
06/04/2025
এবার ঈদে স্মরণকালের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা। আর সেই প্রবাসীরা হাঁসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অথচ খবর নেই দূতাবাসের! ওমানের হাঁসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন প্রবাসী বাবুল! কুমিল্লা দাউদকান্দির মৃত আবিদ আলীর সন্তান বাবুল গত ২ মার্চ ব্রেইন স্ট্রোক করে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা নাজুক। অসুস্থ এই প্রবাসীকে সরকারিভাবে চিকিৎসা সহায়তা এবং দেশে আনার জন্য দূতাবাসের সহযোগিতা চেয়েও পায়নি পরিবার। যা খুবই দুঃখজনক! বিদেশে প্রবাসীর কল্যানে যদি দূতাবাসকে না পাওয়া যায়, তাহলে এই দূতাবাস দিয়ে প্রবাসীরা কী করবে?
বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক-বিপিএন দ্রুত এই প্রবাসীর ব্যাপারে দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করে।