Anima Payel

Anima Payel Assalamualaikum-welcome to my official page(For collaboration please inbox us)
(6)

এখন কোন গল্প নেই………..Dress From : Silk N LinenPicture : Mark by Riptey
06/08/2025

এখন কোন গল্প নেই………..
Dress From : Silk N Linen
Picture : Mark by Riptey

সোজা কথা আজ আছি কাল নাও থাকতে পারি।একটু আসছি বলে বাড়ি থেকে বের হয়ে-আর বাড়ি নাও ফিরতে পারি।অনিশ্চয়তার তুঙ্গে বসে থেকে ...
01/08/2025

সোজা কথা আজ আছি কাল নাও থাকতে পারি।
একটু আসছি বলে বাড়ি থেকে বের হয়ে-
আর বাড়ি নাও ফিরতে পারি।
অনিশ্চয়তার তুঙ্গে বসে থেকে যে দিনের অপেক্ষা করি তার নামই মুলত জীবন। অথচ এতটুকু জীবনে কতো কিছুই না করি- অহংকার করি, অবহেলা করি , রেষারেষি করি, শত্রুতা করি, ঠিক করে হাসি না, ঠিক করে ভালোবাসি না, হতাশা নিয়ে দিন পার করে আপনজনদের কথা ভাবি না,প্রিয়মানুষদের সাথে দেখা করে উঠতে পারি না,খোঁজ নেই না, সময়ই পাই না।
অথচ যতটুকু সময় নিয়ে এসেছি বাঁচার জন‍্য ততোটুকু সময়ই ঠিক করে বাঁচি না।

End of Discussion
27/07/2025

End of Discussion

24/07/2025
💙💙
12/06/2025

💙💙

নিজেকে ভালোবাসা শিখতে পারাটা সহজ না —বিশেষ করে তখন,যখন তুমি বারবার নিজের ওপর সন্দেহ করো,আর চারপাশ শুধু তুলনা দিয়ে মাপতে ...
04/06/2025

নিজেকে ভালোবাসা শিখতে পারাটা সহজ না —
বিশেষ করে তখন,
যখন তুমি বারবার নিজের ওপর সন্দেহ করো,
আর চারপাশ শুধু তুলনা দিয়ে মাপতে থাকে তোমার মূল্য।

আমি/ আমরা কেউই পরিপূর্ণ নিখুঁত না।

কিন্তু একটা সময় কখনও কখনও গিয়ে
মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি ?
চারপাশের সবাই কেমন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে!
আর আমি কোথায় আছি ?

আসলেই! এই অনুভূতিগুলো একদমই সত্যি।
কিন্তু তার সাথে এটাও সত্যি
জীবন প্রতিযোগিতা না এটি একটি যাত্রা-
যেখানে সবার জীবনের গতি ভিন্ন।
হয়তো ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু নিজস্ব গতিতেই এগোচ্ছি ।
আর আমি মনে করি সবার মতো হওয়ার থেকে নিজের মতো ভালো মানুষ হওয়াটা অনেক গর্বের-
তাই নিজেকে নিয়ে ধের্য‍্য ধরো, সাথে নিজেকে ভালোবাসো-
তোমার যাত্রা তোমার মতোই সুন্দর হবে❤️

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anima Payel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anima Payel:

Share