক আপুর একটা পোষ্ট পরেছিলাম
সমাজ চায় মেয়েরা চাঁদে যাক, কিন্তু যাবার আগে চারটে পরোটা আর এক কাপ চা বানিয়ে দিয়ে যাক 😁

সোজা কথা আজ আছি কাল নাও থাকতে পারি।একটু আসছি বলে বাড়ি থেকে বের হয়ে-আর বাড়ি নাও ফিরতে পারি।অনিশ্চয়তার তুঙ্গে বসে থেকে ...
01/08/2025

সোজা কথা আজ আছি কাল নাও থাকতে পারি।
একটু আসছি বলে বাড়ি থেকে বের হয়ে-
আর বাড়ি নাও ফিরতে পারি।
অনিশ্চয়তার তুঙ্গে বসে থেকে যে দিনের অপেক্ষা করি তার নামই মুলত জীবন। অথচ এতটুকু জীবনে কতো কিছুই না করি- অহংকার করি, অবহেলা করি , রেষারেষি করি, শত্রুতা করি, ঠিক করে হাসি না, ঠিক করে ভালোবাসি না, হতাশা নিয়ে দিন পার করে আপনজনদের কথা ভাবি না,প্রিয়মানুষদের সাথে দেখা করে উঠতে পারি না,খোঁজ নেই না, সময়ই পাই না।
অথচ যতটুকু সময় নিয়ে এসেছি বাঁচার জন‍্য ততোটুকু সময়ই ঠিক করে বাঁচি না।

End of Discussion
27/07/2025

End of Discussion

24/07/2025
নিজেকে ভালোবাসা শিখতে পারাটা সহজ না —বিশেষ করে তখন,যখন তুমি বারবার নিজের ওপর সন্দেহ করো,আর চারপাশ শুধু তুলনা দিয়ে মাপতে ...
04/06/2025

নিজেকে ভালোবাসা শিখতে পারাটা সহজ না —
বিশেষ করে তখন,
যখন তুমি বারবার নিজের ওপর সন্দেহ করো,
আর চারপাশ শুধু তুলনা দিয়ে মাপতে থাকে তোমার মূল্য।

আমি/ আমরা কেউই পরিপূর্ণ নিখুঁত না।

কিন্তু একটা সময় কখনও কখনও গিয়ে
মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি ?
চারপাশের সবাই কেমন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে!
আর আমি কোথায় আছি ?

আসলেই! এই অনুভূতিগুলো একদমই সত্যি।
কিন্তু তার সাথে এটাও সত্যি
জীবন প্রতিযোগিতা না এটি একটি যাত্রা-
যেখানে সবার জীবনের গতি ভিন্ন।
হয়তো ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু নিজস্ব গতিতেই এগোচ্ছি ।
আর আমি মনে করি সবার মতো হওয়ার থেকে নিজের মতো ভালো মানুষ হওয়াটা অনেক গর্বের-
তাই নিজেকে নিয়ে ধের্য‍্য ধরো, সাথে নিজেকে ভালোবাসো-
তোমার যাত্রা তোমার মতোই সুন্দর হবে❤️

প্রতারনা করা, ধোঁকা দেয়া , চিট করা , পরকীয়া করা এখন নিত‍্যদিনের ভাত মাছের মতো বর্তামান সময়ে কিছু সংখ‍্যক মানুষদের কাছে। ...
02/06/2025

প্রতারনা করা, ধোঁকা দেয়া , চিট করা , পরকীয়া করা এখন নিত‍্যদিনের ভাত মাছের মতো বর্তামান সময়ে কিছু সংখ‍্যক মানুষদের কাছে।
আবার “সবাই কিন্তু না”

যার চরিত্রে প্রথম দিয়াই গু 💩 জানতেছো , বুঝতেছো !
সে আজ হোক ,কাল হোক ,যেকোন পরিস্থিতিতে হোক মুখ অন‍্য জায়গায় লাগাবেই। আর ঐ জায়গায় যদি লয়‍্যালিটি, বিশ্বাস, ভরসার আশা রাখো সেটা নিতান্তই ভুল।
এজন‍্য জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিয়ে ১০০ বার ভাবা উচিত। পচা শামুকে পা কাটার আগে নিজেকে সরিয়ে আনা উচিত।
এখন ১০০ বারের জায়গা যদি ১০ বার না ভেবেই
সবকিছু একদিন ঠিক হয়ে যাবে এই আশায়
কেউ যদি আগুনে ঝাঁপ মারে -তাহলে তো আর কিছু করার থাকে না।
তারপরও বলবো - এই জীবন একটাই, আমরা কেউই চিরস্থায়ী না ।এজন‍্য নিজের শান্তিকে সবার আগে প্রায়রিটি দেয়া উচিত।
বিশ্বাস করেন “সবকিছু একদিন ঠিক হয়ে যাবে”, “মানুষটা একদিন পরিবর্তন হয়ে যাবে” এই কনসেপ্টটাই একটা ভুল কনসেপ্ট।

হ‍্যা আল্লাহ্ চাইলে অবশ্যই সবকিছু একদিন ঠিক হয়ে যাবে- সেটা আল্লাহ যখন চাইবে
কিন্তু ভুল কিছু চেয়ে যদি এই কনসেপ্ট টা ধরে রেখে বসে থাকো-

ভাই তাহলে কিচ্ছু ঠিক হবে না কোনোদিন , কেউ পরিবর্তন হবে না কোনোদিন ।

কারন আল্লাহ্ তার বান্দার মঙ্গল চায়
উত্তম পরিকল্পনাকারী তিনিই।
তা রাত জেগে আমরা যতোই একটা চিটার, বাটপারের জন্য সুন্দর পরিকল্পনাই করি না কেনো!
কারন উপরে যে আছে
সে তো সবই দেখতেছে আর হাসতেছে।

তাই অসুস্থ / চরিত্রহীন মানুষের সাথে একটা সম্পর্ক
দিন কে দিন টেনে নেয়ার থেকে সেই সম্পর্ক টা থেকে বেড়িয়ে গিয়ে কষ্ট পাওয়া হাজার গুন ভালো ।কারন কষ্ট একটা টাইমে আল্লাহর রহমতে শেষ হয়েই যায়।𝐄𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠 𝐢𝐬 𝐭𝐞𝐦𝐩𝐨𝐫𝐚𝐫𝐲
সময়ের সাথে সাথে সব বদলে যায়।

আর আমার কাছে সবথেকে হাস‍্যকর লাগে এই বিষয়টা -
বেশিরভাগ পাবলিক রে দেখতেছি
কিছু একটা পাইলেই হইলো
মানে পাদ একটার জায়গায় দুইটা ক‍্যান মারলো তাহলেই নজর লাইগা গেছে-
নজর , নজর , কইরা টাগরার অর্ধেক শুকাইয়া ফালায়।
বর্তমানে সময়ে কারও দুঃখ দেখলেই
কমন ডায়লগ নজর লাগছে, বদনজর দিছে মানুষ-
কমেন্ট বক্স, ক‍্যাপশন দিয়া পুরা সুস্থ মস্তিষ্কটা অসুস্থ বানাইয়া ফালায়
মনে হয় এইটাও একটা ট্রেন্ড।
আরেহ্ ভাই সুখ- দুঃখ জীবনে অংশ একটা থাকবেই।

হ‍্যা বদনজর সত‍্য কিছু কিছু ক্ষেত্রে-

কিন্তু সবকিছুই নজর দিয়ে বিবেচনা কেনো করেন আপনারা-
এটাও তো বলা যায়
“থাক চিন্তা করো না
আল্লাহ যা করছে ভালোর জন‍্যই করছে “
একটা পজিটিভিটি থাকে কথাটার মধ‍্যে।

প্রতিটা মানুষের জীবনে চড়াই- উতরাই আছে
আর এই চড়াই - উতারাই গুলো পার করে মানুষ
আবার ঘুরে দাঁড়ায় -
একটা সময় তখন সুখ পায়, আনন্দ পায়
আর এগুলো নিয়েই পথচলা জীবনের।
এর মানে কি এইটা দাড়ায় পৃথিবীর প্রতিটা মানুষের বদনজর লাগছে!
আল্লাহ তা’য়ালা মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক,বিবেচনা বলেও কিছু কিছু জিনিস দিয়ে দিছে যা আমরা সঠিক সময়ে কাজে লাগাতে পারি।
কিন্তু সঠিক সময়ে এগুলো কাজে না লাগিয়ে
বদনজরের বলে চালিয়ে দিলে তো আর হয়না।

আর এই সামান‍্য সিম্পলি বোধটুকু আবেগপ্রবণ জনগনের ঘিলুতে নাই যারা বদনজর বদনজর বলে চিল্লায় মরে সারাক্ষন
কারন মুখস্থ ডায়লগ এটা একটা।

আশেপাশে এমন অনেক মানুষ দেখেছি যারা বছরের পর বছর তাদের সুন্দর সম্পর্ক ,সবকিছু গোপন রাখছে!
একটা সময় গিয়ে শুনতে পেয়েছি , দেখতে পেয়েছি গোপনেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে, চোখের সামনে হাস‍্যজ্জ্বল মানুষ গুলো মনমড়া হয়ে দিন কে দিন ভেঙে যাচ্ছে ভেতর থেকে ।
তাদের কে নজর লাগাইছে বলতে পারেন !
তারা তো কিছু পাব্লিক করে নাই ,শো- অফ করে নাই
তাহলে তাদের কেনো বিচ্ছেদ হলো!

নসীবে যদি না থাকে আল্লাহ যদি না চায়
আপনি - আমি শতো চেষ্টা করলেও কাউকেই ধরে রাখা যায় না।
আর জোড় করে কেউ কোনোদিন তার পার্টনারে ধরে রাখতে পারেও নাই।

আমি আবার ও কিছু মানুষ দেখতে পাই প্রতিনিয়ত
পাব্লিকলি তাদের সুন্দর মুহূর্ত গুলো ক‍্যাপচার করে শেয়ার করতেছে সোশ‍্যাল মিডিয়া প্লাটফর্মে বছরের পর বছর যাবত ।দেখতেও ভালোলাগে , পজিটিভ একটা ফিল পাওয়া যায়।
দিব্বি ভালো আছে তারা।
কই তাদের তো কখনও বদনজর বদনজর বলে হাপিত্তিস করে গলা শুকাতে দেখিনা।

হুদাই সুস্থ মস্তিষ্কটা বদনজর নামক নেগেটিভিটি দিয়ে ভরানো কোনো মানে নেই।

তার থেকে বর্তমান সময়ে এইটা মাথায় রাখা উত্তম
𝐃𝐨𝐧’𝐭 𝐭𝐫𝐮𝐬𝐭 𝐚𝐧𝐲𝐨𝐧𝐞 𝐞𝐚𝐬𝐢𝐥𝐲. 𝐈𝐟 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞 𝐜𝐡𝐞𝐚𝐭𝐬 𝐨𝐧𝐜𝐞, 𝐭𝐡𝐞𝐲 𝐰𝐢𝐥𝐥 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐛𝐞 𝐚 𝐜𝐡𝐞𝐚𝐭𝐞𝐫 𝐚𝐧𝐝 𝐰𝐢𝐥𝐥 𝐝𝐨 𝐢𝐭 𝐚𝐠𝐚𝐢𝐧.

Big Dream✨
17/05/2025

Big Dream✨

আবার কবে ঘুরতে যাবো🥺
21/04/2025

আবার কবে ঘুরতে যাবো🥺

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anima Payel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anima Payel:

Share