
07/12/2024
🎯🎯 ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করুন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার দিয়ে।
🍁ফেসবুক বুস্ট সার্ভিসটি ফেসবুকের সব ধরেনর অডিয়েন্সকে টার্গেট করে দিয়েছে। এতে করে ফেসবুকের এই বেসিক সার্ভিসটি সকলেই ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে আপনি এর বেসিক কিছু ফিচার ব্যবহার করতে পারবেন।
🍁 অন্য দিকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের এডভান্স লেভেলের মার্কেটিং।
ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফেসবুক আলাদা একটা সাইট পর্যন্ত বানিয়েছে। আপনারা business.facebook.com এ গেলে দেখতে পাবেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি অডিয়েন্স এর ডিটেলস সহ অডিয়েন্স narrow করে অথবা extent করে আরও নিখুঁত ভাবে টার্গেট করতে পারবেন। আসলে অ্যাড ক্যাম্পেইন এর আরো অনেক ফিচার রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। যেমন বুস্ট এ শুধু নিউজফিড এ অ্যাড চলে । আর অ্যাড ক্যাম্পেইন এ ১৫+ জায়গায় এড প্লেসমেন্ট এ অ্যাড চলে ।
উপরিউক্ত বিষয় মাথায় রেখে আপনাকে একটি ফেসবুক এড ক্যাম্পেইন চালু করতে হবে। এতো কিছু মাথায় রেখে, কোন ধরনের বিজ্ঞাপন আপনার বিজনেস এর জন্য বেশি কার্যকরী হবে তা দেখার দায়িত্ব আমাদের। Branding Business Solution এই সকল সেবা নিয়ে আছে আপনার পাশে। তাই আপনার বিজনেস এর জন্য ফেসবুক এ্যাড তৈরি করে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে। এছাড়াও সব ধরনের ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সেবা আমরা দিয়ে থাকি। তাই আজই ইনবক্সে যোগাযোগ করুন আমাদের সাথে।