
05/06/2024
**কিভাবে জীবনের প্রথম বায়ার পাবেন? (আমি যেভাবে পেয়েছি) **
আমাদের জীবনের সব “প্রথম“ গুলো খুব কঠিন। প্রথম দিন স্কুলে যাওয়া, প্রথম দিন চাকরিতে যাওয়া, প্রথম বার স্টেজে উঠে বক্তব্য দেওয়া সব গুলোই কঠিন কাজ। একবার “প্রথম” টা পার হইলে আস্তে আসতে সব সহজ মনে হতে শুরু করে।
তেমনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও প্রথম client পাওয়া টা সব চেয়ে মুশকিল। একবার যখন প্রথম client পেয়ে যাবেন, দেখবে আসতে আসতে রাস্তা সহজ হচ্ছে।
আজকে কথা বলব কিভাবে ফাইভার এর মেসেজ আর upwork এর connect খরচ না করে প্রথম পাওয়া যায় সেইটা নিয়ে। আমি আমার জীবনের প্রথম client এভাবেই পেয়েছি তাই আপনি পেতে পারেন বলে আমি মনে করি।
**এই নিনজা টেকনিক ব্যবহার করার আগে তিনটা জিনিস প্রয়োজনঃ**
১। অনেক ভালো একটা পোর্টফলিও।
২। Social Media প্রোফাইল গুলো সুন্দর করে সাজানো
৩। ধৈর্য
আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে Cold Messaging. আকাশের দিকে টাকায় না থেকে নিজেই উদ্যোগ নিব কাজ পাওয়ার । কোল্ড মেসেজিং করে Client পাইতে হইলে আপনার জানতে হবে যে আপনার পটেনশিয়াল Client কারা এবং তাদেরই মেসেজ দিতে হবে । যাকে তাকে মেসেজ দিয়ে লাভ নাই
একজন ভিডিও এডিটর মেসেজ দিবে - youtuber/ tiktoker/ instagram influencer কে
একজন SEO এক্সপার্ট মেসেজ দিবে নতুন বিজনেস ওয়েবসাইট খুলসে এমন কাউকে
ইত্যাদি । নিজের জায়গা থেকে চিন্তা করুন যে কে আমাদের IDEAL client এবং তারা কথায় ঘুরাঘুরি করতেসে বের করুন।
তাদেরকে Facebook group, Subreddit, Linkedin, Instagram, Pinterest এই সব যায়গা থেকে খুঁজে বের করুন
কিন্তু সবাইকে গণহারে মেসেজ দিয়ে লাভ নাই।*** ৩ টা বৈশিষ্ট্য থাকলে তবেই একজনকে মেসেজ দিন।***
১। Active person/ Active Business
২। Mid-range business
৩। এমন বিজনেস অথবা এমন লোক যারা বড় কিছু না করতে পারলে করতে ইচ্ছুক
এবার আসই মেসেজ কিভাবে দিবেনঃ
*মাথায় রাখবেন ACAF formula*
A= Acknowledge (আপনি যে তার ব্যবসা/ তার পেজ সম্পর্কে জানেন এইটা প্রথম লাইনেই ধারনা দিবেন )
C= Complment (তার কোনও ব্যবসা/ পেজের কোনও একটা জিনিসকে প্রশংসা করুন)
A= Ask (ওর ব্যাবসা/ পেজ নিয়ে একটা স্পেসিফিচ প্রশ্ন করুন)
F= Followup ( এরা অনেকেই ব্যস্ত থাকতে পারে, তাই আপনি ৩-৪ দিন পড় আবার একটা ফলো আপ মেসেজ দিতে পারেন)
ধরেন একজন কন্টেন্ট রাইতে হিশেবে একটা ওয়েবসাইট কে মেসেজ/ইমেইল দিচ্ছেনঃ
*“Hey there, I have been following your blogs about {X} for 3 weeks now. Really loved the {Y} article where you talked about {Z} .
Do you have plans to write about {M} topic in the future? “*
এইটা একটা টেম্পলেট । এইটা হুবুহু কপি করলে হবেনা। আপনাকে Client এর উপর রিসার্চ করে দেন মেসেজ দিতে হবে। সব মানুস/বিজনেসের জন্য মেসেজ হবে আলাদা কিন্তু থিম টা এটাই থাকবে ।
আরও অনেক কিছু বলার আছে সময়ের স্বল্পতার কারণে সব বলতে পারিনি
আশা করি সবার উপকার হবে টাও ।
ধন্যবাদ ।