
14/08/2025
কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী মহল্লায় তাসফিয়া তাবাচ্ছুম রাইছা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার । বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়রা তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত তাসফিয়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের আরিফুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা এলাকায় নানা রুহুল আমিনের (৭০) বাড়িতে থাকতেন তিনি। বিকেলে নানা-নানির ঘরের ভেতর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেন। পরে নানী দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যান।
নানা-নানি ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাসফিয়া প্রায় ৩-৪ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তিনি অনিশ্চিত ও অস্থির জীবনে অভ্যস্ত হয়ে পড়েন। কিছুদিন আগে কুয়াকাটা থেকে উদ্ধার করে পুলিশ তাকে মায়ের কাছে হস্তান্তর করলেও পরে তিনি নানাবাড়িতে চলে আসেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”