Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ

Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ ★彡[THE DAILY BANGLADESH彡★

কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
14/08/2025

কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী মহল্লায় তাসফিয়া তাবাচ্ছুম রাইছা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার । বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়রা তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত তাসফিয়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের আরিফুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা এলাকায় নানা রুহুল আমিনের (৭০) বাড়িতে থাকতেন তিনি। বিকেলে নানা-নানির ঘরের ভেতর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেন। পরে নানী দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যান।

নানা-নানি ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাসফিয়া প্রায় ৩-৪ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তিনি অনিশ্চিত ও অস্থির জীবনে অভ্যস্ত হয়ে পড়েন। কিছুদিন আগে কুয়াকাটা থেকে উদ্ধার করে পুলিশ তাকে মায়ের কাছে হস্তান্তর করলেও পরে তিনি নানাবাড়িতে চলে আসেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও ...
12/08/2025

কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটন উন্নয়নের লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩০০ মিটার দীর্ঘ সৈকত সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ২৯ মে জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের স্রোত বয়ে আনে।

সড়ক ধসে যাওয়ার পর ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর এলাকার জনগণ মানববন্ধনও করে ক্ষোভ প্রকাশ করে। ঘটনার তদন্তে নামেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ জুলাই) দুপুরে কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন এলাকায় ধসে যাওয়া সড়কের কাজের মান পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বাধীন একটি টিম। পরিদর্শনে উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ও অন্যান্য স্থানীয় প্রতিনিধি।

পরিদর্শনের পর দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, “আমাদের কাছে অভিযোগ পাওয়া গেছে যে, এই প্রকল্পটি অপরিকল্পিত ও দুর্নীতিপূর্ণ। ৪ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেছে, যা সম্পূর্ণ জলে বিলীন হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রকল্প শুরুতেই একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ছিল যা হয়নি। আমাদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তী করণীয় বিষয়ে উপরের কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ তিন সহযোগী স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় ইট ও বালু দিয়ে নিম্নমানের কাজ করায় সড়কটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সদস্য সচিব ছগির মোল্লার মালিকানাধীন ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের ‘মেসার্স আবরার ট্রেডার্স’ ও সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম মালিকানাধীন ‘এস এম ট্রেডার্স’।

স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও পর্যটকরা এই প্রকল্পকে ‘দৃষ্টান্তমূলক ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করছেন। তারা দায়িত্বহীনতা, স্বজনপ্রীতি ও পরিকল্পনার অভাবকে প্রকল্পের মূলে দাবি করছেন এবং প্রকৃত তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবিও তুলছেন।

কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশ...
12/08/2025

কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মো. ইমরান দেওয়ান ও মো. কবীর হোসেন।

আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন তরুণ-যুবকের মাঝে মোট ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ( ভারপ্রাপ্ত ) ইউএনও মো. ইয়াসীন সাদেক সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন এবং শপথবাক্য পাঠ করান।

পটুয়াখালী মহিলা দলের সভাপতি আফরোজা সীমা পদচ্যুতপটুয়াখালী প্রতিনিধি:সাংবাদিককে গালমন্দ ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ...
12/08/2025

পটুয়াখালী মহিলা দলের সভাপতি আফরোজা সীমা পদচ্যুত

পটুয়াখালী প্রতিনিধি:
সাংবাদিককে গালমন্দ ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আফরোজা বেগম সীমার সভাপতি পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। ১২ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুকে প্রকাশ্যে গালমন্দ ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তীব্র সমালোচনা শুরু হয়। এরই জেরে কেন্দ্রীয় মহিলা দল অভিযুক্ত নেত্রীকে পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়।

“আস্থার রাজনীতিই বিএনপির শক্তি”-বিএনপি নেতা মোশাররফ হোসেন
12/08/2025

“আস্থার রাজনীতিই বিএনপির শক্তি”-বিএনপি নেতা মোশাররফ হোসেন

“আস্থার রাজনীতিই বিএনপির শক্তি”-বিএনপি নেতা মোশাররফ হোসেন

জনগণের আস্থা ও ভালোবাসাকেই বিএনপির মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “বিএনপি দখল বা প্রতিশোধের রাজনীতি করে না, আমরা মানুষের মন জয় করেই রাজনীতি করি।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতেই শেষ করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। “এমন পরিস্থিতিতে তারা দেশ থেকে দলবল নিয়ে ভারতে পালিয়ে গেছে" অভিযোগ করেন বিএনপির এই নেতা।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, “আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছি। তখন জনগণের কথা বলতেও পারিনি।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়াতে হবে। তবে কেউ যদি অন্যায় কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আলীপুর মৎস্য বন্দর বিএফডিসি মার্কেট মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, মৎস্য ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

12/08/2025

“আস্থার রাজনীতিই বিএনপির শক্তি”-বিএনপি নেতা মোশাররফ হোসেন

03/08/2025

শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ

03/08/2025

এনসিপির ২৪ দফা ইশতেহার

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক
01/08/2025

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আমির হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে উপজেলার বালিয়াতলীর আমতলী পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, সোমবার রাতে ওই এলাকার বিদ্যুতের খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। চোরচক্র একটি ট্রান্সফরমার নিয়ে গেলেও অন্যটি ঘটনাস্থলে লুকিয়ে রাখে। পরে বৃহস্পতিবার বিকেলে লুকানো ট্রান্সফরমারটি নিতে গেলে ওৎপেতে থাকা স্থানীয়রা আমির হোসেনকে হাতেনাতে ধরে ফেলে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন স্বীকার করেন, বরগুনা জেলার কাকচিড়া এলাকার রাজিব নামের এক সহযোগীর সঙ্গে তিনি এই চুরির ঘটনা ঘটিয়েছেন। আটক আমির হোসেন পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামের মৃত আঃ মালেক প্যাদার ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্রলিং বোটে নিষিদ্ধ জাল, কোস্টগার্ডের জালে ৯ জেলে
01/08/2025

ট্রলিং বোটে নিষিদ্ধ জাল, কোস্টগার্ডের জালে ৯ জেলে

ট্রলিং বোটে নিষিদ্ধ জাল, কোস্টগার্ডের জালে ৯ জেলে

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল।

কোস্টগার্ড নিজামপুর স্টেশন এবং মৎস্য বিভাগের সমন্বয়ে পরিচালিত এই অভিযান চালানো হয় বুধবার দিবাগত মধ্যরাতে। খাপড়াভাঙা নদীর আমখোলা স্পট থেকে দুইটি আর্টিসনাল ট্রলিং বোটসহ আট জেলেকে আটক করা হয়। এসময় বোট থেকে উদ্ধার করা হয় ৯টি নিষিদ্ধ বেহুন্দি জাল।

অন্যদিকে, একই দিনে ভোলার চরফ্যাশন উপজেলার ডালিরহাট বাজারসংলগ্ন এলাকা থেকে একটি ট্রলিং বোট ও এক জেলেকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, অভিযানে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। পরবর্তীতে ট্রলিং বোট, জাল এবং আটক জেলেদের চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

কোস্টগার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং সমুদ্র ও নদীতে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ
30/07/2025

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ
২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

হংকংভিত্তিক টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন।

প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করলেও বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় হানডা তার বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই বিনিয়োগের আওতায় দুটি গার্মেন্টস প্রসেসিং এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট স্থাপন করবে হানডা, যার মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিনিয়োগ বাস্তবায়নে বিডা, বেজা ও বেপজা-র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে হানডা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এটিকে বাংলাদেশের বস্ত্রখাতে অন্যতম বৃহৎ চীনা বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন।

প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করা হবে, যার জমি ইজারা চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের কার্যক্রম ২০২৫ সালের শেষ নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা হান চুনকে বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে আপনি চীনা বিনিয়োগের নেতৃত্ব নিন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।” তিনি বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণেরও পরামর্শ দেন, যাতে তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী কাজ করতে পারেন।

সাক্ষাৎকালে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এবং হানডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিত ছিলেন।

“সাগরে ট্রলার ডুবে ১৫ জেলে নিখোঁজ, ১০ জন জীবিত উদ্ধার”
29/07/2025

“সাগরে ট্রলার ডুবে ১৫ জেলে নিখোঁজ, ১০ জন জীবিত উদ্ধার”

“সাগরে ট্রলার ডুবে ১৫ জেলে নিখোঁজ, ১০ জন জীবিত উদ্ধার”

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা হলেন—লালুয়ার সাগর (২২), নোয়াখালীর হারুন (৪৫), লালুয়ার সাগর (৩৩), লালুয়ার রাজিব (২৫), লালুয়ার ইব্রাহিম (২৬), আমতলীর মহিষকাটা এলাকার রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), লালুয়ার রাহাত (৩৩), লালুয়ার হারুন (২৭) এবং বালিয়াতলীর হাসান (৩০)।
তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এখনও নিখোঁজ রয়েছেন—মিঠাগঞ্জের ইদ্রিস, কালাম, নজরুল, ট্রলারের মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন।

জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন একটি মাছ ধরার ট্রলারে করে গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো হাওয়ায় আমাদের ট্রলারটি ডুবে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয় দিন সাগরে ভেসে থাকি। পরে এক ট্রলারের সহায়তায় আমাদের উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক ও মানসিকভাবে তারা চরম দুর্বল অবস্থায় রয়েছেন।

ঘটনার পর থেকেই নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Address

Barishal
8650

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bangladesh-ডেইলি বাংলাদেশ:

Share